আপনি প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন? পুনরায় যাত্রা করার আগে এই 5 টি জরুরি নিয়ম জেনে নিন।

আমাদের দেশে লোকাল ট্রেনকে সকল নিত্যযাত্রীর লাইফলাইন বলা হয়ে থাকে। গরিব থেকে মধ্যবিত্ত সকল মানুষের কাছে কম খরচে ও সহজে নিজের গন্তব্যে পৌঁছনোর একমাত্র ভরসা এই ট্রেন। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে প্রতিদিন প্রায় ৩৫ লক্ষের বেশি যাত্রীরা এই রেলের মাধ্যমে নিজেদের গন্তব্যে পৌঁছন এবং এই সংখ্যা বছরে ১৫০ কোটির কাছাকাছি পৌঁছে যায় এবং উৎসবের মরশুমে আরও বেশি সংখ্যক মানুষ এই লোকাল ট্রেন ব্যবহারের মাধ্যমে নিজেদের গন্তব্যে যান। রেল নেটওয়ার্ক এর নিরিখে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। আজকে আমরা ভারতীয় রেলের কিছু নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি।

সকল রেল বা ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে জানুন।

১) আগের তুলনায় এখন কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রক ও ভারতীয় রেলের তরফে সকল নিয়মে অনেক কড়াকড়ি করা হয়েছে, সেই কারণের জন্য কোন মতেই আপনারা বিনা টিকিটে লোকাল ট্রেনে যাত্রা করবেন না। কোনভাবে ধরা পড়লে আপনাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে নইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আপনার বিরুদ্ধে।

২) ট্রেনের মধ্যে সকল যাত্রীদের একে ওপরের সুযোগ সুবিধা দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং (লোকাল ট্রেন টাইম) মধ্যে কাউকেই উচ্চস্বরে কথা বলা বা গান করতে নিষেধ করা হয়েছে।
৩) যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে IRCTC (Indian Railway Catering And Tourism Corporation) রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত কোন টিকিট পরীক্ষক যাত্রীদের কাছ থেকে টিকিট দেখতে চাইবেন না বলে জানানো হয়েছে।

৪) রেল স্টেশনে IRCTC এর তরফে স্বীকৃত কোন দোকানদার ন্যায্য মূল্যের বেশি টাকা নিতে পারবেন না, যদি কেউ এই ধরণের কাজ করে থাকেন তাহলে যাত্রীরা এই সকল দোকানদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। ভারতীয় আইন অনুসারে এটি একটি দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য করা হবে। আপনারা রেল এর হেল্পলাইন নম্বরে এই নিয়ে অভিযোগ করতে পারবেন।

৫) কোন যাত্রী যদি তার পোষা কুকুর, বিড়াল বা অন্য জীব জন্তু নিয়ে ট্রাভেল করতে চান তাহলে তাকে আলাদা করে টিকিট বুকিং করতে হবে এবং ওই পশুর দায়িত্ব সম্পূর্ণভাবে যাত্রীর ওপরে থাকবে এবং অন্য কোন যাত্রীর কিছু ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ যাত্রীকে দিতে হবে।

মাধ্যমিক পাশের পর এই 5 টি বিষয় নিয়ে পড়লে চাকরি পাওয়া অতি সহজ।