ইতি মধ্যে ভারতীয় অ্যাগ্রিকালচার এবং কৃষি দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারী করা হয়েছে। এটি গ্রুপ ডি পদের একটি চাকরি। সরকারী চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। যে সকল চাকরি প্রার্থীরা একটি মোটা মাইনের চাকরি খুঁজছিলেন তাদের জন্য এই পদটি অনুকূল পদ। সুতরাং ইচ্ছুক প্রার্থীরা আর দেরি না করে আজই পদের নাম সহ আরও যাবতীয় তথ্য জেনে নিন।
Agriculture Recruitment Group D Post
- পদের নাম
- যোগ্যতা
- বেতন ও বয়স
- আবেদন পদ্ধতি
স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ, শূন্যপদ 7000 বেশি, জেনে নিন আবেদন পদ্ধতি।
পদের নাম
Department of Agriculture and Farmers Welfare এর তরফ থেকে অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টের অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। তবে শূন্য পদের সংখ্যা খুবই স্বল্প। এখানে মাত্র একটি শূন্য পদ রয়েছে। হাজার হাজার চাকরি প্রার্থী আবেদন করলেও একজনই এই মুহূর্তে কাজের সুযোগ পাবেন। তবে এই পদটিতে সম্পূর্ণ চুক্তির ভিত্তেতে নিয়োগ করা হবে।
যোগ্যতা
প্রথমত প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বা মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি কোর্সে উত্তীর্ণ হতে হবে এছাড়া এই ফিল্ডে কমপক্ষে এই ফিল্ডে দু-বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।
বেতন ও বয়স
সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা যদি এখানে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে পেয়ে লেভেল অনুযায়ী ০৭ অনুসারে, ৪৪,৯০০/- টাকা থেকে শুরু হবে যা সর্বচ্চ ১৪২৪০০ টাকা অব্দি হতে পারে। বয়সসীমা ৫৬ বয়সের মধ্যে যে সকল ব্যাক্তিরা রয়েছেন তারা সকলেই এখানে আবেদন জানাতে পারবেন।
আবেদন পদ্ধতি
যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তবে মে মাসের ৩০ তারিখ অব্দি এই পদটিতে আবেদন জানাতে পারবেন। অফলাইনে আবেদনের জন্য আবেদনের পত্রের সাথে প্রয়োজন হবে আইডি কার্ড, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, এদুকেশন কোয়ালিফিকেশন ইত্যাদি। বিজ্ঞপ্তি অফিশিয়াল ওয়েবসাইট হল agriwelfare.gov.in ।