Govt Job Vacancy – উচ্চমাধ্যমিক পাশে 5 টি নতুন সরকারি চাকরির সুযোগ! কারা কারা চাকরি পাবে?

যে সমস্ত যুবক-যুবতীরা এতদিন Govt Job Vacancy বা সরকারি চাকরির জন্য অপেক্ষা করছিলেন, তাঁদের জন্য বছর শেষে এল খুশির খবর। কারণ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে একগুচ্ছ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যুনতম যোগ্যতায় এখানে আবেদন করা যাবে। আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের বেছে নেবে সরকার। প্রার্থীরা কোন কোন চাকরিতে আবেদন জানাতে পারবেন, আসুন জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।

5 Govt Job Vacancy in West Bengal 2023 Apply Now

  • Bank Of Baroda Recruitment.
  • Broadcast Engineering Consultants India Limited Recruitment.
  • National Institute Of Open Schooling Recruitment.
  • Indira Gandhi National Open University Recruitment.
  • Department Of Health And Walfare

Bank Of Baroda Recruitment

শূন্যপদ ও যোগ্যতাঃ
এতদিন যারা ন্যুনতম যোগ্যতায় ব্যাঙ্কে চাকরি (Govt Job Vacancy) খুঁজছিলেন, তাঁদের এবার সুযোগ দিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা। এখানে মোট 250 টি শূন্যপদে কর্মী নিয়োগ চলছে। এই নিয়োগে অংশ নিতে হলে আবেদনকারীকে অন্ততপক্ষে স্নাতক পাশ হতে হবে।

বেতন, বয়সসীমা ও আবেদনের শেষ তারিখঃ
মাসিক বেতন 63840 টাকা। বয়স হতে হবে 28 থেকে 37 বছরের মধ্যে। আগ্রহী প্রার্থীরা ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট মারফত সরাসরি আবেদন জানাতে পারবেন। আবেদন জানানো যাবে আগামী 26th ডিসেম্বর পর্যন্ত।

Broadcast Engineering Consultants India Limited Recruitment

শূন্যপদ ও যোগ্যতাঃ
অতি সম্প্রতি ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেডের তরফে একটি নিয়োগ (Govt Job Vacancy) প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে মূলত ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ হবে। শূন্যপদ ও যোগ্যতা সম্পর্কে জানতে হলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।

বয়সসীমা ও আবেদনের শেষ তারিখঃ
কারা আবেদন জানাতে পারবেন? কত বয়সসীমা? ইত্যাদি তথ্যগুলি প্রকাশ করা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে। সরাসরি ওয়েবসাইট মারফত আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। আবেদনের শেষ তারিখ চলতি বছরের 21st ডিসেম্বর।

National Institute Of Open Schooling Recruitment

কাজের বিবরণ ও শূন্যপদঃ
সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এর তরফে নতুন একটি নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে। এখানে মোট 62 টি শূন্যপদে কর্মী নিয়োগ হবে। প্রার্থীদের নিয়োগ করা হবে (Govt Job Vacancy) গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এই তিন ধরণের পদের জন্যই।

আবেদনের শেষ তারিখঃ
নিয়োগের বিস্তারিত আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, ও নিয়োগ পদ্ধতি জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন। আবেদনের শেষ তারিখ আগামী 21st ডিসেম্বর 2023.

টেট পরীক্ষা ছাড়াই রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু।

Indira Gandhi National Open University Recruitment

কাজের বিবরণ ও যোগ্যতাঃ
কিছুদিন আগেই ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মূলত ক্লার্ক ও স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে। উচ্চমাধ্যমিক পাশ সমস্ত চাকরিপ্রার্থীরা এই নিয়োগে অংশ নিতে পারবেন।

Municipality Recruitment (পৌরসভায় কর্মী নিয়োগ)

আবেদনের শেষ তারিখঃ
আবেদন জানানোর শেষ দিন আগামী ২১ ডিসেম্বর, ২০২৩। এ বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

Department Of Health And Walfare

কাজের বিবরণ ও যোগ্যতাঃ
সম্প্রতি মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য ও কল্যাণ সমিতির তরফে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আবেদন জানাতে পারবেন উচ্চমাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীরা।

রাজ্যে শুরু হল শিক্ষক পদে নিয়োগ! যোগ্যতা, বেতন ও আবেদন পদ্ধতি জেনে নিন।

আবেদনের শেষ তারিখঃ
চলতি ডিসেম্বরের 22th তারিখ পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানানো যাবে। নিয়োগ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।
Written by Arshi Chakraborty.

Leave a Comment