সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি Court Recruitment এর বিজ্ঞপ্তি জারি করা হলো। রাজ্যের সকল চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি সুখবর। অনেকেই আছেন যারা রাজ্যের বিভিন্ন কোর্টে কাজ করতে ইচ্ছুক থাকেন। তারা কোর্টে চাকরি পাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাদের জন্য এটি আরও বিশেষ খবর হতে চলেছে। সাধারণত ক্লার্ক পদের জন্য কর্মী নিয়োগ করা হবে।
District Court Recruitment
ক্লার্কের দায়িত্বের মধ্যে রয়েছে আদালতের রেকর্ড রক্ষণাবেক্ষণ করা সাক্ষী, বিচারক এবং গ্র্যান্ড জুরিদের শপথ বাক্য পাঠ করানো। এছাড়া আছে নথিপত্র গ্রহণ ও সাধারণ জন গণকে সেই রেকর্ডগুলির আক্সেস প্রদান করা। আজকের আর্টিকেলের মাধ্যমে এই পদের জন্য কী কী যোগ্যতা প্রয়োজন এবং বয়সসীমা ও আবেদন পদ্ধতি কী আছে তা জেনে নেওয়া যাক।
- পদের নাম
- বয়স ও বেতনসীমা
- শিক্ষাগত যোগ্যতা
- আবেদন পদ্ধতি
পদের নাম
এই নিয়োগ সংস্থার নাম হলো অফিস অফ দ্যা ডিস্ট্রিক্ট জজ, পশ্চিম বর্ধমান। Court Recruitment এ যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হলো বেঞ্চ ক্লার্ক। এখানে প্রার্থীদের তিন ভাবে পরিক্ষা করা হবে। প্রথমে কম্পিউটার ভেরিফিকেশন পরবর্তীতে ডকুমেন্টস ভেরিফিকেশন একদম শেষে ইন্টারভিউ নেওয়া হবে। যোগ্য প্রার্থীদের সঠিক ভাবে মূল্যায়ন করার পরই চাকরি দেওয়া হবে।
বয়স ও বেতনসীমা
বেঞ্চ ক্লার্ক পদের জন্য আপনাকে প্রাপ্ত বয়স্ক হতে হবে। ব্যাক্তির বয়স থাকতে হবে 18 থেকে 61 বছর বয়সসীমার মধ্যে। এছাড়া সরকারি রিটায়ার্ড কর্মীরা নিয়োগের জন্য বিশেষ অগ্রাধিকার পাবেন। এই পদে যুক্ত হওয়ার পর আপনাদের মাসিক বেতন থাকবে 10 হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা
Court Recruitment এ আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নিম্নতম মাধ্যমিক পাশ। শিক্ষিত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিকে উত্তীর্ণ হতে হবে। এছাড়া কম্পিউটারে বেশ দক্ষ থাকতে হবে। কারণ আপনাদের যাবতীয় যা ডেটা সংরক্ষণ বা কালেক্ট এর কাজটা কম্পিউটারের মাধ্যমে করতে হবে।
জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। 35,000 শূন্যপদ, যোগ্যতা মাধ্যমিক পাশ।
আবেদন পদ্ধতি
১) সম্পূর্ণ আবেদনটি আপনাকে করতে হবে অফলাইন। এর জন্য আপনাকে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট হলো paschimbardhaman.dcourts.gov.in.
২) ওয়েবসাইট থেকে আপনাকে ফর্মটিকে একটি A4 সাইজ পেপারে প্রিন্ট আউট বার করে নিতে হবে।
৩) তারপর ফর্মটি ফিল আপ করে তার সাথে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট , আধার কার্ড সহ সমস্ত ডকুমেন্টস যুক্ত করে খামে ভরে 8 ই এপ্রিল 2024 এর আগে উল্লিখিত স্থানে পৌঁছে দিতে হবে।