Steel Plant Recruitment – রাজ্যের 23 টি জেলার স্টিল কারখানায় কর্মী নিয়োগ। মাধমিক পাশ থাকলেই আবেদন করুন।

সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের গুরুত্ত্বপূর্ণ স্টীল কারখানায় কর্মী তথা Steel Plant Recruitment এর বিজ্ঞপ্তি প্রকাশিত হল। স্টীল অথরিটি অফ ইন্ডিয়া বরাবরই কোম্পানি গুলির মধ্যে উচ্চ তালিকায় আছে। সুতরাং এই কারখানায় কর্মী নিয়োগের রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আবেদনের মাধ্যম, শিক্ষাগত যোগ্যতা, বেতন সংক্রান্ত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি পরুন বিস্তারিত।

Bokaro Steel Plant Recruitment 2024

ম্যানেজার, অপারেটর সহ বিভিন্ন পদে কর্মী Steel Plant Recruitment করা হবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও এখানে আবেদন জানাতে পারবেন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23 টি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। বিস্তারিত তথ্য নীচে দেওয়া হল।

Employment No.- DSP/Pers/Rectt/2023-24/DR(det).

  • পদের নাম ও শূন্যপদ
  • বয়সসীমা
  • শিক্ষাগত যোগ্যতা
  • বেতন
  • আবেদনের পদ্ধতি

পদের নাম ও শূন্যপদ

স্টীল কারখানায় কর্মী তথা Steel Plant Recruitment এ যে পদে নিয়োগ করা হবে সেটি হলো অ্যাটেন্ডান্ট কাম টেকনিশিয়ান তথা Attendant cum Technician. এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্যপদ 35 টি। এর মধ্যে ইলেক্ট্রিশিয়ান বা Electrician এর পদ 10 টি, ফিট্টার বা Fitter এর 15 টি এবং মেশিনিস্ট বা Machinist এর 10 টি।

বয়সসীমা

সরকারি নিয়ম অনুযায়ী এই স্টীল কারখানায় কর্মী তথা Steel Plant Recruitment এ উপজাতি শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে। অন্যান্য প্রার্থীদের জন্য সর্ব নিম্ন বয়স 18 এবং সর্বোচ্চ বয়স হতে হবে 28 বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা

ওয়েস্ট বেঙ্গল, সিবিএসসি বোর্ড সহ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধমিকে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও এই স্টীল কারখানায় কর্মী তথা Steel Plant Recruitment এ লাগছে স্বীকৃত ইনস্টিটিউট থেকে ইলেকট্রিশিয়ান, ফিটার অথবা মেশিনিস্ট ট্রেডে ফুল টাইম আইটিআই ডিগ্রী সার্টিফিকেট।

উচ্চমাধ্যমিক পাশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে দুর্দান্ত চাকরির সুযোগ।

বেতন

এই স্টীল কারখানায় কর্মী তথা Steel Plant Recruitment এর ক্ষেত্রে প্রথম বছরে 12,900/- টাকা এবং দ্বিতীয় বছরে ইনক্রিমেন্ট হয়ে 15,000/- টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে চাকরি প্রার্থীদের। স্থায়ী নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট বেতন কাঠামো দেওয়া থাকবে এই বর্ধিত বেতন অনুযায়ীই বেতন পাবেন কর্মচারীরা।

WBMSC Exam - মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা

আবেদনের পদ্ধতি

প্রথমে আবেদনকারীদের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এবার হোমপেজে দেখতে পাবেন ‘BOKARO STEEL PLANT: APPLY ONLINE FOR THE POST OF ATTENDANT CUM TECHNICIAN (TRAINEE) (NAC) AGAINST ADVERTISEMENT NO. BSL/R/2023-02 DATED 27.10.2023’- এই অপশন, সেখানে ক্লিক করতে হবে।

ইন্টারভিউ দিয়ে স্কুলে শিক্ষক নিয়োগ। কিভাবে আবেদন করবেন জেনে নিন?

পরবর্তী পর্যায়ে রেজিস্টার করতে এবং অ্যাপ্লিকেশন পদ্ধতিতে অগ্রসর হতে হবে। ভালভাবে পূরণ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম। তার সঙ্গে আপলোড করতে হবে প্রয়োজনীয় যাবতীয় নথি অর্থাৎ ডকুমেন্ট। এরপর জমা দিতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্ম। ভবিষ্যতের প্রয়োজনের জন্য অ্যাপ্লিকেশ ফর্মের একটি প্রিন্টআউট বের করে নিতে হবে।

Leave a Comment