BSK Recruitment – বাংলা সহায়তা কেন্দ্রে লিখিত পরীক্ষা ছাড়াই উচ্চ পদে কর্মী নিয়োগ।

ভোটের আগে মার্চ মাস জুড়ে শুধুই কর্মী নিয়োগ করা হবে (BSK Recruitment). রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ করা হবে। বাংলা সহায়তা কেন্দ্রের একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। বাংলা সহায়তা কেন্দ্র হলো রাজ্য সরকারের সেই প্রকল্প যেখানে বিনামূল্যে আপনি সরকারি পরিষেবা পেতে পারেন। প্রায় 274 ধরনের পরিষেবা আপনি এখান থেকে পেতে পারেন।

BSK Recruitment West Bengal

রাজ্য জুড়ে একাধিক বাংলা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে সাধারণ জনগণদের পরিষেবা প্রদানের জন্য সেখানেই BSK Recruitment করা হবে। এখানে যেহেতু অনেক গুলো ক্ষেত্র আছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কর্মী নিয়োগ করা হবে সুতরাং প্রত্যেক ক্ষেত্রের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আজকের আর্টিকের মাধ্যমে পদগুলোর বিষয়ে বিস্তারিত জেনে নিন।

  • পদের নাম ও মোট শূন্যপদ
  • বেতন ও বয়সসীমা
  • শিক্ষাগত যোগ্যতা
  • নিয়োগ পদ্ধতি
  • আবেদন পদ্ধতি

মাধ্যমিক পাশে জেলা কোর্টে কর্মী নিয়োগ, আজই করুন আবেদন।

পদের নাম ও মোট শূন্যপদ

মোট 16 জন ব্যক্তিকে নিয়োগ করা হবে। নিয়োগকারি সংস্থার নাম webel Technology Limited. এখানে জেনারেল ম্যানেজার পদে, ডেপুটি জেনারেল ম্যানেজার ফর বিজনেস ডেভলপমেন্ট, ডেপুটি জেনারেল ম্যানেজার ফর প্রোজেক্ট, ডেপুটি ম্যানেজার ফর ফাইন্যান্স অ্যান্ড কর্পোরেট কমপ্লায়েন্স, প্রোজেক্ট ম্যানেজার, একাউন্ট অ্যান্ড ফাইন্যান্স এক্সিকিউটিভ এই সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে।

বেতন ও বয়সসীমা

যেহেতু ভিন্ন ভিন্ন পদ আছে সেহেতু বেতন বলা যাচ্ছেনা। কোন পোস্টে কত বেতন জানতে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিসিট করুন (BSK Recruitment). 35 বছর থেকে শুরু করে 56 বছরের মধ্যবর্তী যারা আছেন তারাই আবেদন জানাতে পারবেন। সুতরাং বলাই যেতে পারে এখানে এক্সপেরিয়েন্সড প্রার্থীই নেওয়া হবে। কারণ 35 বছর বয়সে ফ্রেশার্স এর সংখ্যা খুবই কম।

gram panchayat recruitment - (গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ)

শিক্ষাগত যোগ্যতা

যে সমস্ত পদগুলির উল্লেখ করা হয়েছে সেইগুলি সমস্তই প্রায় একটু উচ্চলেভেলের কাজ। সুতরাং এখানে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশে আবেদন করা যাবেনা। এই পোস্টগুলিতে আবেদনের জন্য আবেদন প্রার্থীকে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক এছাড়া, M.Tech, MCA ডিগ্রি প্রাপ্ত হতে হবে।

নিয়োগ পদ্ধতি

পদ্গুলিতে আবেদনের পর আপনাদের কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবেনা। আবেদন করার পর তালিকা ভুক্ত প্রার্থীদের মেলের মাধ্যমে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ই মেলেই লেখা থাকবে ইন্টারভিউয়ের জন্য আপনাকে ঠিক কোন স্থানে যেতে হবে। এভাবেই একটি সঠিক ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের চয়ন করে নেওয়া হবে।

43,600 টাকা বেতনে পঞ্চায়েত সমিতিতে 8th পাশে

আবেদন পদ্ধতি

১) কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে www.wtl.co.in থেকে একটি A4 সাইয পেজে প্রিন্ট আউট বার করে নিতে হবে।
২) তারপর যে ডকুমেন্তটস গুলি উল্লেখ করা হয়েছে সেইগুলো সমেত একটি PDF ফাইল বানিয়ে career@wtl.co.in ইমেলে মেল করে দিতে হবে।