ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন থাকে বহু চাকরিপ্রার্থী তরুণ তরুণীর। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাঙ্কের (BOB Recruitment) তরফে শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সঠিক যোগ্যতা বিবেচনা করে ইন্টারভিউ অথবা লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের মধ্যে বেছে নেওয়া হয় এর মাধ্যমে। তাই যে সমস্ত প্রার্থীরা এতদিন ব্যাঙ্কে চাকরির অপেক্ষা করছিলেন তাঁদের সকলের জন্য এবার খুশির খবর। কারণ সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদার তথা BOB Recruitment এর তরফে প্রচুর শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
BOB Recruitment 2024 Apply Last Date
- ভ্যাকেন্সি ডিটেলস
- বেতন
- আবেদন যোগ্যতা
- আবেদনকারীর বয়সসীমা
- আবেদন পদ্ধতি
- আবেদনের সময়সীমা
ভ্যাকেন্সি ডিটেলস
সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদা তথা BOB Recruitment (Bank Of Baroda) এর তরফে কর্মখালির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ফিনান্সিয়াল লিটারেসি কাউন্সিলার (Financial Literacy Counsellors) পদের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে। যারা এই নিয়োগে আবেদন জানাতে ইচ্ছুক তাঁরা আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন। এখানে আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বেতন
অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে, এই BOB Recruitment পদে চাকরি পাওয়া প্রার্থী প্রতিমাসে 23 হাজার টাকা বেতন পাবেন। বেতনের বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন।
আবেদন যোগ্যতা
যে সমস্ত আগ্রহী প্রার্থীরা এই BOB Recruitment প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আবেদন জানাতে চান তাঁরা অবশ্যই আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। অফিসিয়াল নোটিফিকেশনটিতে বলা হয়েছে, আবেদনকারী প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ তথা গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া তাঁদের কম্পিউটার জানা থাকতে হবে। অন্যান্য শিক্ষাগত যোগ্যতার বিবরণ রয়েছে ব্যাঙ্কের বিজ্ঞপ্তিতে।
আবেদনকারীর বয়সসীমা
যে সকল আগ্রহীরা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে চান, তাঁদের বয়সসীমা সম্পর্কে ধারণা থাকতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেই সকল আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে 64 বছর পর্যন্ত। এর চেয়ে বেশি বয়সের প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন না।
আবেদন পদ্ধতি
এই BOB Recruitment তথা ব্যাংক অফ বরোদা আবেদন জানানো যাবে অফলাইন মারফত। কিভাবে আবেদন জানাবেন নিম্নে বর্ণনা করা হল।
(A) এই নিয়োগে আবেদন জানাতে হলে প্রার্থীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
নতুন বছরে মাধ্যমিক পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন কিভাবে করবেন?
(B) এরপর এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি A4 পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর প্রার্থী যে পদের জন্য আবেদন জানাতে চান, সে অনুযায়ী নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করতে হবে।
(C) এরপর অ্যাপ্লিকেশন ফর্ম ও ডকুমেন্টগুলি একসাথে করে (The Regional Manager Bank Of Baroda, SCO 36-37, Sector 13, Hissar 125001) এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনের সময়সীমা
ব্যাঙ্ক অফ বরোদার এই নিয়োগ প্রক্রিয়া চলবে আগামী 14th জানুয়ারি 2024 পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সকল আগ্রহী প্রার্থীদের।
Written by Arshi Chakraborty.