মাধ্যমিক হল শিক্ষার্থী জীবনের কঠিন পরীক্ষা গুলির মধ্যে একটি Career After 10 বা মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর আমরা ঠিক কোন পড়াশোনার দিকে এগব এই সম্পর্কে অনেকেরই সঠিক ধারণা থাকে না। সাধারণত এই পরীক্ষার পরে আমাদের তিনটি গ্রুপ – আর্টস, কমার্স ও সায়েন্স এর মধ্যে থেকে যে কোন একটি বেছে নিতে হয় এবং এই গ্রুপে থাকা সকল বিষয়ের মধ্যে থাকা যে কোন একটি বিষয় নিয়ে সকলকে নিজেদের ভবিষ্যতে পড়াশোনা করতে হয়। আজকে এই আলোচনাতে আমরা কিছু বিষয় সম্পর্কে জানানো যার মাধ্যমে আপনারা ভবিষ্যতে সরকারি চাকরিও পেতে পারেন।
How To Choose Career After 10 Th In West Bengal.
এখনকার সময়ে সেই চিরাচরিত পড়াশোনা করে সেই পরিমাণ সুবিধা হয় না যা আগে হত। এই কারণের জন্যই আমাদের বর্তমানের যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে সকল পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন পরে (Career After 10). কিন্তু তবুও আমরা নিজেদের পছন্দ অনুসারে যে কোন একটি বিষয় নিয়ে সঠিকভাবে পড়াশোনা করার মাধ্যমে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হতে পারি। নির্দিষ্ট বিষয় অনুসারে আপনাদের জন্য কিছু ক্যারিয়ার অপশন।
Career After 10 সম্পর্কে বিস্তারিত তথ্য
১) অঙ্ক (Math)
আমরা বেশিরভাগ পড়ুয়ারাই এই বিষয়টিকে ভয় পাই বা সমীহ করে চলি। কিন্তু অনেকেরই কথায় অঙ্ক খুবই সহজ!!! যাই হোক আপনাদের মধ্যে যদি কারোর এই বিষয়টি পছন্দ হয় তাহলে আপনারা এই বিষয় নিয়ে উচ্চমাধ্যমিকস্থরে ভালো অনুশীলন করার মাধ্যমে ভবিষ্যতে গবেষণা, ব্যাংকিং কাজ, শিক্ষকতা এই সকল কাজ (Career After 10) করতে পারবেন।
২) রাষ্ট্রবিজ্ঞান (Political Science)
আমরা প্রত্যেকেই জানি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের মধ্যে আপনাদের দেশ ও বিদেশের সকল সময়কার সরকারি নিয়ম কানুন সম্পর্কে জানতে পারি এবং এই বিষয় নিয়ে পড়াশোনার মাধ্যমে আপনারা আইনজ্ঞ বা আইনজীবী হয়ে উঠতে পারবেন। এছাড়াও ভবিষ্যতে আপনারা এই বিষয় নিয়ে চর্চা (Career After 10) করার মাধ্যমে কূটনীতিজ্ঞ হতে পারবেন।
৩) ইংরেজি (English)
ইংরেজিকে সমগ্র বিশ্বের ভাষা বলা হয়ে থাকে, এই ভাষা নিয়ে যেই মানুষের দক্ষতা থাকবে তারা ভবিষ্যতে কিছু না কিছু সঠিক কাজ অবশ্যই পেয়ে যাবেন। কিন্তু অভিনয় ফিল্ড, শিক্ষার ফিল্ড, বিদেশে যে কোন ধরণের চাকরি, গ্রাফিক্স ডিজাইনার, কন্টেন্ট রাইটার এই ছাড়াও আরও অনেক ধরণের কাজ আপনাদের জন্য অপেক্ষা করছে।
৪) বাংলা (Bengali)
বাংলা আমাদের মাতৃভাষা এই ভাষা আমাদের সকলেরই জেনে রাখার প্রয়োজন আছে। কিন্তু বর্তমানের সময়ে এই ভাষা নিয়ে পড়াশোনা করে সঠিক ক্যারিয়ার পাওয়া যাবে কিনে এই নিয়ে সকলের মধ্যেই চিন্তা ভাবনার শেষ নেই। কিন্তু তবুও “শিক্ষা কোনদিন বৃথা যায়না” এই কথাটা আমরা সকলেই জানি। এই সকল বিষয় (Career After 10) নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।