বাঙালিদের ভ্রমণ পিপাসু বলা হয় এইটা আমরা সকলেই জানি, আর এই ভ্রমণের আগে Travel Insurance বা ভ্রমণ বীমা করা কতটা জরুরি সেই সম্পর্কে হয়তো আমাদের আজ পর্যন্ত কোন ধারণা জন্মায়নি। কারণ এখনো পর্যন্ত অনেকেই আমরা এই ভ্রমণের জন্য বীমা বলে কিছু আছে হয়তো এইটা জানতেন না। আমরা অনেকেই জীবন বীমা (Life Insirance), স্বাস্থ্য বীমা (Health Insurance), বাইকের বীমা (Bike Insurance), গাড়ির বীমা (Car Insurance) এই সকল বীমা সম্পর্কে জেনে এসেছি।
Travel Insurance Benefit For Indians.
কিন্তু আজকে আমরা Travel Insurance সম্পর্কে সকল খুঁটিনাটি তথ্য সকলের সামনে তুলে ধরতে চলেছি। আমরা অনেকেই দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে ভ্রমণের পরিকল্পনা করি, কিন্তু কোন না কোন কারণের জন্য যদি এই ট্রিপ বাতিল হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের ফ্লাইট, বাস বা হোটেল বুকিং এর সকল খরচ আপনারা এই ইনস্যুরেন্স এর মাধ্যমে তুলে নিতে পারবেন। আরও কিছু তথ্য বিস্তারিত জেনে নেওয়া যাক।
Travel Insurance এর মাধ্যমে কি কি কভার পাবেন
- পাসপোর্ট, ভ্রমণের কাগজ ও নিজের কাছে থাকা সামগ্রী হারিয়ে যাওয়া।
- বিদেশে হাসপাতালের খরচ।
- প্লেন হাইজ্যাকের সময় কভারেজ।
- ফ্লাইটের দুর্ঘটনা।
- এই সকল পরিস্থিতির মধ্যে আপনারা পরলে তবেই এই কভার পাওয়া যাবে।
Travel Insurance পাওয়ার জন্য কিছু শর্ত
১) নিজের কোন ব্যাক্তিগত কারণের জন্য ভ্রমণে না যেতে পারা।
২) পাবলিক প্লেসে চাবি বা পাসপোর্ট হারিয়ে ফেলা।
৩) স্থানীয় কোন সমস্যার জন্য আপনার ফ্লাইট বা বাস মিস হয়ে গেলে।
৪) মাদক, সিগারেট, অ্যালকোহল এর নেশার ফলে ঘুরতে যাওয়া বাতিল হলে।
৫) এই কয়েকটি কারণের জন্য আপনারা এই কভার পাবেন না।
Travel Insurance এর প্রয়োজনীয়তা জেনে নিন
১) ভারতের বাইরে সকল দেশে চিকিৎসার খরচ অনেক বেশী।
২) প্রত্যেক বছর ২৮ মিলিয়ন বা ২ কোটি ৮০ লক্ষ ব্যাগেজ বাতিল করে দেওয়া হয়।
৩) যেই সকল দেশে পর্যটন বেশী সেই সকল স্থানে জালিয়াতির পরিমাণও অনেক বেশী।
৪) ফোন, ডেবিট বা ক্রেডিট কার্ড, লাইসেন্স, পাসপোর্ট এই সকল জিনিসের মধ্যে যে কোন একটি হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশী।
Home Loan – বাড়ি কেনার ঋণ নেওয়ার আগে এই বিষয় গুলি সকলে মনে রাখবেন, নইলে বাড়ি নিলাম হবে।