ষ্টেট ব্যাংকের সেরা 5 টি স্কিম, যেখানে একবার টাকা রেখে আজীবন আয় নিশ্চিত।

SBI (State Bank Of India) দেশের প্রথম রাষ্ট্রায়ত্ত ব্যাংক, গ্রাহকদের জন্য অনেক স্কিম নিয়ে আসা হয়েছে এই ব্যাংকের তরফে। ১ লা জুলাই ১৯৫৫ সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বম্বে ও ব্যাংক অফ মাদ্রাস এই সকল ব্যাংককে একত্রিত করে ষ্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার স্থাপনা করা হয় এবং ৬৭ বছর ধরে দেশের সকল মানুষের কাছে একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে। দেশের সকল গরিব থেকে মধ্যবিত্ত সকল মানুষের জন্য অনেক ধরণের আর্থিক স্কিম নিয়ে আসা হয়েছে এই ব্যাংকের তরফে।

এই স্কিম গুলিতে বিনিয়োগ করে নিজের টাকা ডবল করুন।

আমরা সকলেই বিনিয়োগের মাধ্যমে নিজেদের পুঁজি বৃদ্ধি করতে চাই। কিন্তু অনেক সময় সঠিক জায়গা ও স্কিম বা প্রকল্প সম্পর্কে জানা না থাকার জন্য আমরা বিনিয়োগ করা থেকে পেছনে সরে আসি। কিন্তু আজকের এই আলোচনায় আমরা SBI এর ৫ টি স্কিম সম্পর্কে আলোচনা করব, যেখানে একবার টাকা রাখলে বিনা পরিশ্রমে প্রতিমাসে নিশ্চিত আয় করা সম্ভব। এক পরিসংখ্যান অনুসারে ৪৫ কোটির বেস গ্রাহক আছে ষ্টেট ব্যাংকে এবং দেশের ব্যাংকিং ব্যবস্থার চারভাগের এক ভাগ SBI পরিচালনা করে।

১) Fixed Deposit:-
আমরা সকলেই আমাদের ছোটবেলা থেকেই শুনে আসছি নিজের টাকা ডবল করার জন্য ফিক্সড ডিপোজিট এর থেকে আর ভালো কোন বিকল্প নেই। হ্যাঁ এই কথাটি এখন পর্যন্ত সঠিক। কিন্তু বর্তমানের বাজারে এই টাকা ডবল হতে অনেক বেশি সময় লাগে। কিন্তু ষ্টেট ব্যাংকের তরফে ৭% সুদ দেওয়া হয়েছে।

২) Annual Deposit Scheme:-
এককালীন টাকা জমা করে প্রতিমাসে নিশ্চিত রিটার্ন পাওয়ার জন্য ষ্টেট ব্যাংকের তরফে এই স্কিমটি নিয়ে আসা হয়েছে। ৭% পর্যন্ত বার্ষিক সুদ আপনারা পেতে পারেন এবং প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণে টাকা আপনারা পাবেন।

৩) Recurring Deposit:-
অনেক সময় দেখা যায় আমাদের কাছে এককালীন বেশি টাকা থাকে না এর ফলে আমরা এই স্কিমের মাধ্যমে প্রতিমাসে কিছু কিছু টাকা জমিয়ে কয়েক বছর বাদে অনেক বেশি টাকা সুদ সমেত রিটার্ন পেতে পারেন। এই জন্য আপনারা আরও বিস্তারিত তথ্য এসবিআই এর ব্ব্রাঞ্ছেগিয়ে যোগাযোগ করতে পারেন।

৪) PPF (Public Provident Fund):-
কিছু দিন আগে পর্যন্ত আমরা সকলে মনে করতাম প্রভিডেন্ট ফান্ড শুধুমাত্র সরকারি কর্মীদেরই হতে পারে। কিন্তু সরকারের তরফে দেশের সকল মানুষেরা মাত্র ৫০০ টাকা জমা করে নিজেদের অবসর জীবন সুরক্ষিত করতে পারবেন।

৫) National Pension Scheme:-
দেশের সকল নাগরিকেরা নিজেদের অবসর জীবন সুরক্ষিত করার জন্য এই স্কিমে এককালীন বিনিয়োগ করতে পারবেন। এটি একটি এককালীন বিনিয়োগের স্কিম এবং এর মাধ্যমে ৫ বছরের জন্য আপনাকে বিনিয়োগ করতে হবে ও ৫ বছর বাদে ভালো রিটার্ন পাবেন।

পশ্চিমবঙ্গ সরকারের অধীনে 5 ধরণের পদে চাকরিতে কর্মী নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করবেন দেখুন।

Leave a Comment