Home Sweet Home এই ইংরেজি কথাটি আমরা জানি, আর এই কারণের জন্যই অনেকে Home Loan বা বাড়ি কেনার জন্য ঋণ নেওয়ার প্রয়োজন পরে। কিন্তু এই ঋণ নেওয়া খুব একটা সহজ ব্যপার নয়। এই ঋণ পাওয়ার জন্য অনেক ধরণের নিয়ম মানতে হয় সকল আবেদনকারীকে। কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে ঋণ নেওয়ার সময় অনেকেই অনেক ধরণের ছোটো খাটো নিয়ম ঠিক করে জানেন না বা জানলেও ওতটা গুরুত্ব দেন না। কিন্তু এই জন্যই ভবিষ্যতে সকলকে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয়।
Home Loan Major Important Rules For All Customers.
জীবনে চলার পথে ঋণ (Loan) নেওয়ার দরকার পরে, এর মধ্যে Home Loan বা হোম লোন অন্যতম। কারণ এখন প্রত্যেক মানুষেরই নিজেদের জীবনযাপন করার জন্য অর্থের প্রয়োজন এই কারণের জন্যই আমাদের অনেক সময় এককালীন বেশি অঙ্কের কিছু টাকার প্রয়োজন হয়। আর চাকরি বা ব্যবসা করার মাধ্যমে আমাদের কাছে এত পরিমাণ টাকা থাকে না, এই কারণের জন্যই আমরা ঋণ নেওয়ার জন্য ব্যাংকের দারস্থ হই। বিভিন্ন রকমের ঋণ যেমন – বন্ধকী, ব্যাক্তিগত (Personal Loan), বাণিজ্যিক (Business Loan), বাড়ি (Home Loan) এই সকল প্রকারের ঋণ পাওয়া যায়।
Home Loan নেওয়ার আগে কিছু নিয়ম সম্পর্কে জেনে নিন
- প্রতিমাসে সময় অনুসারে আপনাদের EMI জমা করতে হবে।
- সঠিক সময়ে এই EMI জমা না করা হলে আপনাদের জরিমানা গুনতে হবে।
- কিন্তু সুদ, আসলের সঙ্গে জরিমানা দিতে হলে মধ্যবিত্তের পকেটে অনেক চাপ পরার সম্ভাবনা বৃদ্ধি পায়।
- টানা ৩ মাস টাকা জমা না দেওয়া হলে ব্যাংকের তরফে ঋণ খেলাপির ঘোষণা করা হয়।
Home Loan নিয়ে আরও কিছু প্রয়োজনীয় তথ্য
১) আবেদনকারী সময় মতো ঋণ পরিশোধ না করলে তার সিভিল স্কোর বা ক্রেডিট স্কোর খারাপ হয়ে যায়।
২) আর একবার এই স্কোর খারাপ হয়ে গেলে ভবিষ্যতে ঋণ পাওয়া খুবই মুশকিল হয়ে ওঠে।
৩) সময় মতো এই ঋণ পরিশোধ না করা হলে আপনার সম্পত্তির নিলামও করা হতে পারে।
৪) NPA সম্পত্তি ব্যাংকের তরফে নিলামে তোলা হয়।
Business Ideas – বর্তমান সময়ের সেরা লাভজনক ব্যবসা, মাত্র 5 হাজার বিনিয়োগে 50 হাজার আয়।