পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের সুবর্ণ সুযোগ। নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেল সম্প্রতি (DCPU Recruitment). এটি একটি খুশির খবর হতে চলেছে রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্যই। এক নয় একাধিক পদের জন্য এই নিয়োগ কর্মসূচি চলবে। রাজ্যের প্রতিটি জেলার চাকরিপ্রার্থী তরুণ-তরুণীরাই এই নিয়োগে অংশ নিতে পারবেন। কিভাবে আবেদন জানাবেন কী কী যোগ্যতা লাগবে, বেতন কাঠামোই বা কি রকম, জানতে আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন।
DCPU Recruitment 2024 Vacancy Details
- ভ্যাকেন্সি ডিটেলস
- বেতন
- শিক্ষাগত যোগ্যতা
- বয়সসীমা
- আবেদন পদ্ধতি
- আবেদনের সময়সীমা
ভ্যাকেন্সি ডিটেলস
সম্প্রতি ডিস্ট্রিক্ট ম্যাজিসেট্রট দপ্তরের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এই বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, শিশু সুরক্ষা দপ্তরের একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ হবে। যে যে পদের জন্য এই নিয়োগ কর্মসূচি চলবে সেগুলি হল – ১) কাউন্সেলর (Counsellor) ২) হাউস ফাদার (House Father) ও ৩) প্যারা মেডিকেল স্টাফ (Para Medical Staff)।
অফিসিয়াল নোটিফিকেশন থেকে জানা যায়, প্রতি পদের জন্য মোট একজন করে মোট তিনটি পদে এই DCPU Recruitment প্রক্রিয়া চলবে। আসুন জেনে নেওয়া যাক আবেদন যোগ্যতা ও আবেদন প্রক্রিয়াটি।
বেতন
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বেতন ধার্য করা হবে। অর্থাৎ তিনটি পদের বেতন হলো ভিন্ন। যেমন, প্রার্থী যদি কাউন্সেলর (Counsellor) পদের জন্য আবেদন জানান ও নির্বাচিত হন তবে প্রতিমাসে সেই প্রার্থীর বেতন হবে 23,170 টাকা। প্রার্থী যদি হাউস ফাদার (House Father) পদের জন্য আবেদন জানান ও নির্বাচিত হন তবে প্রতিমাসে সেই প্রার্থীর বেতন হবে 14,564 টাকা। আবার, কোনো প্রার্থী যদি প্যারা মেডিক্যাল স্টাফ (Para Medical Staff) পদের জন্য আবেদন জানান ও নির্বাচিত হন তবে প্রতিমাসে তিনি 12,000 টাকা বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
যে সমস্ত আগ্রহী প্রার্থীরা চলতি DCPU Recruitment প্রক্রিয়ায় অংশ নিতে চান তাঁরা অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিয়োগে যাঁরা অংশগ্রহণ করতে চাইবেন তাঁদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবার কিছু পদের জন্য ডিপ্লোমা যোগ্যতাও ধার্য করা হয়েছে। আগ্রহী প্রার্থী তাই আবেদন জানানোর আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই মন দিয়ে পড়ে নেবেন।
বয়সসীমা
যে সমস্ত প্রার্থীরা এই DCPU Recruitment এ অংশ নিতে চান তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত। তবে যে সকল প্রার্থীরা কাউন্সেলর পদের জন্য আবেদন জানাবেন, তাঁদের বয়স হতে হবে 24 থেকে 40 বছরের মধ্যে।
পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশ মহিলাদের জন্য বিপুল চাকরির সুযোগ! এখনি আবেদন করুন।
আবেদন পদ্ধতি
(A) এই DCPU Recruitment এ আবেদন জানাতে হলে প্রার্থীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটটি হল- (jalpaiguri.gov.in)।
(B) এরপর এই ওয়েবসাইটে থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি A4 পেপারে প্রিন্ট করে নিতে হবে। তারপর এটি নির্ভুলভাবে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে সেগুলি জমা করতে হবে।
(C) নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিক ঠিকানায় পৌছে গেলে আপনার আবেদন খতিয়ে দেখা হবে ও আবেদন গৃহীত হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে।
(D) খেয়াল রাখবেন, অবশ্যই সময়সীমার মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। নচেৎ আপনার অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবেনা।
ভারতীয় রেলে মাধ্যমিক পাশে 3015 কর্মী নিয়োগ। আবেদন প্রক্রিয়া জেনে নিন।
আবেদনের সময়সীমা
এই DCPU Recruitment এ আবেদন জানানো যাবে আগামী 24th জানুয়ারি 2024 এর মধ্যে। তারপর আর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে এবং নতুন আপডেট পেতে জেলার ওয়েবসাইটে নজর রাখবেন।
Written by Arshi Chakraborty.