2024 সালের মে মাস থেকে Civic Volunteer রা তাদের বর্ধিত হারেই বেতন পাবেন। এমন তাই ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর তরফ থেকে। বহুদিন ধরেই রাজ্যের একাধিক কর্মীদের মতোই রাজ্যের সিভিক ভলেন্টিয়াররাও ধর্মঘটে নেমেছিলেন। তাদের দাবি ছিল তাদের বেতন বৃদ্ধি করা তার সাথে সাথে কাজে স্থায়ীকরণ।
Civic Volunteer Salary Hike
এছাড়া তাদের আরেকটি দাবি ছিল সেটি হলো কলকাতার সিভিক ভলেন্টিয়ারদের সাথে অন্যান্য জেলার সিভিক ভলান্টিয়ারদের মধ্যে আয়ের যেনো কোনো বৈষম্য না থাকে। দুর্গাপূজার বোনাস হিসাবে কলকাতা পুলিশদের যে টাকা বেতন দেওয়া হয়েছিল জেলার অন্যান্য সিভিক ভলান্টিয়ারদের টা দেওয়া হয়নি।
এই নিয়ে কিছুদিন ধরেই তারা সরকারের বিরুদ্ধাচারণ করেন। ফলত রাজ্য সরকার তাদের বর্ধিত হারে যে বোনাস পাওয়ার কথা ছিল তা মিটিয়ে দেওয়ার রায় দিয়ে দিয়েছিলেন। তারপর বোনাস বাড়ার পরেও বেতন নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করেননি রাজ্য সরকার। কিন্তু এবার রাজ্য সরকারের তরফ থেকে বেতন বৃদ্ধির ঘোষণা।
গত জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির তত্ত্বাবধানে লাটবাগানে একটি ভার্চুয়াল কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেখানে তিনি সমস্ত Civic Volunteer দের সাথে টেলিকম মাধ্যমে কথা বলেন এবং বলেন যে “অনেকের অনেক দাবীই রাজ্য সরকারের তরফ থেকে পূরণ করা হয়েছে আপনাদের দাবিও খুব শীঘ্রই পূরণ করা হবে”।
Civic Volunteer যারা রোদ ঝড় জল বৃষ্টিতে আমাদের এলাকা টহল দেয়, ট্রাফিক নিয়ন্ত্রণ করে আমদের সুরক্ষা প্রদান করে তাদের কথা মাথায় রেখে 2024 অর্থবর্ষে রাজ্য অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একটি বড় ঘোষণা করেন। তিনি বলেন আগে সিভিক ভলেন্টিয়াররা পেতেন 9000 টাকা এখন থেকে 1000 টাকা বাড়ানো হলো।
তারা এবার থেকে পাবেন 10000 টাকা করে মাসিক বেতন। 2024 এপ্রিল মাসের 1 থেকে তারিখ নতুন বাজেটে পেশ করা টাকার অঙ্কই সিভিক ভলান্টিয়ারদের দেওয়া হবে। এবং সম্প্রতি আর একটি ঘোষণা করা হয়েছে। ভোটের আগে রাজ্য কন্সটেবেল সংখ্যা কম থাকার দরুন সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়ার কন্সটেবেল পদে নিয়োগ করা হবে।
লটারি লাগলো সিভিক ভলেন্টিয়ারদের। এক সাথে বেতন বৃদ্ধি, প্রমোশন ও গ্রেড বেড়ে গেল।
ভোটের আগে মুখ্যমন্ত্রীর পদক্ষেপ শুধুমাত্র মার দাঙ্গা রুখতে। জুনিয়ার কন্সটেবেল পদে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের ফলে তারা স্থায়ী কর্মী হয়ে যাবেন এবং পরবর্তীতে তাদের পদোন্নতিও হবে এমনটাই আশ্বাস মুখ্যমন্ত্রীর। এছাড়া সিভিক ভলেন্টিয়ারদের কাজ থাকবে 60 বছর বয়স অব্দি। তাদের নিরাপত্তার জন্য সরকার একটি বীমার ব্যবস্থাও করেছেন।