ভারত সঞ্চার নিগণ লিমিটেড যা ভারত সরকারের একটি টেলি কমিউনিকেশন কোম্পানি। BSNL এর তরফ থেকে BSNL Recruitment এর বিজ্ঞপ্তি প্রচার হলো। BSNL আমাদের ল্যান্ডলাইন থেকে শুরু করে মোবাইল, ব্রডব্যান্ড সহ আইপিটিভি পরিষেবা দিয়ে থাকে। কোভিড মহামারী সময়কালে বহু কর্মী এখানে ছাঁটাই হয়েছে। কোম্পানি লাভের মুখ দেখতে পাচ্ছিল না। তবে একটু একটু করে তা আবার ঘুরে দাঁড়াচ্ছে তাই তাদের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
BSNL Recruitment Senior Executive Trainee Job
পশ্চিমবঙ্গে রাজ্জ্যে BSNL Recruitment করা হবে। যেকোনো জেলার প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। নারী পুরুষ উভয় ইচ্ছুক প্রার্থীরাই এখানে আবেদন যোগ্য। আপনারা যারা একটি ভালো কাজের জন্য অপেক্ষা করছিলেন তারা এই পদটির জন্য আবেদন জানাতে পারবেন কারণ এই পদে বেতন সীমা যথেষ্ট পরিমাণ সন্তোষজনক রাখা হয়েছে। বিস্তারিত তথ্য জানতে আপনাকে অবশ্যই আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে।
2049 টি শূন্যপদে ও মাধ্যমিক পাশে স্টাফ সিলেকশন কমিশনে কর্মী নিয়োগ।
যে পদটিতে ভ্যাক্যান্সি আছে সেই পদের নাম হলো Sr. Executive Trainee. BSNL Recruitment করা হবে মোট 558 সংখ্যক পদে। যেখানে Telecom এ ভ্যাকান্সি আছে সবথেকে বেশি 450 টি, Finance এ আছে 84 টি, civil এ আছে 13 টি এবং Electrical এ আছে 11 টি। প্রার্থীর বয়সসীমা 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের 4 টি পর্যায়ে উত্তীর্ণ হওয়ার পর নিয়োগ করা হবে।
প্রথমে লিখিত পরীক্ষা তারপর মক ইন্টারভিউ, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং সর্ব শেষ মেডিকেল পরীক্ষা। এখানে যেহেতু এক একটা আলাদা আলাদা ফিল্ডে ভাক্যান্সি আছে তাই বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা যোগ্যতার প্রয়োজন আছে। আপনারা যে যেই ফিল্ডে কাজ করতে চান সেই অনুযায়ী BSNL এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিসিট করুন এবং সেই অনুযায়ী কী যোগ্যতা লাগছে টা দেখে নিন।
BSNL এর অফিসিয়াল ওয়েবসাইট হলো bsnl.co.in. তবে এখানে আপনারা প্রত্যেক মাসে 24900 টাকা থেকে 50500 টাকা অব্দি বেতন পেয়ে যাবেন। আবেদনের শেষ তারিখ সম্পর্কে একজন কিছু জানানো হয়নি তবে ইচ্ছুক প্রার্থীরা শীঘ্রই আবেদন জানান। নীচে দেখে নিন আবেদন পদ্ধতি।
গ্রাম পঞ্চায়েতে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ, যোগ্যতা, আবেদন শুরু এবং PDF Download করুন
আবেদন পদ্ধতি
১) BSNL এর অফিসিয়াল ওয়েবসাইট bsnl.co.in যেতে হবে তারপর রেজিস্ট্রেশন পূরণ করতে হবে।
২) এর পর নির্ভুলভাবে ফর্ম ফিলআপ করে সাইজ করে ফটো আপলোড করতে হবে।
৩) তারপর সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদন পূরণ হবে ।