ইতিমধ্যেই এয়ারলাইন্সে কাজের একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে (Airport Recruitment). এখানে একাধিক পদে কর্মীদের নিয়োগ করা হবে। যেখানে নারী ও পুরুষ উভয় সম্প্রদায়ই আবেদন জানাতে পারবেন। এটি একটি বেসরকারি নিয়োগ হলেও বেতনের কাঠামো রাখা হয়েছে বেশ ভালো। শুধু অভিজ্ঞতা প্রাপ্ত ব্যাক্তিরাই নয় এখানে ফ্রেসারসরা বিশেষ ভাবে আবেদন জানাতে পারবেন।
Airport Recruitment Ground Staff Job
- পদের নাম
- যোগ্যতা
- বেতন ও বয়স
- নিয়োগ পদ্ধতি
- আবেদন পদ্ধতি
পদের নাম
আইজিআই এয়ারলাইন্সের পক্ষ থেকে গ্রাউন্ড স্টাফ নেওয়া হবে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ ( CSA ). মোট 1078 জন কর্মীদের এই পদে নিয়োগ করা হবে (Airport Recruitment). যেসকল চাকরিপ্রার্থী এতদিন ধরে একটি বেসরকারি ভালো কাজের খোঁজ করছিলেন তারা পদটিতে আবেদন জানাতে পারবেন।
যোগ্যতা
আইজিআই এয়ারলাইন্সের গ্রাউন্ড স্টাফ পদটিতে আবেদনের জন্য আপনাকে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে (Airport Recruitment). যোগ্য প্রার্থীরা অবশ্যই তাদের যোগ্যতার ভিত্তিতে কাজের সুযোগ পাবেন।
বেতন ও বয়স
বেতন সীমা এখানে এই পদের জন্য শুরু 25 হাজার টাকা থেকে। অর্থাৎ আপনি মাসে 25 হাজার টাকা থেকে শুরু করে 35 হাজার টাকা অব্দি মাসিক বেতন পেতে পারেন। নূন্যতম 18 বছর বয়স থেকে শুরু করে 30 বছরের মধ্যবর্তী প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
নিয়োগ পদ্ধতি
সম্পূর্ণ পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের সিলেক্ট করা হবে। 100 নাম্বারের লিখিত পরীক্ষা নেওয়া হবে যার সময়সীমা 1.5 ঘন্টা বা 90 মিনিট। জেনারেল অ্যাওয়ারনেস, ইংরেজি, অ্যাভিয়াশান নলেজ, রিসিওনিং প্রত্যেক কটি বিষয়ের ওপর লিখিত পরীক্ষা নেওয়া হবে। চারটি বিষয়ের জন্য 25 নাম্বার করে ধার্য করা হয়েছে। এখানে কোনো নেগেটিভ মারকিং নেই। প্রত্যেক বিষয়ের ক্ষেত্রেই মাল্টিপেল চয়েস ভিত্তিক প্রশ্ন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
১) আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মারফৎ।
২) অনলাইনে আবেদনের জন্য আপনাকে সর্বপ্রথম এর অফিশিয়াল ওয়েবসাইট www.igiaviationdelhi.com এই ওয়েব সাইটে যেতে হবে।
৩) সেখানে গিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের সময় অবশ্যই ভালো ভাবে দেখে নিতে যে ফর্মটি জেনো সঠিক ভাবে ফিল আপ করা হয়।
৪) 22 মে 2024 রাত 12 টা অব্দি আপনারা আবেদন জানাতে পারবেন। তারপরে আর কোনো আবেদন গ্রহণ করা হবেনা।
৫) আবেদন করার সময় আপনার পরীক্ষার স্থানটি খুব সতর্কতার সঙ্গে সিলেক্ট করবেন।
৬) আবেদন ফী বাবদ 350 টাকা করে লাগবে। যা পরে ফেরত করা হবেনা।