Career After 12 – উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর কোন বিষয় নিয়ে পড়াশোনা করা উচিত? বিশেষজ্ঞদের পরামর্শ জানুন।

উচ্চমাধ্যমিক হল শিক্ষার্থী জীবনের কঠিন পরীক্ষা গুলির মধ্যে একটি Career After 12 বা উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর আমরা ঠিক কোন পড়াশোনার দিকে এগব এই সম্পর্কে অনেকেরই সঠিক ধারণা থাকে না। এক মিনিট কিন্তু আমরা তো মাধ্যমিক পাশ করার পরেই নিজেদের বিষয় ঠিক করে ফেলি, যেমন – আর্টস, কমার্স ও সায়েন্স। তাহলে উচ্চমাধ্যমিকের পরে নিজেদের ইচ্ছে ও পছন্দ অনুসারে কি করে বিষয় পরিবর্তন করা সম্ভব? হ্যাঁ আপনারা যে কোন বিষয় নিয়ে উচ্চমাধ্যমিকের পর পড়াশোনা করতে পারেন।

Career After 12 For All Indian Students.

এখনকার সময়ে সেই চিরাচরিত পড়াশোনা করে সেই পরিমাণ সুবিধা হয় না যা আগে হত। এই কারণের জন্যই আমাদের বর্তমানের যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে সকল পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন পরে (Career After 12). অ্যানিমেশন, গ্রাফিক্স ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার, কম্পিউটার অপারেটর এছাড়াও আরও অনেক ধরণের নতুন পড়াশোনা করার মাধ্যমে সকল পড়ুয়ারা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন।

উচ্চমাধ্যমিক পাশের পর কিছু গুরুত্বপূর্ণ কোর্স

১) ডাক্তারঃ-
যেই সকল পরীক্ষার্থীরা ডাক্তারি কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সময় বিজ্ঞান বিভাগ চয়ন করতে হবে তাহলেই সেই সকল পরীক্ষার্থীরা এই ফিল্ডে (Career After 12) যেতে পারবে। এর মধ্যে আয়ুর্বেদ, ডেন্টিস্ট, হোমিওপ্যাথি, মেডিসিন এই সকল বিষয়ের মধ্যে আপনারা যে কোন একটি বিষয় নিয়ে আপনাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারবেন।

২) ইঞ্জিনিয়ারঃ-
আমাদের দেশ সহ সমগ্র দুনিয়াতে ইঞ্জিনিয়ারদের প্রয়োজন অনেক। আর এই কারণের জন্য সকল বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক পড়ুয়াদের এই ইঞ্জিনিয়ারিং এর যে কোন একটি বিষয়ের মধ্যে একটি নিয়ে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে থেকে আপনারা আপনাদের পছন্দের বিষয় বেছে নিতে পারবেন (Career After 12). উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে সকলে এই বিষয় চয়ন করে নিতে পারবেন।

৩) শিক্ষকতাঃ-
আপনারা যদি শিক্ষক হতে চান তাহলে আপনারা যে কোন বিভাগ নিয়ে মাধ্যমিকের পর একাদশ শ্রেণীতে পড়াশুনা করতে হবে। এর পরে আপনারা সরকারি বা বেসরকারি স্কুলের শিক্ষকতার চাকরি করতে পারবেন। এর জন্য আপনাকে নির্দিষ্ট কোন বিষয়ের ওপরে দক্ষ হতে হবে। এছাড়াও অনলাইনের (Career After 12) মাধ্যমে আপনারা এই কাজ করে ভালো টাকা রোজগার করতে পারবেন।

৪) ব্যাংকিংঃ-
যেই সকল পড়ুয়ারা উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর বাংকিং এর যে কোন কাজ করতে চান, সেটা সরকারি বা বেসরকারি ব্যাংক হতে পারে। এছাড়াও আরও অনেক ধরণের ব্যাংকিং (Career After 12) সার্ভিসেস এর কাজ আপনারা করতে পারবেন এবং সঠিক পদ্ধতিতে নিয়ম মেনে কাজ করলে এই ফিল্ডে ভালো রোজগার করা সম্ভব।

৫) অ্যানিমেশন ও গ্রাফিক্স ডিজাইনারঃ- আমাদের চারিপাশে অনলাইন বা অফলাইন সব ক্ষেত্রেই আমরা ডিজাইন বা অ্যানিমেশনের কাজ দেখি। টিভি থেকে শুরু করে মোবাইল সব স্থানে আমরা এই ছোঁয়া অনুভব করি এবং এই সকল কাজ করার জন্য ভবিষ্যতে অনেক কর্মচারীর প্রয়োজন পরবে, এই জন্য আপনারা এই দুই কোর্সের (Career After 12) মধ্যে যে কোন একটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।

Money Transfer – সুরক্ষিত মানি ট্রান্সফারের সেরা কয়েকটি মাধ্যম সম্পর্কে জানুন, কোনদিন প্রতারিত হবেন না।

Leave a Comment