Broadcast Engineering Consultants India Limited চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর প্রচার করল (BECIL recruitment). এখানে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। যেসকল ব্যাক্তিরা কর্পোরেটে নিজেদের ক্যারিয়ার গড়তে চাইছেন তারা এই পদের জন্য আবেদন জানাতে পারেন। এটি একটি সুনামখ্যাত কোম্পানি যেখানে চাকরি করার জন্য চাকরি প্রার্থীরা প্রায়সই অপেক্ষা করে থাকেন।
BECIL recruitment Many Posts
- পদের নাম
- বয়স ও বেতন
- শিক্ষাগত যোগ্যতা
- আবেদন পদ্ধতি
- আবেদনের শেষ তারিখ
পদের নাম
নিয়োগকারী সংস্থার নাম হল Broadcast Engineering Consultants India Limited যাকে সংক্ষেপে BECIL বলা হয়। এই কোম্পানি থেকে ডেটা এন্ট্রি অপারেটর (DEO), মাল্টি টাস্ক স্টাফ (MTS), IT person এই সব পদগুলোতে নিয়োগ করা হবে।
বয়স ও বেতন
প্রাইভেট ইঞ্জিনিয়ারিং এই কোম্পানিটিতে আবেদন জানাতে পারবেন 18 থেকে শুরু করে 40 এর মধ্যবর্তী স্তরের প্রার্থীরা। স্তর ভেদে এখানে বিভিন্ন স্তরের জন্য ভিন্ন ভিন্ন বেতন প্রদান করা হবে। DEO পদে জন্য, MTS ও IT person এর জন্য যথাক্রমে 25729, 21632 ও IT person এর জন্য 35 হাজার টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা
IT person অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি এর জব করতে চাইলে আপনাকে অবশ্যই কম্পিউটারে স্নাতক হতে হবে। অর্থাৎ ব্যাচেলর অফ কম্পিউটার সাইন্স, M.tech নিয়ে ডিগ্রি অর্জন করতে হবে। সেই সঙ্গে দু বছরের ভিডিও কনারেন্সিং এবং Pcs আর নেটওয়ার্ক ম্যানেজমেন্ট এর ওপরে পারদর্শী হতে হবে।
DEO পদের কাজের জন্য আপনাকে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। যেহেতু আপনাকে কোম্পানির যেকোনো ধরনের ডেটা রাখার জন্য বলা হতে পারে সেহেতু কম্পিউটারে ভালো দক্ষতা থাকা বাঞ্ছনীয়। উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে অন্তত ইংলিশে 35 টি ওয়ার্ড তোলার ক্ষমতা রাখতে হবে (BECIL recruitment).
MTS পদের জন্য বিশেষ কিছু দক্ষতার প্রয়োজন হচ্ছে না। স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হলেই আপনি আবেদন জানতে পারবেন। তবে কোম্পানির পদগুলিতে আবেদনের জন্য আপনাদের খুব শীঘ্রই আবেদন প্রকিয়া সম্পূর্ণ করতে হবে কারন আবেদনের ডেড টাইম সামনেই।
আবেদন পদ্ধতি
১) BECIL recruitment এর জন্য প্রথমে BECIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.becil.com এ যান।
২) তারপর এখানে আপনাকে রেজিস্ট্রেসন করতে হবে।
৩) রেজিস্ট্রেসন করার পর আপনি একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পারবেন।
৪) এখানে আপনার যাবতীয় তথ্য চাওয়া হবে সেটা আপনাকে পূরণ করতে হবে।
৫) তারপর সেভ নেক্সটে গিয়ে প্রয়োজনীয় সব ডকুমেন্টস গুলো সাবমিট করে দিতে হবে।
আবেদনের শেষ তারিখ
প্রচুর IT person আছেন যারা কাজ খুঁজছেন কিন্তু সঠিক মনের মতো কাজ পেয়ে উঠছেন না তারা এই কোম্পানিতে আবেদন জানাতে পারবেন (BECIL recruitment). এছাড়া রাজ্যে উচ্চ মাধ্যমিক পাশের সংখ্যাও প্রচুর তারাও আবেদন জানাতে পারবেন। তবে চলতি বছরে মার্চের 25 তারিখের মধ্যেই সকলকে আবেদন জানাতে হবে। কোম্পানির তরফ থেকে লাস্ট ডেট হিসাবে এই তারিখটিকেই ধার্য করা হয়েছে।