Health Insurance – ভারতের সেরা ও সুরক্ষিত স্বাস্থ্য বীমা সংস্থা সম্পর্কে জেন নিন।

এখনকার দিনে আমাদের সকলের উচিত নিজের ও পরিবারের জন্য Health Insurance বা স্বাস্থ্য বীমা কিনে রাখা। কিন্তু এই সকল কিছুর আগেই আমাদের মাথায় নানা ধরণের প্রশ্ন মাথায় আসে, কোন কোম্পানি থেকে আমরা এই বীমা কিনব? প্রথমে জেনে নেওয়া যাক এই সুফল সম্পর্কে। বর্তমানের দিনে এমন কোন মানুষ হয়তো আর নেই যার কোন ধরণের রোগ নেই, এই সকল রোগের চিকিৎসার খরচ অনেক বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন অন্তর। এই কারণের জন্যই আমাদের সকলের উচিত Health Insurance নিয়ে রাখা।

Health Insurance Details In India.

দেশের ও রাজ্যের মানুষদের স্বাস্থ্য সুরক্ষিত করার জন্য সরকারের তরফে আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana) ও স্বাস্থ্যসাথী (Swasthya Sathi Card) Health Insurance নিয়ে আসা হয়েছে। কিন্তু অনেকেই নিজেদের সুরক্ষা অতসাত করার জন্য নিজেদের সামর্থ্য অনুসারে স্বাস্থ্য বীমা কিনে রাখতে চাইছেন। আজকের এই প্রতিবেদনে আমরা কয়েকটি সেরা বীমা সংস্থা সম্পর্কে জেনে নিতে চলেছি।

১) HDFC ERGO:-
এটি ভারতের প্রথম সারির বেসরকারি ব্যাংক HDFC ব্যাংকের মাধ্যমে দেশের সকল নাগরিকদের জন্য প্রদান করা হয়। সমগ্র দেশের ১০ হাজারেরও বেশি হাসপাতালে আপনারা এই মেডিক্ল্যাম করতে পারবেন। প্রায় সমস্ত রোগের ক্ষেত্রেই আপনারা এই পলিসি কিনতে পারবেন।

২) ICICI Lombard:-
ICICI Bank হল দেশের দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় বেসরকারি ব্যাংক, আর এই ব্যাংকের মাধ্যমে ২২১ টির বেশি শাখা সমগ্র দেশে অবস্থিত রয়েছে। এই কোম্পানির মাধ্যমে শুধুমাত্র স্বাস্থ্য বীমা নয়, জীবন বীমা, ভ্রমণ বীমা, হোম লোণ সমগ্র জিনিস প্রদান করা হয়ে থাকে।

৩) Bajaj Allianz:-
এই কোম্পানিটি ভারতীয় কোম্পানি Bajaj ও জার্মান কোম্পানি Allianz এর মাধ্যমে সংযুক্ত ভাবে প্রতিষ্ঠা করা হয়েছে, ২০০১ থেকে এই কোম্পানির পথ চলা শুরু হয়েছে। ভারতে মোট ২০০ টিরও বেশি ব্রাঞ্চ নিয়ে নিজেদের এই কাজ করে যাচ্ছে এবং এই স্বাস্থ্য বীমা ছাড়াও বাকি সকল বীমা আপনারা এই কোম্পানির মাধ্যমে করাতে পারবেন।

PMMY Mudra Loan – এই প্রকল্পের মাধ্যমে 10 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পান, আবেদনের পদ্ধতি দেখুন।

৪) National Insurance:-
আজ থেকে ১১৭ বছর আগে ১৯০৬ সালে এই কোম্পানি শুরু হয়েছে এবং ২০০২ সালে এই কোম্পানিটিকে রাষ্ট্রীয়করণ করা হয় এবং সমগ্র দেশে ১ কোটি ৪০ লক্ষের বেশি মানুষেরা এই কোম্পানিতে পলিসি করেছেন। ২ হাজারেরও বেশি শাখা সমগ্র দেশে রয়েছে এই কোম্পানির। আপনারা এই সকল বীমা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জেনে নিতে পারবেন।

Old Coin Sell – আপনার কাছে এই ছবি দেওয়া 2 টাকার কয়েন আছে? থাকলে সঠিক ক্রেতা সম্পর্কে জানুন।

Leave a Comment