Dearness Allowance – রাজ্য সরকারী কর্মীদের বেতন ও DA বৃদ্ধি, সাথে থাকছে মেডিক্যাল বেনিফিটস।

বহু প্রতীক্ষিত অপেক্ষার অবসান ঘটিয়ে রাজ্যে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে (Dearness Allowance). কত শতাংশ বৃদ্ধি করল? কত টাকা বাড়তি বেতন পাবেন জেনে নিন সমস্ত কিছু।

Dearness Allowance Hike by WB Government

বিগত কয়েক বছর ধরেই ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা নি‍্যে আন্দোলন চলছিল।
সেই নিয়ে দফায় দফায় আন্দোলন চালিয়ে যায় রাজ্য সরকারি কর্মীরা। তবে বহু বছর ধরে করা এই আন্দোলনের ফল তারা গিয়ে পেলেন চলতি বছর, অর্থাৎ ২০২৪ লোকসভা ভোটের আগেই। প্রথমে তাদের ভাতার শতাংশ বাড়ানো হয় ১০। তবে তারা তাতে মোটেই সন্তুষ্ট হননি। তাদের দাবি অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের যে হারে ডিএ প্রদান করা হয় তার সাথে রাজ্য সরকারী কর্মীদের প্রদান করা ডিএ এর বিস্তর ফারাক (Dearness Allowance).

রাজ্যের একাধিক স্কুলে ভোকেশনাল টিচার নিয়োগ, শূন্যপদ 500 টি।

কেনো হচ্ছে আয় বৈষম্যের এতটা ফারাক এই নিয়েই তাদের তোপের মুখে ছিলেন রাজ্য সরকার। তবে এই দাবি কেও পূরণ করে তারা আরো ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেন। মোট দুটি দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধির পর বর্তমানে ১৪ শতাংশতে এসে দাঁড়িয়েছে (Dearness Allowance). এর পরও কোনো ভেবেই শান্ত হচ্ছেন না রাজ্যের কর্মীরা। কারন এখনও কেন্দ্রের সাথে তাদের ডিএ এর ফারাক ৩৬ শতাংশ।

এই প্রসঙ্গে মমতা সরকার জানান যে যে হারে দুটি দফায় কর্মীদের ডিএ বৃদ্ধি করা হচ্ছে আর রাজ্যের আর্থিক অবস্থা খারাপ ও ক্রন্দ্রের বঞ্চনা স্বত্তেও তা দেওয়া হয়েছে। যে হারে কর্মীদের আপাতত ডিএ বৃদ্ধি করা হয়েছে সেই অনুযায়ী মে মাস থেকেই তাদের ব্যাংক একাউন্টে বর্ধিত হারে ডিএ ঢুকবে। এর পাশপাশি তিনি সিভিক ভলেন্টিয়ার পদোন্নতি, সহ ICDS কর্মী নিয়োগ এবং বহু কর্মী নিয়োগের ঘোষণা করেছেন।

dearness allowance - ( মহার্ঘ ভাতা)

ডিএ এর পাশাপাশি কর্মীদের আরো একটি দাবি ছিল তাদের কাজ চলাকালীন মেডিক্যাল ট্রিটমেন্ট নিয়ে। এই দাবিটিকেও সরকার পূর্ণতা দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর ওল এমপ্লয়ীজ এন্ড পেনসনার্স ক্যাশলেস মেডিক্যাল ট্রিটমেন্ট স্কিম এর আয়তায় তাদের নথিভুক্ত করতে হবে। ভোটের মুখে ভোট চলাকালীন অনেক কর্মচারীদের অনেক দুর্ঘটনার শিকার হতে হয়, তাদের অনেক কাউকেই সেই সময় অসুস্থও হতে দেখা যায়। সেই দায় ভার গ্রহণ করতে হবে রাজ্য সরকারকে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের আরো 4% DA বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ। কত টাকা বাড়ছে, কবে থেকে চালু?

ঠিক এমনটাই তাদের দৈনন্দিন কাজ চলাকালীনও হতে পারে। সেক্ষেত্রে তারও দায় নেবে রাজ্যের সরকার। মোটের ওপর কর্মচারীদের থেকে শুরু করে রাজ্যের চাকরিপ্রার্থী সহ সাধারণ জন সাধারণের বেশিরভাগ দাবীই পূরণ করেছে রাজ্য সরকার (Dearness Allowance). তাদের কথা অনুযায়ী মমতা সরকার সর্বদা মা মাটি মানুষের পাশে থাকবে। ধীরে ধীরে তারা বাকি যে দাবি দাওয়া গুলো রয়েছে সেগুলিও পূরণ করতে সক্ষম হবেন এমনটাই আস্বাস দিয়েছেন।

Leave a Comment