আমাদের দেশ ভারতে চিকিৎসার মান প্রতিদিন উন্নত হচ্ছে এবং এর পেছনে দেশের সকল হাসপাতালের অবদান অনস্বীকার্য। কিন্তু আমাদের দেশে সরকারি হাসপাতালের সংখ্যা অনেক কম, কিন্তু গরিব থেকে মধ্যবিত্ত মানুষদের চিকিৎসার একমাত্র ঠিকানা এই Government Hospital. কিন্তু সঠিক তথ্য না জানার জন্য, আমাদের দেশের নাগরিকেরা সঠিক চিকিৎসার সুযোগ পায় এর জন্য কেন্দ্রীয় সরকারের তরফে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে আসা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সকল নাগরিকেরা বার্ষিক ৫ লক্ষ টাকা করে চিকিৎসার খরচ পেয়ে থাকেন। আজকের এই আলোচনাতে আমরা ভারতের সেরা ৫ টি হাসপাতাল সম্পর্কে জেনে নেব।
সুচিকিৎসা পাওয়ার জন্য সেরা হাসপাতাল গুলির বিস্তারিত তথ্য।
১) AIIMS (All India Institude Of Medical Science):-
১৯৫৬ সালে ভারতের রাজধানী দিল্লীতে এর স্থাপনা করা হয়। বর্তমানে এক পরিসংখ্যান অনুসারে ভারতের সকল সরকারি হাসপাতালের মধ্যে এইটি অন্যতম এবং প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮ হাজারেরও বেশি মানুষ এই স্থানে চিকিৎসা করানোর উদ্দেশ্যে যান ও প্রতিবছর ৩৫ লাখেরও বেশি মানুষের চিকিৎসা এই স্থানে হয়ে থাকে।
২) PGIMER Hospital Chandigarh:-
Post Graduate Institude Of Medical Education & Research, এই খানে সকল রোগীরা উন্নতমানের চিকিৎসা পরিষেবা পেয়ে থাকে। ২৪ ঘণ্টা ৭ দিন এইখানে সকলে চিকিৎসা পরিষেবা পেয়ে থাকে। ১৯৬২ সালে এর প্রতিষ্ঠা করা হয়। উত্তর ভারতের নাগরিকদের কাছে এটি একটি জনপ্রিয় Hospital.
৩) Safdarjung Hospital:-
রাজধানী দিল্লীতে এই Hospital অবস্থিত, AIIMS এর মতোই এটি একটি জনপ্রিয় হাসপাতাল। ১৫০০ এর কাছাকাছি রোগীর চিকিৎসা একই সময়ে এখানে করা সম্ভব এবং অভিজ্ঞ ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের থাকার ফলে এখানে চিকিৎসা খুবই উন্নতমানের।
৪) Christian Medical College:-
এটি ভেলর তামিলনাড়ুতে অবস্থিত। এখানে প্রতিদিন ৮ হাজার রোগীর চিকিৎসা করা হয়ে থাকে। এমনকি পশ্চিমবঙ্গ থেকেও অনেক রোগী এইখানে চিকিৎসা করাতে যায় এবং সুচিকিৎসা পেয়ে থাকেন।
৫) Deen Dayal Upadhyay Hospital:-
এটিও দিল্লীতে অবস্থিত, নার্ভ, প্লাস্টিক সার্জারির জন্য এটি বিখ্যাত। হাড়ের চিকিৎসাও এখানে বিখ্যাত এবং অনেক রোগী এখানে শুধুমাত্র এই চিকিৎসা করানোর জনই এসে থাকেন। প্রায় ৭০০ জনের চিকিৎসা একই সঙ্গে এখানে করা সম্ভব।
পশ্চিমবঙ্গের সেরা 5 টি হাসপাতাল এর সকল তথ্য, যেখানে চিকিৎসার মান অনেক উন্নত।