রাজ্যের কলেজ ও হাসপাতালের কাজের সুযোগ (Recruitment). প্রতিমাসে ভালো বেতনের চাকরির জন্য আবেদন জানাতে পারেন আগ্রহী চাকরিপ্রার্থীরা। তবে এই নিয়োগের বেশ কিছু শর্ত রয়েছে। যাঁরা আবেদনে আগ্রহী তাঁরা অবশ্যই সমস্ত শর্তগুলি মন দিয়ে পড়ে নিন। নিয়োগ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি পড়ে নিতে হবে।
Burdwan Medical College Hospital Recruitment 2024
অতি সম্প্রতি পূর্ব বর্ধমানের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে Recruitment বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। জেলার প্রশাসনিক সাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, এখানে মূলত চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। কোনো লিখিত পরীক্ষা নয়, বরং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে বলে জানানো হয়েছে।
- পদের নাম ও মোট শূন্যপদ
- শিক্ষাগত যোগ্যতা
- বয়সের শর্ত
- বেতন
- আবেদন প্রক্রিয়া
- ইন্টারভিউর বিবরণ
পদের নাম ও মোট শূন্যপদ
অফিসিয়াল সাইটে যে Recruitment বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুসারে বলা যায়, বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফেসিলিটি ম্যানেজার পদে কর্মী নিয়োগ হবে। এখানে এক বছরের জন্য কাজের সুযোগ পাবেন আগ্রহীরা। তবে আবেদনের যোগ্যতাগুলি অবশ্যই দেখে নিন।
শিক্ষাগত যোগ্যতা
যে সমস্ত আগ্রহীরা সংশ্লিষ্ট Recruitment এ অংশ নিতে চান, তাঁরা এবার আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিয়োগে যাঁরা অংশগ্রহণ করবেন অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। পাশাপাশি, তাঁদের শারীরিক সক্ষমতা এবং পেশাদারি দক্ষতা থাকতে হবে। তবে এও উল্লেখ করা হয়েছে যে, তুলনামূলক কম বয়সীরা এই নিয়োগে বিশেষ অগ্রাধিকার পাবেন।
বয়সের শর্ত
যে সমস্ত আগ্রহী প্রার্থীরা Recruitment এ অংশ নিতে চান তাঁরা অবশ্যই বয়সের শর্ত সম্পর্কে জেনে নিন। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিয়োগে অংশগ্রহণকারী প্রার্থীদের 65 বছর হওয়ার আগেই সংশ্লিষ্ট পদে থেকে সরে আসতে হবে।
রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ। প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন 7,700 টাকা।
বেতন
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, যে সকল প্রার্থীরা এই Recruitment এ অংশগ্রহণ করবেন ও নির্বাচিত হয়ে নির্দিষ্ট পদের জন্য নিযুক্ত হবেন, তাঁদের প্রতিমাসে বেতন হবে 14 হাজার টাকা।

আবেদন প্রক্রিয়া
যেহেতু এই Recruitment এ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ হবে, সেহেতু আগের থেকে আবেদন জানানোর প্রয়োজন নেই। তবে নিয়োগ বিজ্ঞপ্তি থেকে ইন্টারভিউ সংক্রান্ত তথ্যগুলি অবশ্যই জেনে নেবেন। আগ্রহী প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়তে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। তারপর ওয়েব সাইটের হোমপেজ থেকে ‘রিক্রুটমেন্ট’ অপশনে ক্লিক করলে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন।
ইন্টারভিউ দিয়ে স্কুলে শিক্ষক নিয়োগ। কিভাবে আবেদন করবেন জেনে নিন?
ইন্টারভিউর বিবরণ
আপনি যদি এই Recruitment এর শর্তগুলি মেনে ইন্টারভিউতে অংশ নিতে চান, তবে জেনে নিন এই নিয়োগের ইন্টারভিউ হবে আগামী 29th জানুয়ারি। বিজ্ঞপ্তিতে সময়সীমার কোনোও উল্লেখ করা হয়নি। ইন্টারভিউ হবে সংশ্লিষ্ট কলেজের হাসপাতালে। ইন্টারভিউর দিন নিজের সমস্ত ডকুমেন্টগুলি নিয়ে নিয়ে যেতে ভুলবেন না। তবে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন আগ্রহীরা।
Written by Arshi Chakraborty.