Madhyamik Routine 2025 – প্রকাশ পেল মাধ্যমিক পরীক্ষা রুটিন, দেখে নিন কবে থেকে শুরু।

প্রসঙ্গত গতকাল প্রকাশ পেয়েছে মাধ্যমিক ২০২৪ এর ফল, ইতিমধ্যেই পরবর্তী বছরের মাধ্যমিক পরীক্ষারও ফল প্রকাশ করা হয়েছে (Madhyamik Routine 2025) . চলতি বছরের তুলনায় পরবর্তী বছরের পরীক্ষা কিছুটা পেছানো হলেও সময়ের খুব বেশি ব্যবধান নেই। ২০২৪ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি এবং টা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। অর্থাৎ ১০ দিনের মধ্যে শেষ করে দেওয়া হয় ৮ টি পরীক্ষা।

Announced Madhyamik Routine 2025

বিগত কিছু বছর ধরেই মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসেই হয়ে থাকে । ২০২৪ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও এই সময়ের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হয়নি এবং পরবর্তী বছরেও কথা সময়েই মাধ্যমিকের দিন ক্ষণ ঠিক করা হয়েছে। ২০২৪ মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনার কারণ ছিল ২০২৪ লোকসভা ভোট। লোকসভা ভোটের দরুন এই পরীক্ষা এগিয়ে আনা হয়।

WBCS পরীক্ষার ফল প্রকাশ, জানুন কীভাবে দেখবেন রেজাল্ট।

কারণ বেশ কিছু স্কুলে কেন্দ্রীয় বাহিনী তাদের ক্যাম্প করে থাকবে, আবার বেশ কিছু স্কুলকে ভোটের উপযোগী করে তুলতে হবে সুতরাং সেখানেও সময়ের প্রয়োজন। সরকারের তরফ থেকে শীঘ্রই পরবর্তী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশের ফলে পরীক্ষার্থীরা তাদের ছাত্র জীবনের সবচেয়ে প্রথম সবচেয়ে বড় পরীক্ষার প্রস্তুতি প্রয়োজন মত নিতে পারবে। এই পরীক্ষা নিয়ে ছাত্রসমাজ তাদের পরিবার আত্মীয়স্বজনদের চিন্তা খানিকটা কমবে।

সুতরাং দেরি না করে এখন থেকেই পরীক্ষার প্রস্তুতি জোর কদমে নিতে হবে। মনে রাখতে হবে এটা মাধ্যমিক পরীক্ষা। মুখস্থভিত্তিক পড়াশোনা না করে কন্সেপ্ট বেসিস নিজেদের তৈরি করতে হবে যেমনটা করেছেন এবারের মাধ্যমিকে প্রথম স্থান অধিকারী চন্দ্রশেখর। ২০২৫ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি যা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি (Madhyamik Routine 2025).

Summer Vacation - ( গরমের ছুটি)

এখানে দিন ১০ দিনের মধ্যেই পরীক্ষা সম্পন্ন করে দেওয়া হচ্ছে (Madhyamik Routine 2025). এবার নিচে দেখে নিন পর পর তারিখ ও বার অনুযায়ী কোন কোন বড় কোন কোন পরীক্ষা ফেলেছে মধ্যশিক্ষা পর্ষদ।

২০২৫ মাধ্যমিক পরীক্ষার রুটিন।

১) ১৪/২/২৫ – বাংলা ( ফার্স্ট ল্যাঙ্গুয়েজ)।
২) ১৫/২/২৫ – ইংরেজি ( সেকেন্ড ল্যাঙ্গুয়েজ)।
৩) ১৭/২/২৫ – ইতিহাস।
৪) ১৮/২/২৫ – ভূগোল।
৫) ১৯/ ২/২৫ – জীবন বিজ্ঞান।
৬/ ২০/২/২৫ – ভৌত বিজ্ঞান।
৭) ২২/২/২৫ – গণিত।
৮) ২৪/ ২/ ২৫ – ঐচ্ছিক বিষয়।

মাধ্যমিক পরীক্ষা 2025 কবে শুরু? পড়ুয়ারা এখনই জেনে নিন।

১৪ / ২ / ২৫ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে যা শেষ হচ্ছে ২৪/২/২৫ তারিখে । এর মধ্যে ১৬/২/২৫ এবং ২৩/২ /২৫ রবিবার পরার দরুন ছুটি রয়েছে। ২১/২/২৫ গণিত পরীক্ষার আগের একটি দিন পর্ষদের তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে (Madhyamik Routine 2025).