DM Office Recruitment – রাজ্যের ডিএম অফিসে মাধ্যমিক পাশে 10 হাজার টাকা বেতনে কর্মী নিয়োগ।

সম্প্রতি একটি DM Office Recruitment বা ডিএম অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী যুবক যুবতীরা যাঁরা এত দিন ভালো বেতনের চাকরির সন্ধানে ছিলেন এবং ন্যুনতম যোগ্যতায় চাকরি খুঁজছিলেন তাঁদের জন্য এল সুবর্ণ সুযোগ। কারণ রাজ্যের ডিএম অফিসে বেশ কিছু শূন্যপদে কর্মখালির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন পদে নিয়োগ, আবেদন যোগ্যতা কী, বয়সসীমা কত, আবেদন জানাবেন কিভাবে? সমস্ত তথ্য তুলে ধরা হল আজকের এই প্রতিবেদনে।

Collector DM Office Recruitment

  • ভ্যাকেন্সি ডিটেলস
  • বেতন
  • শিক্ষাগত যোগ্যতা
  • বয়সসীমা
  • আবেদন পদ্ধতি
  • নিয়োগ প্রক্রিয়া
  • ইন্টারভিউর তারিখ

ভ্যাকেন্সি ডিটেলস

সম্প্রতি রাজ্যের জেলার ডিএম অফিসের তরফে DM Office Recruitment বা ডিএম অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগকারী সংস্থা পশ্চিম মেদিনীপুর জেলার ডিসট্রিক্ট ম্যাজিসেট্রট ও কালেক্টর অফিস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখানে ক্ল্যারিকাল অ্যাসিস্টেন্ট (CAA) পদে কর্মী নিয়োগ হবে। কোনো লিখিত পরীক্ষা নয় বরং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করবে এই সংস্থা। মোট শূন্যপদের সংখ্যা 11 টি। আগ্রহী প্রার্থীদের আবেদন জানানোর পদ্ধতি নিম্নে বর্ণনা করা হল।

বেতন

অফিসিয়াল নোটিফিকেশন থেকে জানা যায়, উল্লিখিত পদগুলিতে যাঁরা এই DM Office Recruitment বা ডিএম অফিসে নিয়োগ পাবেন, তাঁদের প্রতিমাসের পারিশ্রমিক হবে যথেষ্ট ভালো। শূন্যপদের নিযুক্তরা প্রতিমাসে 10 হাজার টাকা বেতন পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

যে সকল প্রার্থীরা ডিএম অফিসের চাকরির জন্য আবেদন জানাতে চান, তাঁরা আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, এই নিয়োগে যাঁরা অংশগ্রহণ করতে চাইবেন তাঁদের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশের যোগ্যতা থাকতে হবে।

বয়সসীমা

যে সমস্ত প্রার্থীরা এই DM Office Recruitment বা ডিএম অফিসে কর্মী নিয়োগে অংশ নিতে চান তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, আবেদনরত প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 64 বছরের মধ্যে। আবেদন প্রক্রিয়ায় বয়সসীমাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।

রাজ্যের বিদ্যুৎ সরবরাহ সংস্থায় ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ।

আবেদন পদ্ধতি

(A) এই DM Office Recruitment বা ডিএম অফিসে কর্মী নিয়োগে আবেদন জানাতে হলে প্রার্থীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। (paschimbardhaman.gov.in) এই ওয়েবসাইটে ভিজিট করবেন।
(B) এরপর এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি A4 পেপারে প্রিন্ট করে নিতে হবে।

(C) তারপর এটি নির্ভুল ভাবে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করে নির্দেশ মতো ইন্টারভিউয়ের ঠিকানায় পৌছে যেতে হবে।
(D) প্রার্থীরা ইন্টারভিউয়ের বিবরণী পেয়ে যাবেন ওয়েবসাইট থেকে।

পঞ্চায়েতে নিয়োগ বা Panchayat Recruitment

নিয়োগ প্রক্রিয়া

এই DM Office Recruitment বা ডিএম অফিসে কর্মী নিয়োগে কোনো লিখিত পরীক্ষা হবেনা। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বেছে নেওয়া হবে। তাই ওয়েবসাইট থেকে ইন্টারভিউর তারিখ ও সময়সীমা জেনে নেবেন। নির্দেশমতো যথাস্থানে পৌছে প্রার্থীরা ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন। ইন্টারভিউর দিন প্রয়োজনীয় ডকুমেন্টগুলি নিয়ে যেতে ভুলবেন না। এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে নজর রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে।

নতুন করে রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। মাধ্যমিক পাশে নিজের এলাকায় চাকরি।

ইন্টারভিউর তারিখ

এই DM Office Recruitment বা ডিএম অফিসে কর্মী নিয়োগের ইন্টারভিউ আয়োজিত হবে আগামী 15th ফেব্রুয়ারি 2024. এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানতে প্রার্থীরা নজর রাখুন জেলার অফিসিয়াল ওয়েবসাইটে।
Written by Purbasha Chakraborty.

Leave a Comment