আবারও শুরু হল Bank of Baroda Recruitment. ব্যাংকে চাকরি করা বেশিরভাগ চাকরি প্রার্থীদেরি স্বপ্ন। তাই যে সমস্ত চাকরিপ্রার্থীরা এতদিন ব্যাঙ্কে চাকরির (Bank Recruitment) জন্য স্বপ্ন দেখছিলেন, তাঁদের সকলের জন্য এবার খুশির খবর। কারণ শীঘ্রই একগুচ্ছ শূন্যপদে নিয়োগ কর্মসূচি গ্রহণ করছে ব্যাঙ্ক অফ বরোদা (BOB). সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ বিষয়ে জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তি সকল চাকরিপ্রার্থীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ।
Bank of Baroda Recruitment 2023 Apply Online
কিন্তু কিভাবে এই নিয়োগে অংশ নেবেন? এখানে আবেদন যোগ্যতাই বা কী? আবেদনের জন্য কোন কোন ডকুমেন্ট প্রয়োজন? আর কিভাবে আবেদন জানাবেন? সেই সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে আজকের এই প্রতিবেদনে। চাকরিপ্রার্থী তরুণ -তরুণীরা অবশ্যই এই প্রতিবেদনটি সম্পূর্ণ মন দিয়ে পড়বেন। এবং আরও খবর পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন ও পেজটি ফলো করুন।
ভ্যাকেন্সি ডিটেলস
সম্প্রতি Bank of Baroda Recruitment এর তরফে একটি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে ভ্যাকেন্সির সমস্ত ডিটেলস উল্লেখ রয়েছে। কোন পদে কর্মী নিয়োগ হবে, তাও জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আসুন জেনে নিই এ বিষয়ে বিস্তারিত।
ব্যাংক অফ বরোদার অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে, মূলত সিনিয়র ম্যানেজার MSME Relationship (MMG/S-III) এই পদে কর্মী নিয়োগ করবে এই BOB. পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দক্ষ প্রার্থীদেরই সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
মোট শূন্যপদের সংখ্যা
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, Bank of Baroda Recruitment এ কর্মখালির সংখ্যা প্রায় শতাধিক। সেক্ষেত্রে মোট 250 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ এই নিয়োগ কর্মসূচিতে চাকরি পেতে চলেছেন অনেক অনেক চাকরিপ্রার্থী।
মাসিক বেতন
Bank of Baroda Recruitment এর সংশ্লিষ্ট পদে নিযুক্ত হওয়া প্রার্থীদের মাসিক বেতন হবে 63,840 টাকা। পরবর্তীতে এই বেতন আরও বাড়বে বলে জানা যাচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা
Bank of Baroda Recruitment এর সংশ্লিষ্ট কর্মসূচিতে অংশ নিতে হলে ও উল্লিখিত পদে নিয়োগ পেতে হলে অবশ্যই প্রার্থীদের কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে। অর্থাৎ আবেদনকারী প্রার্থীকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে বলে জানানো হয়েছে।
বয়সসীমাঃ
Bank of Baroda Recruitment এর কর্মসূচিতে অংশ নিতে হলে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 28 থেকে 37 বছরের মধ্যে। 37 বছরের বেশি বয়সী প্রার্থীরা এখানে আবেদনযোগ্য নয়।
আবেদন জানাবেন কিভাবে?
Bank of Baroda Recruitment e চাকরি পেতে হলে প্রত্যেক চাকরিপ্রার্থীকে নির্দিষ্ট তারিখের মধ্যে, নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন জানাতে হবে। কিভাবে আবেদন জানাবেন, তা নিম্নে ব্যাখ্যা করা হল।
১) গোটা আবেদন পদ্ধতি পরিচালিত হবে অনলাইন মারফত।
২) আবেদন জানানোর জন্য আগ্রহী প্রার্থীরা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন।
আনন্দধারা প্রকল্পে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ। জেনে নিন সম্পূর্ণ আবেদন পদ্ধতি।
৩) এরপর IBPS-এর অনলাইন আবেদনের লিঙ্ক খুলে যাবে।
৪) লিঙ্ক খুলে গেলে সেখানে নিজেদের তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে নিজের নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি।
৫) রেজিস্ট্রেশন হয়ে গেলে একটি রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাবেন। এই নম্বর ও পাসওয়ার্ড দিয়ে এবার লগ ইন করতে হবে।
৬) লগ ইন করার পর সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। সেখানে পার্সোনাল ইনফরমেশনগুলি মন দিয়ে ফিল আপ করবেন।
৭) এরপর আপলোড করতে হবে প্রয়োজন ডকুমেন্টস। স্ক্রিনে উল্লিখিত
ডকুমেন্টসের সঙ্গে পাসপোর্ট সাইজ ছবি ও সিগনেচার অ্যাটাচ করে সাবমিট করবেন।
৮) এর পরের ধাপে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন ও এর এক কপি নিজের কাছে রেখে দেবেন।
১১ হাজার ৫০০ টি শূন্যপদ থাকার সত্ত্বেও কেন স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্ট?
আবেদনের সময়সীমা:
Bank of Baroda Recruitment এর আগ্রহী প্রার্থীরা আগামী 26 ডিসেম্বর থেকে আবেদন জানাতে পারবেন। কবে পর্যন্ত আবেদন জানানো যাবে, তা জানতে ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইটে।