উচ্চমাধ্যমিক পরীক্ষার পর সেরা 5 টি পড়াশোনা, সঠিকভাবে পড়তে পারলে ভবিষ্যৎ সুনিশ্চিত।

সম্প্রতি উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন ঘোষণা করা হয়েছে এবং এর পরে কি পড়াশোনা করা হবে এই নিয়ে সকল পরীক্ষার্থীদের চিন্তা রয়েছে। ছাত্র জীবনের দুই সবচেয়ে বড় পরীক্ষা হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং এতদিন পর্যন্ত সকলে অপেক্ষা করছিল যে কবে রেজাল্ট প্রকাশ করা হবে। কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই দুই পরীক্ষার ফল প্রকাশের দিন সম্পর্কে জানিয়ে দিয়েছেন। উচ্চমাধ্যমিকে আর্টস, সায়েন্স ও কমার্স এই তিনটি বিষয় নিয়ে সকলে পড়াশুনা করে। আজকের আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যার মাধ্যমে আপনারা নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারবেন।

উচ্চমাধ্যমিকের পরে সেরা পড়াশোনা গুলি সম্পর্কে জেনে নিন।

১) আইনঃ-
যেই সকল পরীক্ষার্থীরা উকিল হতে চান তারা এই বিষয়টি চয়ন করতে পারেন। ৪৫% নম্বর পেয়ে সকলকে পাশ করতে হবে। ৫ – ৬ বছর এর কোর্স করতে হবে সকলকে। আর্টস, কমার্স ও সায়েন্স এই সকল স্ত্রিমের ছাত্র – ছাত্রীরা এখানে অংশগ্রহণ করতে পারবেন (পড়াশোনা মনে রাখার উপায়)।

২) হোটেল ম্যানেজমেন্টঃ-
যেই সকল পরীক্ষার্থীরা আতিথেয়তার কাজ করতে চাইছেন তাদের জন্য এই বিষয় নিয়ে এগোনো উচিত হবে। এর মধ্যে অনেক বিষয় আছে যেগুলি হল – হসপিটালিটি, হাউস কিপিং, কেটারিং ইত্যাদি (পড়াশোনা মনে রাখার উপায়)। ২ বছর থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত এই সকল কোর্স করা সম্ভব।

৩) বিজনেস ম্যানেজমেন্টঃ-
বর্তমানের যুগে এই ধরণের কাজের লোকের চাহিদা অনেক বেশি। অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলি এই ধরণের যোগ্য কাজের লোক চাইছেন। ৫ বছরের জন্য আপনারা এই কোর্স করতে পারবেন। একবার এই কোর্স ভালো করে করে নিতে পারলে আপনাদের চাকরি নিশ্চিত এটা বলাই যায়।

৪) অ্যানিমেশনঃ-
বর্তমানের এই ডিজিটাল যুগে অ্যানিমেশন কোর্স নিয়ে পড়াশোনা করলে আপনারা কিছু না কিছু কাজ অবশ্যই করতে পারবেন এবং সমাজে প্রতিষ্ঠিত হবেন। খুবই কম খরচের মধ্যে ও কম সময়েই এই কোর্স সম্পর্কে আপনারা জেনে নিতে পারবেন।

৫) বুটিক এর কাজঃ-
এককথায় এইটাকে সেলাই নিয়ে পড়াশোনা বলা যেতে পারে। বিশেষত মেয়েদের ক্ষেত্রে এই কাজ সেখা খুবই উপযোগী। খুবই কম খরচে ও সময়ে আপনারা এই কোর্স করতে পারবেন। এই সকল বিষয় নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সেরা 5 টি স্কলারশিপ, একবার আবেদন করলে পড়াশুনার খরচ নিয়ে আর কোন চিন্তা নেই।

Leave a Comment