আমরা বর্তমানে ইলেকট্রিক ছাড়া এক মুহূর্তও চলতে পারব না এবং এই পরিষেবা সচল রাখার জন্য Electricity Bill বা ইলেকট্রিক বিল এর বকেয়া আমাদের প্রতিমাসে মিটিয়ে দিতে হয়। পশ্চিমবঙ্গে মূলত প্রধান দুই ইলেকট্রিক সাপ্লাই এর সংস্থা আছে একটি সরকারি ও একটি বেসরকারি। WBSEDCL (West Bengal State Electricity Distribution Corporation Limited) ও CESC (Calcutta Electric Supply Corporation). এই দুই সংস্থার মাধ্যমেই আমাদের রাজ্যের বেশিরভাগ স্থানে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে।
Electricity Bill Payment Details.
রাজ্যের প্রায় ৯৬% এলাকাতে WBSEDCL এর মাধ্যমে বিদ্যুৎ পৌঁছিয়ে দেওয়া হয় এবং CESC এর মাধ্যমে দক্ষিণ বঙ্গের বেশ কিছু স্থানে, যেমন – সমগ্র কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণায় ও রাজ্যের বাইরে রাজস্থানের কিছু স্থানে এই সংস্থার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। আজকের এই আলোচনাতে আমরা এই দুই সংস্থায় আপনারা কিভাবে Electricity Bill পেমেন্ট করবেন এই সম্পর্কে জেনে নিন।
WBSEDCL Electricity Bill কিভাবে দেবেনঃ-
১) www.wbsedcl.in এই ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপরে Online Payment এই অপশনে ক্লিক করতে হবে।
৩) Quick Pay এই অপশনে ক্লিক করে নিতে হবে।
৪) আপনাকে নিজের Consumer ID ও Captcha Code লিখে Proceed অপশনে ক্লিক করতে হবে।
৫) নতুন যেই পেজটি খুলবে সেই পেজটিতে Consumer ID, নাম, ই মেল আইডি, মোবাইল নম্বর লিখে দিলে আপনারা নিজেদের বকেয়া বিল দেখতে পেয়ে যাবেন।
৬) বকেয়া বিল সিলেক্ট করে নিতে হবে।
৭) আপনাকে পেমেন্ট অপশন সিলেক্ট করে নিতে হবে।
৮) এরপর নিজের বকেয়া বিল (Electricity Bill) আপনাদের জমা করে দিতে হবে।
৯) অবশ্যই এই রিসিভ কপিটি আপনারা প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবেন।
১০) এই একই পদ্ধতিতে আপনারা CESC তেও বিল পেমেন্ট করতে পারবেন।
১১) এছাড়াও Paytm, PhonePe বা আরও সকল ই ওয়ালেট এর মাধ্যমেও এই কাজ সম্পন্ন করতে পারবেন।
১২) আপনারা নিজেদের ব্যাংকিং অ্যাপ (YONO SBI, I PAY, PAYZAPP) এর মাধ্যমেও এই কাজ করতে পারবেন।
অনলাইনে Electricity Bill দেওয়ার কিছু সুবিধাঃ-
১) কম সময়ের মধ্যেই আপনারা এই কাজ সম্পন্ন করতে পারবেন।
২) অনলাইনে Electricity Bill Payment করলে আপনারা কিছু টাকা কম খরচ করতে হবে।
৩) এই ব্যাস্ত জীবনযাত্রায় আমরা সময় মতো ইলেকট্রিক বিল জমা করতে পারি না, এই জন্য আমাদের ফাইন দিতে হয়।
৪) কিন্তু অনলাইনে পেমেন্ট (Online Payment) করলে এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
New LPG Connection – নতুন রান্নার গ্যাসের আবেদন করার সহজ পদ্ধতি জানুন।