পোস্ট অফিস হল আমাদের দেশের সকল নাগরিকদের কাছে নিজেদের কষ্টের পুঁজি বিনিয়োগ করার প্রথম পছন্দ। আজ থেকে ১৬৮ বছর আগে ১ লা অক্টোবর ১৮৫৪ সালে আমাদের দেশে প্রথমবারের জন্য ডাকঘর স্থাপনা করা হয়েছিল। আমাদের দেশের কয়েক কোটি মানুষের অ্যাকাউণ্ট আছে ডাকঘরে এবং ব্যাংকের থেকে বেশি সুদ (Post Office ইন্টারেস্ট রেট) দেওয়ার জন্য সকল নাগরিকদের কাছে অতি জনপ্রিয় হয়ে উঠেছে। আজকের এই আলোচনাতে আমরা এমন কয়েকটি স্কিম সম্পর্কে আলোচনা করতে চলেছি যেখানে আপনারা নিশ্চিত হয়ে বিনিয়োগ করতে পারবেন।
দেশের সকল নাগরিকদের জন্য সেরা পোস্ট অফিস স্কিম সম্পর্কে জেনে নিন।
১) পোস্ট অফিস এম আই এসঃ-
Post Office বা ব্যাংকের তরফে এই স্কিম এর সুবিধা সকল গ্রাহকদের দেওয়া হয়ে থাকে। এটি একটি অতি জনপ্রিয় স্কিম। এর মাধ্যমে এককালীন টাকা জমা করে প্রতিমাসে নিশ্চিত রিটার্ন পাওয়া সম্ভব বিনা পরিশ্রমে এবং সর্বচ্চো ৭ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া সম্ভব। প্রতিমাসে, তিন মাস বাদে, ছয় মাস বাদে বা বছরে একবারের জন্য এই টাকা আপনারা তুলতে পারবেন।
২) পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটঃ-
Fixed Deposit এই নাম আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি এবং আমরা জানি যে এর মাধ্যমে এককালীন টাকা জমা করা দিলে কিছু বছর বাদে দ্বিগুন রিটার্ন পাওয়া যায়। এটি সব থেকে সুরক্ষিত ও বিশ্বস্ত সকল মানুষের কাছে। কিন্তু এই Scheme এ এককালীন বেশি টাকা জমা দিতে হয়। এর ফলে সকলের পক্ষে এই কাজ করে ওঠা সম্ভব হয়না।
৩) পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিমঃ-
এই প্রকল্পে আপনারা নিয়মিত আয় করতে পারবেন। এটি একটি ঝুঁকি বিহীন পেনশন প্ল্যান। এই Scheme এর মাধ্যমে আপনারা ট্যাক্স এর রিটার্ন ও পাবেন। বিস্তারিত জানার জন্য কোন ব্যাংক বা Post Office গিয়ে যোগাযোগ করতে পারেন।
৪) পোস্ট অফিস রেকারিং ডিপোজিটঃ-
অনেক সময় আমরা এককালীন বেশি টাকা জমা রাখতে পারিনা, এই কারণের জন্য প্রতিমাসে স্বল্প টাকা বিনিয়োগ করে কিছু বছর বাদে বেশি পরিমাণ টাকা পেতে পারবেন।
৫) সুকন্যা সমৃদ্ধি যোজনা পোস্ট অফিসঃ-
দেশের প্রধানমন্ত্রী শ্রীমান নরেন্দ্র মোদী সকল মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এই প্রকল্প নিয়ে এসেছেন। এর মাধ্যমে সকল মেয়েরা ১৮ বছর বয়স হলে এককালীন মোটা টাকা পাবেন এবং নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবেন।
বাড়িতে বসে করা যাবে এমন 5 টি ব্যবসার আইডিয়া, একবার শুরু করলে চাকরির আর প্রয়োজন নেই।