Clerk Recruitment – রাজ্যে ক্লার্ক পদে কর্মী নিয়োগ, 20 হাজার টাকা মাসিক বেতনে করুন চাকরি।

আবারও চাকরি প্রার্থীদের জন্য সুখবর (Clerk Recruitment). রাজ্যে আরও একটি  ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানুয়ারি মাসের পর থেকে পর পর রাজ্য সরকারের তরফ থেকে একাধিক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখনকার যুগে দাঁড়িয়ে প্রত্যেক ব্যাক্রিই  চান একটি স্থায়ী চাকরি যেখানে প্রত্যেক মাসে তারা একটি ফিক্সড স্যালারি পাবেন।

Upper Division Clerk Recruitment

করোনা মহামারীতে প্রাইভেট ফার্মে যারা কাজ করতেন তাদের বেশীরভাগের ওই সময় চাকরি খোয়া যাওয়ায় মানুষের মনে এই দুশ্চিন্তা আরও বেশি করে বেড়েছে। তাই বাজারে এখন সরকারী চাকরির ডিম্যান্ড ভীষণ। আজকের প্রতিবেদনে চাকরি প্রার্থীদের উদ্দ্যেশ্যে আরও একটি সরকারি চাকরির ডিটেলস আমরা দিতে চলেছি। ইচ্ছুক প্রার্থীরা জেনে নিন পদটির নাম সাথে আবেদন পদ্ধতি ইত্যাদি।

কেন্দীয় নিয়োগ, LIC তে ভারতের বিভিন্ন স্থানে চাকরি! জানুন আবেদন পদ্ধতি।

  • পদের নাম
  • বেতন ও বয়স
  • যোগ্যতা
  • আবেদন পদ্ধতি

পদের নাম

রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রক অধীনস্ত কলকাতার কাস্টডিয়ান অফিসের পক্ষ থেকে ডেপুটেশনের ভিত্তিতে “আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ বা Clerk Recruitment করা হবে। ইতিমধ্যে এই পদে আবেদনের জন্য একটি মাত্র শূন্য পদই খালী আছে।

বেতন ও বয়স

যে যোগ্য প্রার্থীকে এই আপার ডিভিশন Clerk Recruitment এর জন্য নির্বাচন করা হবে তার মাসিক বেতন সর্বনিম্ন 5200 টাকা থেকে শুরু করে 20,200 টাকা অব্দি রাখা হবে। সর্বচ্চ 56 বছর বয়স প্রাপ্ত ব্যাক্তিরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। সুতরাং আর দেরি না করে এখনই এই পদের জন্য আবেদন জানাতে পারবেন কারন বয়সসীমা গন্ডি অনেকটাই বেশি রাখা হয়েছে।

mid day meal recruitment - (মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ)

যোগ্যতা

আপার ডিভিশন ক্লার্ক পদে কাজের জন্য ব্যাক্তির যোগ্যতা থাকতে হবে কেন্দ্রীয় সরকারের আধিকারিকগণ নিয়মিত ভিত্তিতে অভিভাবক ক্যাডার বিভাগের অনুরূপ পদের অতিষ্ঠ বা এলডিসি গ্রেডে ইজিস্ট দু বছরের অভিজ্ঞতা।

আবেদন পদ্ধতি

১) অনলাইন অথবা অফলাইন দুভাবেই ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
২) অনলাইনে আবেদন করার জন্য (www.mha.gov.in/en) এই অফিশিয়াল ওয়েবসাইটে আপনাদের যেতে হবে।
৩) অফলাইনে আবেদন জানাতে গেলে A4 সাইজে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাইনলোড করে নিতে হবে।
৪) তারপর বিজ্ঞপ্তির সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে একটি PDF বানাতে হবে।
৫) admn.del-cepita.govcontractor.in ইমেলে PDF তা পাঠিয়ে দিতে হবে।

রাজ্যে আবারও 20 হাজার টাকা বেতনে ক্লার্ক পদে কর্মী নিয়োগ

তবে এই সমস্ত কিছুই আপনাকে 4 এপ্রিলের মধ্যে করে ফেলতে হবে। এই ধরনের চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন। আমরা নির্ভুল তথ্যই আপনাদের দেওয়ার চেস্টা করব।

Leave a Comment