ব্যবসার দুর্দান্ত আইডিয়া যা আপনাকে আপনার স্বপ্ন পূরণে সাহায্য করবে (Business Idea). এখন সরকারী চাকরি পাওয়া খুবই কঠিন। প্রাইভেট কোম্পানি গুলিতেও তেমন ভাবে ভ্যাকান্সি নেই। প্রচুর মানুষ এমন রয়েছেন যারা প্রাইভেট কোম্পানিতে অত্যাধিক চাপের কারনে তা ছেড়ে দিতে বাধ্য হন। এছাড়াও বহু মানুষ আছেন যারা প্রথম থেকেই ব্যবসা করতে চান তবে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পূজি থাকেনা।
5 Small Business Idea For Villagers
তাই কম পূজিতে করা যায় এমন কিছু ব্যবসার কথা আজ আমরা এই রিপোর্টের মাধ্যমে আপনাদের জানাবো। এই আলোচিত ব্যবসাগুলি বেশিভাগ আমরা গ্রামাঞ্চলের মানুষের জন্যও প্রযোজ্য এমন ব্যবসা আলোচনা করব সাথে শহরাঞ্চলের মানুষেরাও কীভাবে আই ব্যবসা করতে পারবেন টাও জানিয়ে দেবো।
ব্যবসার প্রকার
- ছাগল প্রতিপালন
- সবজি রপ্তানি
- চা বিক্রি
- টোটো চালক
- আটা কল
ছাগল প্রতিপালন
আগে প্রত্যেকটি গ্রাম্য বাড়িতেই প্রায় ছাগল প্রতিপালন করা হতো। কিন্তু কালক্রমে এখন তা কমে গেছে। আপনি যদি ছাগল কিনে তার প্রতিপালন করেন তবে তা আপনার জন্যও যথেষ্ট লাভজনক হবে ( Business Idea ). ছাগল এর বাচ্ছা হলে আপনি যদি ২০ টি বাচ্ছাও বিক্রি করতে পারেন তাহলে ২ লাখ টাকা ইনকাম হয়ে যাবে।
সাথে আপনি ফ্রীতে ছাগলের দুধও খেতে পারবেন। মফসসল বা শহুরে এলাকাতেও আপনি ছাগল প্রতিপালন করতে পারেন কারন ছাগল রাখতে বেশি জায়গারও প্রয়োজন হয়না। তবে আপনার আশেপাশে অবশ্যই মাঠ থাকা প্রয়োজন যাতে ছাগলের খাদ্য প্রাপ্তি হয়।
সবজি রপ্তানি
গ্রামের মানুশদের বেশিভাগ মানুষেরই জীবিকা চাষআবাদ। তাদের বেশিভাগ মানুষেরই নিজস্ব জমি জমা আছে যেখানে তারা ফসল ফলায়। এছাড়াও একাংশের বাড়িতেই বাগান রয়েছে যেখানেও তারা আম, কাঁঠাল এই ধরনের গাছ লাগিয়ে থাকে। এই সমস্ত কিছু আপনারা ইমপোর্ট করতে পারেন।
সেক্ষেত্রে কাজটি আপনারা আকা করতে পারবেন না। কিছু লেবারের প্রয়োজন হবে সাথে গাড়ি ভাড়াও লাগবে। তবে এই ব্যবসা থেকে আপনি মাসে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা আয় করতে পারেন ( Business Idea ).
চা বিক্রি
চা আমাদের কাছে খুবই জনপ্রিয় একটি পানীয়। এখন শহরাঞ্চলের বহু শিক্ষিত বেকার ছেলে মেয়ে এই ব্যবসার সাথে যুক্ত হয়েছে। কারন এই ব্যবসায় পূজির পরিমাণও কম এবং ক্ষতি হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। তাই আপনিও আর দেরি না করে এই ব্যবসায় যুক্ত হতে পারেন। এখানে ১০ হাজার টাকার কম পূঁজিতেই আপনি শুরু করে দিতে পারবেন। এছাড়া আপনি উপরি পাওনা হিসাবে আপনার অঞ্চল অনুযায়ী বিস্কুট, তেলেভাজা, কিছু ফাস্ট ফুড রাখতে পারেন।

টোটো চালক
গ্রামাঞ্চলের দিকে এখনও টোটো সেভাবে প্রচলিত হইনি। তাই আপনি টোটো চালকও হতে পারেন। শহরাঞ্চলেও টোটো এবং অটোর ভাড়া সম পরিমাণ হওয়ায় টোটোর চালকের সংখ্যা বেড়েছে। ইলেকট্রিক এর খরচ বাদ দিয়েও আপনারা ১০ হাজার টাকা মাসিক ইনকাম করতে পারবেন।
গরমকালের নতুন ব্যবসার আইডিয়া। এখন শুরু করুন, সারা বছর চলবে।
আটা কল
আটা ভাঙ্গাই করেও মাসিক অনেক ইনকাম করতে পারবেন ( Business Idea ). মানুষ ভাতের সাথে সাথে রুটি টাও অনেক বেশি পরিমাণে খাচ্ছে স্বাস্থ্য সুস্থ রাখার জন্য। প্রত্যেকের বাড়িতেই দিনে এক বেলা হলেও রুটি হয়। সুতরাং এই ব্যবসা টাও বেশ ভালো আয়ের মুখ দেখাবে আপনাকে। ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ করে যদি আপনি মেশিন কিনতে পারেন তাহলে মাসিক অন্তত ১৫ হাজার টাকা আয় করতে পারবেন। এর সাথে আপনি গরমের দরুন এর পাশাপাশি আপনি ছাতুও রাখতে পারেন। এতে আপনার উপরি পাওয়া হবে।