RBI Repo Rate – রেপো রেট নিয়ে জরুরি ঘোষণা RBI এর, জিনিসপত্রের দাম কমার সম্ভাবনা।

কিছু দিন আগে রিজার্ভ ব্যাংকের তরফে রেপো রেট বা RBI Repo Rate নিয়ে এক জরুরি ঘোষণা করা হয়েছিল। শক্তিকান্ত দাস জানিয়েছিলেন রেপো রেটে কোন ধরণের পরিবর্তন করা হয়নি অর্থাৎ রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছে। মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখার জন্য RBI এর তরফে ক্রমাগত এই রেপো রেট বৃদ্ধি করা হচ্ছিলো এবং এর ফলে সকল প্রকারের ঋণ ও মাসিক কিস্তির দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছিল এবং এর প্রভাব সরাসরি মধ্যবিত্তদের পকেটে এসে পরছিল।

RBI Repo Rate Good News For All Indians.

কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন সকল আমজনতা (RBI Repo Rate). রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে ৬.৫০ শতাংশ হতে চলেছে এই রেপো রেট। কিন্তু এর ফলে সকল ঋণ গ্রহীতাদের অনেক সুবিধা হতে চলেছে। কারণ সকল প্রকারের ঋণ যেমন – গৃহ, গাড়ি, ব্যাক্তিগত ঋণের ক্ষেত্রে প্রতি মাসে টাকা কিস্তির পরিমাণ কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে এবং এর হার বৃদ্ধি পাবে না।

শক্তিকান্ত দাস জানিয়েছেন এই RBI Repo Rate না বৃদ্ধি করার ফলে দেশের অর্থনীতি মজবুত হবে। কারণ যখন মানুষের হাতে টাকা আসবে তখন তারা খরচ করবে এবং এই খরচ করার ফলে মার্কেটে চাহিদা বৃদ্ধি পাবে এবং এর ফলে অর্থনীতি এগবে। এছাড়াও তিনি বলেন সমগ্র বিশ্বে এখন মন্দা দেখা যাচ্ছে এবং এর মধ্যেও আমাদের অর্থনীতি এগোচ্ছে।

RBI Repo Rate নিয়ে বক্তব্য দেওয়ার সময় GDP – Gross Domestic Product নিয়ে কথা উঠলে জানা যায় দেশের অর্থনীতি ৬.৫ শতাংশ হারে প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রেখে ৪% এর কম রাখার চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে। ২ হাজার টাকার নোট জমা দিলে দেশে ক্যাশ ফ্লো বৃদ্ধি পাবে বলে আশা করছেন অনেকে। এই সকল কিছুর সুবাদে শেষমেশ দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন অনেকে।

Home Loan – হোম লোন নিয়ে বড় স্বস্তির খবর নাগরিকদের জন্য, সুদ কমতে চলেছে?

কিন্তু বছরের শেষের দিকে পৌঁছিয়ে ভারতের অর্থনীতি কিছুটা হলেও কমবে বলে এখন থেকেই আভাস দিয়ে দেওয়া হয়েছে (RBI Repo Rate). দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সকল নাগরিকদের জীবন যাপন উন্নত করার উদ্দেশ্যে এই সকল কাজ করা হচ্ছে বলে মনে করছেন অনেকে।

Lottery Tips To Win – লটারিতে টাকা জেতার সঠিক পদ্ধতি, এই পদ্ধতিতে টিকিট কিনেই দেখুন।

Leave a Comment