উচ্চমাধ্যমিকে 50% নম্বর পেয়েছেন? আবেদন করুন এই 5 টি স্কলারশিপে আর পেয়ে যান পড়াশোনার সব খরচ।

২৪ শে মে ২০২৩ উচ্চমাধ্যমিক এর ফল প্রকাশ করা হয়েছে WBCHSE (West Bengal Council For Higher Secondary Education) বা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। এইবারে সকল পরীক্ষার্থীরা নিজেদের পছন্দের বিষয় নিয়ে পড়াশোনার মাধ্যমে ভবিষ্যৎ সুনিশ্চিত করবে। কিন্তু বর্তমান যুগের শাশ্বত সত্য হল – টাকা ছাড়া কিছুই করা সম্ভব নয়, এর মধ্যে পড়াশোনা অন্যতম। অর্থ ছাড়া আমরা একপাও এগতে পারব না।

উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের জন্য সেরা স্কলারশিপ পাওয়ার সুযোগ।

এই একটা কারণের জন্য আমাদের সমাজে অনেক পরীক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষা পাশ করার পর টাকার অভাবে নিজেদের পড়াশোনা ছেড়ে দিয়ে জীবিকার খোঁজে বেরিয়ে পরে এবং আমাদের দেশের ভবিষ্যতেরা মেধা থাকা সত্ত্বেও অশিক্ষার অন্ধকারে তলিয়ে যায়। এই কারণের জন্য সরকারের তরফে উচ্চমাধ্যমিক পাশের পর কয়েকটা স্কলারশিপের ঘোষণা করা হয়েছে। আজকের এই আলোচনাতে আমরা এই সকল স্কলারশিপের নাম, আবেদনের প্রক্রিয়া, যোগ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

১) স্বামী বিবেকানন্দ স্কলারশিপঃ-
এই জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের ৬০% এর বেশি নম্বর পেতে হবে। ছেলে – মেয়ে উভয় এর স্কলারশিপে আবেদনের যোগ্য। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষের কম হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই এই আবেদন করতে পারবেন।

২) ঐক্যশ্রী স্কলারশিপঃ-
এই স্কলারশিপটি পশ্চিমবঙ্গের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য। এই স্কলারশিপে আবেদনের জন্যও সকল উত্তীর্ণ আবেদনকারী পড়ুয়াদের কমপক্ষে ৫০% নম্বর পেতে হবে। এর মাধ্যমে ১,১০০ টাকা থেকে ১৬,৫০০ টাকা পর্যন্ত সকল পড়ুয়ারা পাবে।

৩) নবান্ন স্কলারশিপঃ-
রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে এই স্কলারশিপটির সূচনা করা হয়েছিল। এই স্কলারশিপটি উত্তরবঙ্গে উত্তরকন্যা স্কলারশিপ ও দক্ষিণবঙ্গে নবান্ন স্কলারশিপ নামে পরিচিত। অফলাইনের মাধ্যমে এই আবেদন আপনাদের করতে হবে এবং ১০ হাজার টাকা পর্যন্ত বার্ষিক সকলে পাবে।

৪) ওয়েসিস স্কলারশিপঃ-
পশ্চিমবঙ্গের সকল SC, ST, OBC পড়ুয়াদের জন্য ওয়েসিস স্কলারশিপ এর সুবিধা করা হয়েছে। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ নয় প্রথম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত আপনারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।

৫) ষ্টেট ব্যাংক আশা স্কলারশিপঃ-
দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক হল ষ্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই ব্যাংকের তরফে দেশের সকল পড়ুয়াদের উদ্দেশ্যে এই স্কলারশিপের ঘোষণা করা হয়েছে। এই সকল স্কলারশিপে আবেদন করার আগে সকল শর্তাবলি সম্পর্কে আপনারা বিস্তারিত জেনে নেবেন এবং আপনি যেই সময়ে আবেদন করবেন সেই সময় অনুসারে কতো শতাংশ নম্বরের প্রয়োজন পড়বে সেটাও দেখে নেবেন।

চাকরি পাওয়ার জন্য আবেদন করুন এই 5 টি পদ্ধতি মেনে, সহজেই ভালো চাকরি পাবেন।

Leave a Comment