Personal Loan – এখন অনেক সহজেই পাবেন লোন! তবে বড় লসের হওয়ার থেকে বাঁচতে মাথায় রাখুন এই তথ্য গুলি

লোন বা Personal Loan নিতে চান? তাহলে অবশ্যই মাথায় রাখুন কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। স্বপ্নকে বাস্তবে রূপায়ণ করার একটি অভিনব পন্থা হলো লোন। লোনের মাধ্যমে আমরা কিছু স্টেপ ফলো করেই খুব সহজে পছন্দের কাজটি করতে পারি। এখন সোশ্যাল শো অফের কারণে মানুষ আগেকার যুগের মতো তার আত্মীয় স্বজনদের কাছে আর টাকা চাইছে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। টাকার সম্পর্কে পারিবারিক সম্পর্কও নষ্ট হতে পারে।

Avoid Big Losses Before Taking a Personal Loan

ফলত ব্যাংক বা ছোট খাটো আর্থিক সংস্থা গুলিই ভরসা। কিছু কিছু সংস্থা খুবই কম পরিমাণ সুদের বিনিময়ে লোন প্রদান করে। এছাড়া সিভিল স্কোর ভালো থাকলে তো কোনো কথাই নেই। পাশাপাশি যদি বেতনও ভালো মানের হয় তাহলে বেশ মোটা অংকের লোনই প্রাপক পেতে পারেন। তবে লোন বা Personal Loan নেওয়ার ক্ষেত্রে আপনি যদি কিছু বিষয় না মেনে চলেন তাহলে আপনিও পড়তে পারেন ট্র্যাপে। এই সমস্যা থেকে মুক্ত থাকার জন্য মেনে চলুন এই সমস্ত বিষয়।


১) প্রথমেই কাজের জন্য ঠিক যতটুকু পরিমাণ দরকার সেই পরিমাণ অ্যামাউন্ট এর জন্যই লোন অ্যাপ্লাই করুন।
২) অতিরিক্ত পরিমাণ লোন বা Personal Loan নিলে দীর্ঘকালীন সময় ধরে বেশি সুদ দিয়ে টা পূরণ করতে হবে।
৩) লোন পরিশোধের সময়সীমা যতটা পারবেন কম রাখার চেষ্টা করবেন। বেশি সময় ধরে লোনের মূল্য পরিশোধ করলে চাপ মুক্ত থাকা যায় ঠিকই। কিন্তু সেক্ষেত্রে অতিরিক্ত টাকা গুনতে হয় সুদ প্রদান বাবদ।

পশ্চিমবঙ্গে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ। শূন্যপদ 3458টি


৪) চেষ্টা করবেন কোনো রেপুটেড আর্থিক সংস্থা বা ব্যাংক থেকেই লোন নেওয়ার। কোন সুদ প্রদানের তাগিদে যেকোনো জায়গা থেকে লোন বা Personal Loan নিলে পরবর্তীতে আপনি জালিয়াতির স্বীকার হতে পারেন। আপনার দেওয়া ডেটা লিক হতে পারে এবং আপনার ব্যাংক একাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যেতে পারে।

wb health recruitment - (সাস্থ দপ্তরে নিয়োগ)


৫) লোন নেওয়ার সময় যেকোনো একটি ব্যাংকের ওপর নয় বরং বেশ কয়েকটি স্থানীয় ব্যাংকে সুদের হার দেখে তবেই লোন নেবেন। এছাড়া কী পরিমাণ প্রসেসিং ফী হতে পারে বা দিতে হবে টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৬) আপনি যদি সঠিক সময়ে বকেয়া লোনের টাকা বা ই এমআই দিতে না পারেন তবে জরিমানা বাবদ কত টাকা ফী দিতে হবে সেটাই জানতে হবে। জরিমানার মূল্য অবশ্যই কম হতে হবে।

ব্যাংক থেকে লোন নিচ্ছেন? এই নিয়ম না মানলে আপনাকে দিতে হতে পারে দ্বিগুন সুদ।


৭) জরিমানা বিষয়ে অবগত না থাকলে আপনাকে অতিরিক্ত বা যা ধার্য হয় সেই পরিমাণ জরিমানাও দিতে হতে পারে।
৮) লোন নেওয়ার সময় অবশ্যই টার্মস এন্ড কন্ডিশনস খুব ভালো করে খুঁটিয়ে পড়া উচিত। নেতিবাচক তথ্য সবসময় অতিক্ষুদ্র ভাবে লেখা হয় যাতে আবেদনকারীর চাক্ষুস না হয় । সেখানে আপনাকে পরে বিপদে পরতে হতে পারে। সুতরাং যেকোনো লোন নেওয়াr আগে টা ভালো ভালো যাচাই করে নেবেন।

Leave a Comment