Money Transfer – সুরক্ষিত মানি ট্রান্সফারের সেরা কয়েকটি মাধ্যম সম্পর্কে জানুন, কোনদিন প্রতারিত হবেন না।

এখন আর আমাদের ব্যাংকের লম্বা লাইনে দাঁড়িয়ে Money Transfer বা টাকা পাঠানোর এক বিন্দুও সময় নেই। এই কারণের জন্যই আমরা সকলে অনলাইনের মাধ্যমে এই কাজ করাকেই বেশি প্রাধান্য দিচ্ছি এবং দেশের সরকারের তরফেও ডিজিটাল ইন্ডিয়া (Digital India) অর্থাৎ অনলাইনের মাধ্যমে নিজেদের নিত্যদিনের বেশিরভাগ কাজ করাকেই গুরুত্ব দিচ্ছে। এই জন্যই বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের তরফে অনেক ধরণের অফার ও ডিসকাউণ্ট নিয়ে আসা হয়েছে এই সকল মানুষের জন্য।

Money Transfer Options For All Indian People.

কিন্তু এখন আমাদের আসে পাশে এমন অনেক অনলাইনের মাধ্যমে টাকা ট্রান্সফারের (Online Money Transfer) মাধ্যম ও নিয়ম এসে গেছে। আর এই সকল মাধ্যম ও নিয়ম সম্পর্কে সকলের সঠিক ধারণা বা তথ্য জানা নেই যে কোন মাধ্যমের মধ্যে দিয়ে নিজেদের জমা পুঁজি সুরক্ষিতভাবে সঠিক স্থানে পৌঁছিয়ে দেওয়া সম্ভব। আজকের এই প্রতিবেদনে আমরা এই সম্পর্কে বিস্তারিত জেনে নিতে চলেছি।

সুরক্ষিত ও প্রমানিত কিছু Money Transfer এর মাধ্যম সম্পর্কে দেখুন

১) UPI:-
১১ ই এপ্রিল ২০১৬ সালে UPI (Unified Payment Interface) এর সূচনা করা হয় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা NPCI (National Payment Corporation Of India) এর মাধ্যমে শুরু করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল অতি সহজেই ও কম সময়ের মধ্যে একজনের ব্যাংক অ্যাকাউণ্ট থেকে অন্যত্র এই ফান্ড ট্রান্সফার (Money Transfer) করা হবে। কিন্তু এই ব্যবস্থার মাধ্যমে আপনারা ১ লক্ষ টাকা পর্যন্ত একদিনে পাঠাতে পারবেন।

২) Debit Card:-
ডেবিট কার্ড বা ATM Card এর মাধ্যমেও আপনারা মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনারা নিজেদের ইচ্ছেমত টাকা পাঠাতে (Money Transfer Using ATM Card) পারবেন এবং আপনাদের লাইনে দাঁড়িয়ে কোন ধরণের ফর্ম ফিলাপ করতে হবে না। এটি খুবই সুরক্ষিত একটি মাধ্যম।

৩) RTGS:-
Real Time Gross Settlement 2004 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) এর তরফে শুরু করা হয়েছিল নগদ লেনদেন এর ক্ষেত্রে রাশ টানার উদ্দেশ্যে। কিন্তু এই মাধ্যমে আপনাদের নুন্যতম ২ লক্ষ টাকা পাঠাতে হবে এবং এর কোন ঊর্ধ্ব সীমা নেই।

৪) NEFT:-
National Electronic Funds Transfar এর মাধ্যমে আপনারা ৩৬৫ দিনই নিজেদের ইচ্ছে অনুসারে টাকা পাঠাতে পারবেন এবং শুধুমাত্র ১ টাকা থেকে শুরু করে আপনারা নিজেদের ইচ্ছে মতো এই টাকা পাঠাতে (Money Transfer) পারবেন। ২০০৫ সালের নভেম্বর মাসে এই পরিষেবা RBI এর মাধ্যমে শুরু করা হয়েছিল।

৫) IMPS:-
Immediate Payment Service ২০১০ সালের নভেম্বর মাসে এই পরিষেবা শুরু করা হয়। আর এই প্রক্রিয়ার মাধ্যমে ১০ হাজার টাকা থেকে শুরু করে ৫ লক্ষ বা তার বেশি পরিমাণ টাকা সকলকে পাঠানো যাবে। কিছু কিছু ব্যাংকের তরফে এই জন্য গ্রাহকের থেকে চার্জ নেয়। ব্যাংক ভেদে এই (Money Transfer) চার্জ আলাদা হবে।

Mortgage Loan – ভারতে বন্ধকী ঋণের সুবিধা অনেক তাই আবেদনের আগে এক ক্লিকে বিস্তারিত দেখুন।

Leave a Comment