Term Life Insurance – টার্ম লাইফ ইনস্যুরেন্স সঠিক কোম্পানি থেকে কিনুন এবং অতিরিক্ত সুবিধা পান।

সকলেই নিজেদের ভবিষ্যতের জীবন সুরক্ষিত করার জন্য Term Life Insurance বা জীবনবীমা কিনে থাকি, কিন্তু আমরা অনেকেই এই টার্ম লাইফ ইনস্যুরেন্স সম্পর্কে অবগত নই। অনেক সময় সঠিক তথ্য না থাকার জন্য আমরা সঠিক ইনস্যুরেন্স (Insurance) না কিনে সমস্যায় পরে যাই এবং এর মাধ্যমে আমরা নিজেদের কভার সঠিক সময় পাইনা। এমন অনেক ঘটনা আমাদের সামনে আসে যেখানে আমরা দেখতে পাই যে কিছু না কিছু শর্তাবলি ঠিক করে না মানার জন্য আমরা প্রিমিয়াম এর টাকা সঠিক সময়ে না পাওয়ার জন্য আমাদের পরিবারদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এই জন্য আপনাদের সদা সতর্ক থাকতে হবে।

Term Life Insurance Plans Details.

আমরা প্রত্যেকেই নিজেদের পরিবারের মানুষদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই Term Life Insurance কিনে থাকি এবং এর মাধ্যমে বিনিয়োগকারীর মৃত্যু হলে পরিবারের যেই সদস্য নমিনি থাকবেন সে এককালীন একটি মোটা অঙ্কের টাকা পেয়ে যাবেন এবং এর ফলে সকলের অনেক ধরণের সুবিধা হয়। কিন্তু টাকা পয়সার বিষয়ে আমাদের সদা সতর্ক হয়ে বিনিয়োগ (Invest) করা উচিত।

এইবারে জেনে নেওয়া যাক এমনি যে কোনো ইনস্যুরেন্স এর থেকে এই Term Life Insurance এর মধ্যে পার্থক্য কি? বাকি সকল ইনস্যুরেন্স এর মাধ্যমে হোল্ডারের মৃত্যু হলে এই তবেই এই টাকা পাওয়া যায়। কিন্তু এই Term Life Insurance এর ক্ষেত্রে একটি নির্দিষ্ট একটি সময় অনুসারে আপনারা এই পলিসির জন্য আবেদন করতে পারবেন এবং সেই সময় উত্তীর্ণ হলে আপনারা এই পরিমাণ টাকা পেয়ে যাবেন। এছাড়াও নমিনিকেও এই টাকা দিয়ে দেওয়া হবে।

Term Life Insurance কেনার জন্য কিছু কোম্পানি

১) ICICI Lombard
আমরা সকলেই ICICI ব্যাংকের কথা শুনেছি, এই ব্যাংকের তরফেই সকল গ্রাহকদের জন্য বিভিন্ন ইনস্যুরেন্স নিয়ে আসা হয়েছে। এই কোম্পানির মাধ্যমে আপনারা সকলের নিশ্চিন্তে যে কোন ধরণের ইনস্যুরেন্স কিনতে পারবেন এবং এটি একটি সুপ্রতিষ্ঠিত কোম্পানি হওয়ার জন্য আপনারা নিরাপদে এইখান থেকে বীমা পলিসি (Insurance Policy) কিনতে পারবেন।

২) Bajaj Allianz
বাজাজ এই কোম্পানি সম্পর্কে আমরা সকলেই জানি, কিন্তু মূলত বাজাজের নাম শুনলে আমাদের ইলেক্ট্রনিক আইটেম ও বাইকের কথা মাথায় আসে। কিন্তু Allianz একটি জার্মান কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্ছার এর মাধ্যমে দেশের সকল গ্রাহকদের বিভিন্ন প্রকারের বীমা নিয়ে আসা হয়েছে। আপনারা খুবই কম প্রিমিয়ামে নিজেদের পছন্দ অনুসারে Term Life Insurance কিনতে পারবেন। এছাড়াও আপনারা অনলাইনে সার্চ করে নিজেদের ইচ্ছে অনুসারে কোম্পানির থেকে বীমা কিনতে পারবেন।

SBI Credit Card – ষ্টেট ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য দারুণ সুসংবাদ, এই নতুন সুবিধা পাবেন।

Leave a Comment