শিক্ষক হওয়ার স্বপ্ন দেখা প্রার্থীদের জন্য সুখবর। অনেকদিন পর বিপুল শূন্যপদে Teacher Recruitment বা শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হল রাজ্যে। এতদিন শিক্ষক পদে চাকরি পাওয়ার অপেক্ষায় ছিলেন অনেকেই। সব অপেক্ষা কাটিয়ে চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফুটবে এবার। যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার মাধ্যমে 87 হাজার শিক্ষকের শূন্যপদ পূরণ হবে। নির্বাচিতরা পাবেন প্রতিমাসে মোটা অর্থের বেতন।
BPSE Teacher Recruitment Vacancy Details
- ভ্যাকেন্সি ডিটেলস
- আবেদন যোগ্যতা
- আবেদন পদ্ধতি
- পরীক্ষার বিবরণ
ভ্যাকেন্সি ডিটেলস
সম্প্রতি Teacher Recruitment তথা শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিহার পাবলিক সার্ভিস কমিশন (BPSC). সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিহারের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপটি আয়োজিত হবে শীঘ্রই। BPSC TRE ফেজ-3 এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 10th ফেব্রুয়ারি থেকে যা চলবে আগামী 23rd ফেব্রুয়ারি পর্যন্ত। Teacher Recruitment তথা শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে আগামী 7th মার্চ থেকে 17th মার্চ পর্যন্ত। সর্বমোট 87 হাজার শিক্ষকপদ পূরণ হবে এই নিয়োগ প্রক্রিয়ায়।
আবেদন যোগ্যতা
এই Teacher Recruitment বা শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে প্রার্থীদের অবশ্যই ভাষার বিভাগে যোগ্যতা অর্জন করতে হবে। এছাড়া উক্ত প্রার্থীদের B.Ed, D.El.Ed, CTET, STET যোগ্যতা থাকতে হবে। পরীক্ষার সিলেবাস হবে NCERT ও SCRT নির্দেশিকা অনুসরণ করে।
আবেদন পদ্ধতি
(A) Teacher Recruitment বা শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে প্রথমেই ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। (bpsc.bihar.gov.in)
(B) এরপর সেই ওয়েবসাইট থেকে নিজের ফোন নম্বর, ইমেল আইডি সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে হবে।
(C) রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ওয়েবসাইট মারফত অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করে নেবেন। নিজের পার্সোনাল ডিটেলস যেমন, জন্ম তারিখ, নাম, ঠিকানা, জেন্ডার, ক্যাটেগরি, যোগ্যতা ইত্যাদি লিখে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে নিন। খেয়াল করবেন, কোনো তথ্য যেন ভুল না হয়।
(D) ফর্ম ফিল আপ হলে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করবেন। সবশেষে সাবমিট বটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি জমা করে তার একটি কপি নিজেদের কাছে রেখে দেবেন।
নতুন করে পোস্ট অফিসে নিয়োগ। পশ্চিমবঙ্গে অনলাইনে আবেদন করার শেষ তারিখ জেনে নিন।
পরীক্ষার বিবরণ
এই Teacher Recruitment বা শিক্ষক নিয়োগ পরীক্ষায় থাকে তিনটি বিভাগ। যথা- ভাষা, সাধারণ অধ্যয়ন ও পাঠদান। এরমধ্যে, ভাষা থেকে আসে 30 নম্বর, সাধারণ অধ্যয়ন থেকে আসে 40 নম্বর ও পাঠদান থেকে আসে আরও 40 নম্বর। পরীক্ষায় পাশ করা প্রার্থীদের নাম মেধাতালিকার মাধ্যমে জানিয়ে দেয় কমিশন। এছাড়া এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।
Written by Purbasha Chakraborty.