Free Fire – আপনি ফ্রি ফায়ার গেমে সব ম্যাচ জিততে চান? তাহলে মেনে চলুন এই সেরা 5 টি টিপস।

৮ ই ডিসেম্বর ২০১৭ সালে যুব সমাজের প্রিয় মোবাইল গেম Free Fire এর সূচনা করা হয়েছিল। Garena হল একটি সিঙ্গাপুরের কোম্পানি এবং এর মাধ্যমেই এই জনপ্রিয় মোবাইল গেম তৈরি করা হয়েছিল। বর্তমানে এক পরিসংখ্যান অনুসারে সমগ্র বিশ্বে এই গেম সমগ্র বিশ্বে ১৮ কোটি ৭০ লক্ষ মানুষেরা প্রতিদিন খেলে থাকেন এবং এই সংখ্যা আমাদের দেশ ভারতেও অনেক বেশি। ২০১৯ সালের এক পরিসংখ্যান অনুসারে ভারতে ১৫ কোটির বেশি মানুষ এই গেম খেলেন।

Free Fire জেতার জন্য অনবদ্য 5 টি টিপস সম্পর্কে জেনে নিন।

ফ্রি ফায়ার (Free Fire Max) হল একটি অতি সহজ মোবাইল গেমের মধ্যে অন্যতম। এই গেমটি সকলের খেলতে পারেন এবং এটি সকলের পছন্দের গেমের মধ্যে অন্যতম। এটি মূলত কম বয়সি ছেলে মেয়েদের মধ্যে খুবই প্রচলিত একটি গেম। আজকে আমরা এই আলোচনাতে এই গেমে জেতার জন্য অনবদ্য ৫ টি টিপস সম্পর্কে জেনে নিতে চলেছি।

১) মানচিত্র বোঝাঃ-
ফ্রি ফায়ার (Free Fire Download) গেম খেলার আগে পুরো মানচিত্র সম্পর্কে সকলকে ভালো করে জেনে নিতে হবে। মানচিত্রের এলাকা, অবস্থান, ভূখণ্ড, ভালো করে দেখে ও বুঝে নিয়ে খেললে আপনার জেতার সম্ভাবনা অনেক বৃদ্ধি পাবে।

২) তাড়াতাড়ি লুট করুনঃ-
যতটা পারবেন (Free Fire Max Download) গেম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা অস্ত্র, সরঞ্জাম, এই সকল জিনিস তুলে নিন। এর ফলে আপনারা নিজের শত্রুদের হারাতে অনেক বেশি সুবিধা হবে।

৩) নিজের সাথীদের সাহায্য নিনঃ-
আপনার সঙ্গে যেই সকল অন্য খেলোয়াড়রা খেলবে তাদের সাহায্য নিতে একদমই ভুলবেন না। কারণ আমরা সকলেই একটা কথা জানি যে “দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ”। এই কারণের জন্য Free Fire খেলার জন্য কভার ব্যবহার করুন।

৪) দল বানিয়ে খেলুনঃ-
Free Fire খেলার সময় সর্বদা একটা দল বানিয়ে খেলবেন এবং নিজের দলের বাকি সদস্যদের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলুন। এর ফলে জয় নিশ্চিত।

৫) অভিজ্ঞদের থেকে শিখুনঃ-
অনেক অনলাইন ওয়েবসাইট বা ইউটিউব এর মাধ্যমে অনেক ফ্রি ফায়ার খেলার অভিজ্ঞদের থেকে দেখে নিয়ে খেলা শুরু করুন। এই মাধ্যমে আপনার জেতার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এই সকল নিয়ম মেনে আপনারা এই গেম খেললে জেতা নিশ্চিত।

মাধ্যমিকে উত্তীর্ণ সকল পরীক্ষার্থীরা আবেদন করুন এই সেরা 5 টি স্কলারশিপে, পড়াশোনার খরচের আর চিন্তা থাকবে না।

Leave a Comment