Air Conditioner – 24 ঘন্টা AC চালিয়ে হচ্ছে দুর্ঘটনা, বাঁচতে অবলম্বন করুন এই পন্থা।

এই তীব্র গরমের বাড়ল AC জনিত সমস্যা ( Air Conditioner ). প্রায় ই শোনা যাচ্ছে AC তে শর্ট সার্কিট করে AC ব্লাস্ট এর মতো দুর্ঘটনা। এখন প্রত্যেকের বাড়িতেই প্রায় AC রয়েছে সুতরাং সেই সকল ব্যাক্তিরা আজকের প্রতিবেদনটি পড়ার মাধ্যমে সতর্ক হয়ে যান। কারণ যেকোনো মুহূর্তে যেকোনো ব্যাক্তির সাথে এই ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। দিন দিন যে হারে গরম বাড়ছে সরকার থেকে প্রতিনিয়ত হিট ওয়েভের সতর্কতা জারি করা হচ্ছে।

Air Conditioner Blast Reasons and Safety

সকাল ১০ তার পর থেকে বাড়ির বাইরে বেরোনোই দায় হয়ে যাচ্ছে। যুগ যুগ ধরে এতো মাত্রায় গরম কোনো কালেই পড়েনি। বিগত কিছু বছর ধরে পড়ছে যা চলতি বছর অর্থাৎ ২০২৪ এ মাত্রা ছাড়িয়ে গেছে। গত বারই যে সকল বাড়িতে AC ছিলনা তারা টা কিনে নিয়েছে এবং গত বছরেই AC র ডিমান্ড এতটাই ছিল যে সাপ্লাই দেওয়া খুব জটিল হয়ে যাচ্ছিল। ইমিডিয়েট AC লাগলে টা পাওয়া যাচ্ছিল না অন্তত ৩ , ৪ দিন আগে অর্ডার দিতে হচ্ছিল।

তীব্র গরমে Air Conditioner বিস্ফোরণ হচ্ছে। এর কারণ কি জানেন? কিভাবে এড়াবেন, জেনে নিয়ে AC চালান।

কাঠফাটা গরমে বাড়িতে বাড়িতে প্রায় ২৪ ঘণ্টায় AC চালিয়ে রাখছে। একটি নয় মানুষ এখন প্রায় ২ ,৩ তে AC একসাথে চালাচ্ছে। এর ফলে বার বার যেমন ইলেক্ট্রিসিটি র প্রবলেম হচ্ছে ভোল্টেজ কমে যাচ্ছে ঠিক তেমনই বেড়ে যাচ্ছে দুর্ঘটনার প্রকোপ। এই বিপাক থেকে বাঁচতে আপনাদের প্রথমেই জানতে হবে কী কী কারণে এই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে ( Air Conditioner ). তার পর সেই নিয়ম মেনে আপনাদের যথার্থ সাবধানতা অবলম্বন করতে হবে।

weather report - ( আবহাওয়া রিপোর্ট )

AC তে দুর্ঘটনার কারণ

১) প্রথম কারণ হলো রেফ্রিজারেন্ট লিংক। এই গ্যাস কোনো ভাবে লিক হলে দুর্ঘটনা ঘটতে পারে ( Air Conditioner ).
২) একে তো এই প্রবল গরম তার ওপর ২৪ ঘণ্টা AC চালানোর পর AC র বিভিন্ন ধরনের পার্টস অত্যধিক গরম হয়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে।
৩) নিয়মিত ভাবে AC পরিষ্কার না রাখলে ধূলিকণা জমাট বেঁধে একটি আকস্মিক দুর্ঘটনা ঘটে যেতে পারে।
৪) এছাড়াও ভোল্টেজের ওঠানামার কারণেও দুর্ঘটনা ঘটে যেতে পারে।

কেন্দ্রীয় সরকারের তরফে 3712 টি শূন্যপদে DEO ও ক্লার্ক পদে কর্মী নিয়োগ

AC দূর্ঘটনা থেকে বাঁচতে সতর্কতা

১) প্রথমের যেকোনো ধরনের AC ই কেনেন না কেনো তার সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ এবং যত্ন নিতে হবে। নিয়মিত পরিষ্কার করতে হবে।
২) এছাড়া আপনারা একটি টাকা জমিয়ে ৫ স্টার রেটের AC কিনতে পারেন। এতে ইলেক্ট্রিসিটির ও সাশ্রয় হয় পাশাপাশি দুর্ঘটনার চান্স ও থাকে খুব কম।
৩) ঘরের পরিবেশ এমন রাখুন যাতে AC তে সূর্যের তাপ লেগে টা যেনো উত্তপ্ত না হয়।
৪) AC বসানোর সময় ইলেকট্রিক লাইন ভালো হওয়া উচিত। উচ্চমানের ইলেকট্রিক তার ব্যবহার করতে হবে ।
৫) এছাড়া দিনে ২৪ ঘণ্টায় যেনো AC না চলে সেইদিন নজর রাখতে হবে ( Air Conditioner ).

Leave a Comment