বর্তমানের যুগে সমস্ত প্রকারের আর্থিক লেনদেনের জন্য ব্যাংকের গুরুত্ব অপরিসীম এবং ধীরে ধীরে আমাদের দেশের সকল মানুষেরা ডিজিটাল ইন্ডিয়ার পথে অগ্রসর হচ্ছে। ভারতে দুই ধরণের Bank এর প্রচলন আছে, সরকারি ও বেসরকারি। আমরা এই পোর্টালে আগে ৫ টি Government Bank নিয়ে আলোচনা করেছি আজকে কিছু Private Bank সম্পর্কে জেনে নিতে চলেছি। এই সকল ব্যাংকের পরিষেবা অনেক উন্নত এবং এই খানে টাকা রাখা হলে সবচেয়ে বেশি নিরাপত্তা পাওয়া যায়।
দেশের বেসরকারি ব্যাংক সম্পর্কে জেনে নিন।
১) HDFC Bank:-
HDFC (Housing Development Financial Corporation) Bank হল দেশের সকল Private Bank গুলির মধ্যে অন্যতম। ১৯৯৪ সালে ভারতের আর্থিক রাজধানী মুম্বাইতে এর স্থাপনা করা হয়েছিল। সমগ্র দেশে প্রায় ৬ হাজার ৫০০ এর কাছাকাছি ব্রাঞ্চ আছে এবং কয়েক কোটি গ্রাহক রয়েছে এই ব্যাংকের।
২) ICICI Bank:-
ICICI (Industrial Credit And Investment Corporation Of India) Bank হল ভারতের দ্বিতীয় বৃহৎ Private Bank. ১৯৯৪ সালে মুম্বাইতে এর স্থাপনা করা হয়েছিল। ৫ হাজারেরও বেশি ব্রাঞ্চ সমগ্র দেশে ছরিয়ে রয়েছে। যার সংখ্যা প্রতিদিন আরও বৃদ্ধি পাচ্ছে।
৩) Axis Bank:-
১৯৯৩ সালে মুম্বাইতে এর স্থাপনা করা হয়েছিল, এই ব্যাংকের তরফে নানান ধরণের অফার ও সুবিধা দেওয়ার জন্য গ্রাহকেরা এইখানে নিজেদের পুঁজি বিনিয়োগ করছেন এবং এই সংখ্যা প্রতিদিন অন্তর বৃদ্ধি পাচ্ছে।
৪) Kotak Mahindra Bank:-
২০০৩ সালে মুম্বাইতেই এর স্থাপনা করা হয়েছিল এবং মাত্র কিছু বছরের মধ্যেই এই ব্যাংক জন মানুষের কাছে অতি জনপ্রিয় হয়ে উঠেছে। জিরো ব্যালেন্স অ্যাকাউণ্ট থেকে শুরু করে অনেক ধরণের সুবিধা সকল গ্রাহকদের প্রদান করা হয় এবং বিনিয়োগের সময় বেশি সুদও প্যান অনেকে।
৫) YES Bank:-
২০০৪ সালে মুম্বাইতে এর স্থাপনা করা হয়েছিল। কিন্তু কিছু দিন আগে লেনদেনের অনিয়মের ফলে গ্রাহক অসন্তোষের মুখে পরতে হয় এই ব্যাংককে। কিন্তু তবুও এখনো পর্যন্ত অনেক মানুষের অ্যাকাউণ্ট এই প্রতিষ্ঠানে আছে।
এছাড়াও Federal Bank, Indusind Bank, RBL Bank, J&K Bank, South Indian Bank এই সকল Bank সেরা ১০ টি Private Bank এর মধ্যে পড়ছে। এর অতিরিক্ত গ্রাহক, মূলধন এর হিসেব অনুসারে এই পজিসান ঠিক করা হয়। এটি স্থায়ী নয়।
পোস্ট অফিসের এই সেরা 5 টি স্কিমের মধ্যে একটিতে বিনিয়োগ করে নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করুন।