রাজ্যের যুবক-যুবতীদের জন্য দারুণ সুখবর। ফের একগুচ্ছ শূন্যপদে নিয়োগ কর্মসূচি গ্রহণ করলো পশ্চিমবঙ্গ সরকার (Anganwari Helper Recruitment). রাজ্যের বিভিন্ন জেলার গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সম্প্রতি। শূন্যপদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ। পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে পরীক্ষায় ভালো ফল করলে নিজের এলাকাতেই কাজের সুযোগ পাবেন প্রার্থীরা। কিভাবে আবেদন জানাবেন, আবেদনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে তার বিস্তারিত বিবরণ তুলে ধরা হল আজকের প্রতিবেদনে। সবটা জানতে পুরো প্রতিবেদনটি দেখা যাবে নিশ্চয়ই।
Anganwari Helper Recruitment in West Bengal 2023
ভ্যাকেন্সি ডিটেলসঃ
পশ্চিমবঙ্গ সরকারের তরফে অঙ্গনওয়াড়ি হেল্পার (Anganwadi Helper) পদে নিয়োগ দেওয়া হচ্ছে প্রার্থীদের। প্রতিটি জেলার গ্রাম পঞ্চায়েতে নিয়োগ পাবেন প্রার্থীরা। এক নজরে দেখে নিন সংশ্লিষ্ট পদের আবেদন যোগ্যতা ও আবেদন পদ্ধতি।
আবেদন যোগ্যতাঃ
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার Anganwari Helper Recruitment প্রসেসে আবেদন জানানোর জন্য বেশ কিছু আবেদন যোগ্যতা ধার্য করা হয়েছে। যেমন –
১) আবেদনকারী প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) প্রার্থীদের অবশ্যই উচ্চমাধ্যমিক পাশের যোগ্যতা থাকতে হবে।
৩) এই নিয়োগে মূলত মহিলা প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন।
৪) যে সমস্ত মহিলা প্রার্থীদের বিবাহ হয়নি অথবা যাঁরা বিবাহিত, তাঁরা সকলেই এই নিয়োগে অংশ নিতে পারবেন।
৫) আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছর।
আবেদন পদ্ধতিঃ
রাজ্যে Anganwari Helper Recruitment আবেদন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে অফলাইন মারফত। অর্থাৎ সশরীরে উপস্থিত হয়েই আবেদন জানাতে হবে প্রার্থীদের। কিভাবে আবেদন জানাবেন? জেনে নিন –
১) আগ্রহী প্রার্থীরা প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন ওয়েবসাইট থেকে এই ফর্মটি প্রিন্ট করে নেবেন প্রার্থীরা।
বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
২) দ্বিতীয় ধাপে অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে নিতে হবে। সঙ্গে জমা দিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস।
৩) আবেদনপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি এবার নির্দিষ্ট ঠিকানায় জমা করবেন প্রার্থীরা। আপনি যে অঞ্চলে বাস করেন, সেই অঞ্চলের ব্লক ডেভেলপমেন্ট অফিসে জমা করতে হবে ফর্মটি।
প্রার্থীরা সরাসরি উপস্থিত হয়ে অথবা পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টঃ
Anganwari Helper Recruitment এ আবেদন জানানোর জন্য যে যে ডকুমেন্টগুলি লাগবে সেগুলি হল-
১) আধার কার্ড
২) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম প্রমাণপত্র
৩) বসবাসের প্রমাণপত্র হিসেবে BDO/SDO/MP/MLA-এর থেকে লিখিত সার্টিফিকেট
৪) জাতিগত শংসাপত্র SC/ST/OBC সার্টিফিকেট (যদি থাকে)।
উচ্চ মাধ্যমিক পাশে অ্যাক্সিস ব্যাংকে চাকরির সুযোগ। শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে নিজের এলাকায় পোস্টিং।
উল্লেখ্য, Anganwari Helper Recruitment এর আগ্রহী প্রার্থীরা খেয়াল রাখবেন, এই নিয়োগে আবেদনের সময়সীমা বেশ কম। তাই অতি শীঘ্রই আবেদন জানাবেন প্রার্থীরা। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন এবং পেজটি ফলো করবেন।