সকল মানুষের কাছে Ration Card বা রেশন কার্ডের গুরুত্ব অনেক বেশি। কারণ এখনো আমাদের দেশে এমন কয়েক কোটি মানুর আছেন যারা প্রতিমাসের প্রথমে রেশন দোকানে পাওয়া চাল, গম পাওয়ার ওপরে তাদের সংসার নির্ভর করে। কিন্তু এই সকল মানুষেরা যদি কেন্দ্রীয় সরকারের এই সামান্য একটি নিয়ম না মানেন তাহলে তাদের জন্য এই বিনামূল্যে বা স্বল্প মূল্যে পাওয়া খাদ্য সামগ্রী হামেসার জন্য বন্ধ হতে পারে বলে খবর জানতে পাওয়া যাচ্ছে।
Ration Card Convert Process Online.
২০২০ সালে করোনা মহামারীর সময়ে এর গুরুত্ব সকলের কাছে বৃদ্ধি পায়। কারণ সমগ্র দেশে লকডাউন ঘোষণা করে দেওয়া হয় এবং সকলের রোজগার এক কথায় প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এক সরকারি পরিসংখ্যান অনুসারে আমাদের দেশে প্রায় ৯০ কোটির বেশি মানুষের রেশন কার্ড আছে এবং এই সংখ্যা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৯ কোটির কাছাকাছি। রাজ্য সরকারের তরফে এই Ration Card নিয়ে সকল নাগরিকদের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে।
আমাদের রাজ্য সহ দেশে মূলত কয়েকটি রেশন কার্ডের মাধ্যমে সকল গ্রাহকদের রেশন সামগ্রী প্রদান করা হয়ে থাকে (Ration Card Benefit). AAY (Antyodaya Anna Yojana), PHH (Priority Household), SPHH (State Priority Household), RKSY I And II (Rajya Khadya Suraksha Yojana). এই সকল কার্ডের মাধ্যমে সকলকে রেশন সামগ্রী প্রদান করা হয়ে থাকে।
AAY রেশন কার্ড গ্রাহকদের ২১ কিলো চাল, ১৪ কিলো গম ও ১ কিলো চিনি দেওয়া হবে কিন্তু এই চিনির জন্য সকলকে ১৪ টাকা করে দিতে হবে। PHH গ্রাহকদের ৩ কিলো চাল দেওয়া হবে ও ২ কিলো গম দেওয়া হবে, এর বদলে চাইলে কেউ আটাও নিতে পারবেন। SPHH গ্রাহকদের ৩ কিলো চাল ও ২ কিলো গম দেওয়া হবে। RKSY – I গ্রাহকদের শুধুমাত্র ৫ কিলো করে চাল দেওয়া হবে এনারা গম বা আটা পাবেন না। RKSY – II এই সকল গ্রাহকদের ২ কিলো চাল দেওয়া হবে (Ration Card Benefit).
APL রেশন কার্ডকে (Ration Card) কিভাবে BPL কার্ডে রূপান্তরিত করবেনঃ-
১) আপনাকে অনলাইনের মাধ্যমে এই আবেদন করতে হবে।
২) www.wbpds.wb.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
৩) আপনার রেশন কার্ডের সঙ্গে যেই মোবাইল নম্বর লিঙ্ক (Ration Card Link With Mobile) আছে সেই নম্বর লিখে দেবেন।
৪) আপনার নম্বরে OTP আসবে সেই ওটিপি লিখে দিতে হবে।
৫) এরপরে আপনারা নিজেদের পরিবারের সকল সদস্যদের তথ্য জানতে পারবেন।
৬) এরপর Category Change এই অপশনে যেতে হবে।
৭) এই কাজ করার পর আপনার সামনে অনেক গুলি শর্ত চলে আসবে সে গুলি দেখে নিয়ে আপনাকে টিক করতে হবে।
School Holiday – পঞ্চায়েত ভোটের জন্য কতদিন বন্ধ থাকবে রাজ্যের স্কুল ও সরকারি অফিস গুলি দেখুন।
৮) Next অপশনে ক্লিক করবেন।
৯) এইবারে আপনাকে নিজের মোবাইলে পাঠানো OTP দিয়ে দিতে হবে।
১০) আপনার আবেদন মঞ্জুর করা হবে এবং কিছু দিন বাদে আপনারা এর স্ট্যাটাস চেক করে নিতে পারবেন।
Swasthya Sathi Card – অতি সহজেই স্বাস্থ্যসাথী কার্ডে অনলাইনের মাধ্যমে আবেদনের পদ্ধতি দেখে নিন।