Dearness Allowance – কবে থেকে বর্ধিত ও বকেয়া DA পাবেন? জানুন আজকের প্রতিবেদনে।

Dearness Allowance নিয়ে দফায় দফায় আন্দোলন চলেছে রাজ্যে। দফায় দফায় DA বৃদ্ধির ঘোষণাও করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি না পেলেও  রাজ্য সরকারের তরফে জানুয়ারি মাসেই 4 শতাংশ DA বৃদ্ধি করা হয়েছে। 2024 সালের জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীরা 50 শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। একই সাথে অবসপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরাও ডিয়ারনেস রিলিফ পাচ্ছিলেন।

Dearness Allowance Increase

Dearness Allowance বৃদ্ধির ঘোষণা করা হয়েছে প্রায় 2 মাস আগে। এই 2 মাসের বকেয়া DA কবে পাবেন সরকারি কর্মচারীরা এই নিয়ে অনেক কর্মচারীদের মনে প্রশ্ন। প্রথম দফা জানুয়ারি মাসে তারপর দ্বিতীয় দফা ফেব্রুয়ারি মাসে বৃদ্ধি করা হয়েছে অর্থ দফতরের তরফ থেকে। অর্থাৎ মোট 14 শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়।

ভারতীয় রেলের তরফ থেকে টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ।

আগেই হরিয়ানা রাজ্য সরকারের  পক্ষ থেকে Dearness Allowance বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণা করা হয় বকেয়া 2 মাসের টাকা 2024 সালের মে মাসে ঢুকবে সরকারি কর্মচারী সহ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের। এবং তাদের যে বর্ধিত হতে DA পাবার কথা ছিল। পশ্চিমবঙ্গেও বকেয়া যে DA ছিল টা মে মাসে দিয়ে দেওয়া হবে এবং বর্ধিত হারে DA প্রদানও এই মাস থেকেই শুরু হবে।

food si recruitment - ( ফুড সাব ইন্সপেক্টর কর্মী নিয়োগ)

মে’তে তাঁরা ‘এরিয়ার’ বা বকেয়া ডিএয়ের টাকাও পাবেন বলে রাজ্য সরকার সূত্রে খবর। আদালতে এতবার মামলা করার পরও এই পরিমাণ DA বৃদ্ধি করাতে কিছুতেই খুশি হইনি রাজ্যের কর্মচারীরা। তাদের বক্তব্য কেন্দ্রের সাথে তাদের মহার্ঘ ভাতার পার্থক্য অনেক।

রাজ্য সরকারি কর্মচারীদের আবারও DA বৃদ্ধির ঘোষণা করলো নবান্ন। কোন পদে কত বাড়লো?

কেন থাকছে কেন্দ্রের সাথে রাজ্জ্যের কর্মচারীদের ডিয়ারনেস অ্যালাউন্সের এমন কেন ফারাক তা নিয়ে প্রশ্ন তুলছে একাংশ। কেন্দ্রে কর্মরত কর্মচারীরা কেন্দ্র সরকারের তরফ থেকে সপ্তম বেতন কমিশনের আয়তায় 46 শতাংশ হারে DA পেতেন যা এই বারের বাজেটে বেড়ে 50 শতাংশ হয়েছে।

Leave a Comment