পশ্চিমবঙ্গের সেরা 5 টি হাসপাতাল এর সকল তথ্য, যেখানে চিকিৎসার মান অনেক উন্নত।

পশ্চিমবঙ্গে চিকিৎসার মান প্রতিদিন উন্নত হচ্ছে এবং এর পেছনে রাজ্যের সকল হাসপাতালের অবদান অনস্বীকার্য। কিন্তু আমাদের রাজ্যে সরকারি হাসপাতালের সংখ্যা অনেক কম, কিন্তু গরিব থেকে মধ্যবিত্ত মানুষদের চিকিৎসার একমাত্র ঠিকানা এই Government Hospital. কিন্তু সঠিক তথ্য না জানার জন্য, আমাদের রাজ্যের নাগরিকেরা সঠিক চিকিৎসার সুযোগ পায় এর জন্য রাজ্য সরকারের তরফে স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে আসা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সকল নাগরিকেরা বার্ষিক ৫ লক্ষ টাকা করে চিকিৎসার খরচ পেয়ে থাকেন। আজকের এই আলোচনাতে আমরা পশ্চিমবঙ্গের সেরা ৫ টি হাসপাতাল সম্পর্কে জেনে নেব।

রাজ্যের সেরা হাসপাতাল গুলি সম্পর্কে বিস্তারিত তথ্য দেখে নিন।

১) আর জি কর মেডিক্যাল কলেজঃ-
এই আর জি কর মেডিক্যাল কলেজের নাম আমরা সকলেই একবার না একবার শুনেছি। এটি শুধুমাত্র কলকাতাই নয় পশ্চিমবঙ্গের অন্যতম নামকরা Hospital এর মধ্যে অন্যতম। চোখের চিকিৎসা, ICU – Intensive Care Unit. এখানে অভিজ্ঞ ডাক্তার, নার্স ও উন্নত মানের পরিষেবা পাওয়া যায়। নার্ভ, ব্রেন, হার্ট, বুক, চোখ, নাক, কান, গলার সকল চিকিৎসার বিনামূল্যে ব্যবস্থা আছে।

২) নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজঃ-
উত্তরবঙ্গের সবচেয়ে বড় সরকারি চিকিৎসালয় হল নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ। এখানে ১৬২ টি শয্যা বিশিষ্ট Hospital. এখানে শুধুমাত্র উত্তরবঙ্গের মানুষেরাই নয় – সিকিম, বিহার, অসম, নেপাল, ভূটান এবং উত্তর বাংলাদেশ থেকেও অনেক রুগি চিকিৎসা করাতে আসেন এইখানে।

৩) SSKM Hospital:-
SSKM – Seth Sukhal Karnani Memorial Hospital এক ও অন্যতম হাসপাতাল। এটি পিজি বলেও সমগ্র রাজ্যবাসির কাছে পরিচিত। বিনামূল্যে বা কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসা ও ঔষধ দেওয়া হয়ে থাকে। এখানে বিশেষত কিডনি ও নার্ভের চিকিৎসা বিশেষরূপে করা হয় এবং সকল অভিজ্ঞ চিকিৎসকদের মণ্ডলী এখানে চিকিৎসা করেন।

৪) নিল রতন সরকার মেডিক্যাল কলেজঃ-
NRS হাসপাতাল এই কথা আমরা প্রায় খবরের কাগজ ও নিউজ পেপারে অনেকবার শুনে আসছি। এটি Hospital এর সঙ্গে একটি মেডিক্যাল কলেজ। এখানে মোট ১,৯০০ এর কাছাকছি, এটি পশ্চিমবঙ্গের সেরা Hospital গুলির মধ্যে অন্যতম। কলকাতার রাজা বাজারে আচার্য জগদীশ চন্দ্র বসু রোডে এটির অবস্থান।

৫) মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালঃ-
সরকারি হাসপাতালের মধ্যে এটি অন্যতম, আবার কোন মানুষ এটিকে প্রথম সারির বলেও গণ্য করেন। এটি সল্টলেকে অবস্থিত, এখানে ৩০০ র বেশি চিকিৎসক রয়েছে। ৪০০ এর কাছাকাছি শয্যা বিশিষ্ট শয্যা আছে। মাতৃকালীন পরিষেবা অনেক উন্নতমানের। দক্ষিণবঙ্গের নাগরিকদের চিকিৎসার সুবিধার জন্য নির্মিত।

এই সকল Hospital এ আপনারা নিজেদের চিকিৎসা করাতে পারেব এবং আরোগ্য লাভ করতে পারেন। এরই সঙ্গে সু – চিকিৎসার সুযোগ পাবেন।

পশ্চিমবঙ্গ সরকারের সেরা 5 টি প্রকল্প, বাচ্চা থেকে বুড়ো কে কোন প্রকল্পের সুবিধা পাবেন।

Leave a Comment