ইতিমধ্যে প্রকাশ করা হল একটি চাকরির ঘোষণা (Airport Recruitment ). এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে কর্মীদের নিয়োগ করা হবে। মোটা টাকার বেতনে লিখিত পরীক্ষা ছাড়াই কর্মীদের নিয়োগ করা হবে। যারা একটি ভালো চাকরির সন্ধানে ছিলেন তারা এই পোস্টে আবেদন জানাতে পারেন। অনেক প্রার্থী এয়ারলাইন্সেই শুধুমাত্র ক্যারিয়ার বানাতে চান। তাদের জন্য আজকের এই পোস্তটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন প্রতিবেদনটির মাধ্যমে জেনে নেওয়া যাক পোস্টের নাম, শূন্যপদের সংখ্যা সহ আরও একাধিক ডিটেলস।
Airport Recruitment Junior Executive post
- পদের নাম ও শূন্যপদ
- বয়স ও বেতন
- শিক্ষাগত যোগ্যতা
- নিয়োগ প্রক্রিয়া
- আবেদন পদ্ধতি
- আবেদন ফী ও ইন্টারভিউয়ের তারিখ
পদের নাম ও শূন্যপদ
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে কর্মীদের জুনিয়ার এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে (Airport Recruitment ). এখানে মোট শূন্যপদ রয়েছে ৪৯০ টি। জুনিয়ার এক্সিকিউটিভ ( আর্কিটেকচার ) এর জন্য শূন্যপদ রয়েছে ৩ টি, জুনিয়ার এক্সিকিউটিভ ( সিভিল ইঞ্জিনিয়ার ) এর শূন্যপদ রয়েছে ৯০ টি , জুনিয়ার এক্সিকিউটিভ ( ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ) এখানে ১০৬ টি শূন্যপদ রয়েছে, ইলেক্ট্রিনিক্স পদের জন্য ২৭৮ টি এবং ইনফরমেশন টেকনোলজির জন্য ১৩ টি শূন্যপদ রয়েছে।
বয়স ও বেতন
এই পদগুলির জন্য ১/৫/২৪ অনুযায়ী আপনাদের বয়স সর্বচ্চ ২৭ বছর হতে হবে। এর বেশি বয়স ঊর্ধ্ব ব্যাক্তিরা এই পদে আবেদন জানাতে পারবেন না। জুনিয়ার এক্সিকিউটিভ পদের জন্য আপনারা ৪০০০০ টাকা থেকে শুরু করে ১,৪০,০০০ হাজার টাকা অব্দি বেতন পেতে পারেন। সুতরাং এই পদের জন্য আপনাকে যথেষ্ট ভালো মানের বেতন প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
এয়ারপোর্টে জুনিয়ার এক্সিকিউটিভ পদের যেহেতু আলাদা আলাদা ফিল্ডে প্রার্থীদের নিয়োগ করা হবে সেহেতু প্রত্যেকটি ফিল্ডের জন্য আলাদা আলাদা বিষয়ে ব্যাচেলর ডিগ্রি প্রয়োজন হবে। তবে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনাকে নুন্যতন ব্যাচেলর ডিগ্রি অর্জন করতে হবে স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেমন ( IIT / IIM / IIMS / XLRI / TISS ) ইত্যাদি (Airport Recruitment ).
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থীদের পাঠানো ডকুমেন্টস এর ওপর ভিত্তি করে তাদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
১) আবেদনটি করতে হবে সম্পূর্ণ অনলাইনে ( Airport Recruitment )। তার জন্যও আপনাকে যেতে হবে এর অনলাইন ওয়েবসাইটে www.aai.aero তে।
২) ভারতীয় রেসিডেন্ট এমন ব্যাক্তিরাই কেবল মাত্র এই পদের জন্যও আবেদন জানাতে পারবেন।
৩) ওয়েবসাইটে গিয়ে ক্যারিয়ার অপশনে যেতে হবে।
৪) প্রার্থীদের ই–মেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্টার্ড করতে হবে। একবার রেজিস্টার করা ই- মেল আইডি আর কোনো ভাবেই পরিবর্তন করা যাবেনা।
৫) তারপর তারা ফর্ম ফিল আপ করবেন সাথে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপলোড করে ফেলতে হবে।
৬) ফর ফিল আপ শেষ হলে তার এক কপি প্রিন্ট আউট বার করে নিজের কাছে রাখতে হবে।
আবেদন ফী ও আবেদনের তারিখ
আবেদনের জন্য ৩০০ টাকা করে প্রার্থীদের জমা করতে হবে অনলাইনে। একবার পেমেন্ট হয়ে গেলে তা আর রিফান্ড করা হবেনা। ২/৪/২০২৪ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে। যা আগামী ১/৫/২০২৪ অব্দি চলবে