আপনি কি একজন শিক্ষিত চাকরিপ্রার্থী? দীর্ঘ দিন ধরে একটি ভালো চাকরির (BEL Recruitment) সন্ধানে ছিলেন? তবে আপনার জন্য একটি দারুণ সুখবর। সম্প্রতি একটি দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যা সকল যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ হতে পারে। কোথায় নিয়োগ হচ্ছে, কারা নিয়োগ পাবেন সবটা জানতে আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে হবে। আসুন একনজরে জেনে নেওয়া যাক।
BEL Recruitment for The Post of Management
- ভ্যাকেন্সি ডিটেলস
- বেতন
- শিক্ষাগত যোগ্যতা
- বয়সসীমা
- নিয়োগ প্রক্রিয়া
- ইন্টারভিউয়ের তারিখ
ভ্যাকেন্সি ডিটেলস
সম্প্রতি ভারত ইলেকট্রনিক্সের বা BEL Recruitment এর তরফে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে মূলত শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষা নবিশ বা ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনি পদে কর্মী নিয়োগ হবে। এখানে যাঁরা নিয়োগ পাবেন, তাঁদের চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। তবে নিযুক্ত সব প্রার্থীদেরই নির্দিষ্ট আবেদন যোগ্যতা রয়েছে। কারা এখানে আবেদন জানাতে পারবেন, প্রতি মাসে কত টাকা বেতন পাবেন, নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে তা আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হল।
বেতন
এই BEL Recruitment এ যাঁরা অংশগ্রহণ করবেন ও নিয়োগ পাবেন, তাঁদের প্রতিমাসে ভালো বেতন দেওয়া হবে বলে জানা যাচ্ছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে বলা যায়, প্রার্থীরা প্রথম বছরে পাবেন 18 হাজার টাকা, দ্বিতীয় বছরে পাবেন 19 হাজার টাকা
আর তৃতীয় বছরে পাবেন 20 হাজার টাকা বেতন।
শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থীরা এই BEL Recruitment চাকরির জন্য আবেদন জানাতে চান, তাঁরা অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারী প্রার্থীদের কোনোও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইন্সটিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া (আইসিডব্লুএ) ইন্টার, সিএ ইন্টার উত্তীর্ণ হতে হবে।
ফেব্রুয়ারি মাসে একাধিক চাকরির সুযোগ। একনজরে আবেদন পদ্ধতি দেখে নিন।
বয়সসীমা
যে সকল প্রার্থীরা এই BEL Recruitment এ অংশ নিতে চান তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। অফিসিয়াল নোটিফিকেশন থেকে জানা যায়, এই নিয়োগে যারা অংশ নিতে চাইবেন, তাঁদের বয়স হতে হবে 1st জানুয়ারি 2024 অনুসারে 25 বছরের মধ্যে। সংশ্লিষ্ট বয়সসীমার মধ্যে যাঁরা রয়েছেন, তাঁরা নির্দ্বিধায় এই নিয়োগে অংশ নিতে পারবেন। যদিও, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
এই BEL Recruitment এর কোনো লিখিত পরীক্ষা হবেনা বলে খবর। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। আগ্রহীরা ইন্টারভিউর তারিখ ও সময় জেনে নেবেন। নোটিফিকেশনের নির্দেশ মতো সঠিক স্থানে পৌছে ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন। ইন্টারভিউর দিন নিজেদের ডকুমেন্টগুলি নিয়ে যেতে ভুলবেন না। ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’ অপশনে ক্লিক করলে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। ইন্টারভিউয়ের তথ্য পাবেন সেখান থেকেই।
উচ্চমাধ্যমিক পাশে ICDS অঙ্গনওয়াড়ি নিয়োগ বিজ্ঞপ্তি। নিজের এলাকায় 1900 টি শূন্যপদে চাকরির সুযোগ।
ইন্টারভিউয়ের তারিখ
ইন্টারভিউটি আয়োজিত হবে 12th ফেব্রুয়ারি। কোথায় ইন্টারভিউটি হবে, কখন থেকে হবে সে সম্বন্ধীয় বিস্তারিত তথ্য পাবেন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। নিযুক্তদের কাজের মেয়াদ হবে প্রথমে এক বছর। পরে প্রয়োজন অনুসারে তার মেয়াদ বাড়তে পারে।
Written by Purbasha Chakraborty.