উচ্চ হারের বেতনের একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল (DEO Recruitment ). ডেটা এন্ট্রি পদে কর্মী নিয়োগ করা হবে। অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস, বাথিন্দা এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে যেহেতু ডেটা এন্ট্রি পদে কর্মীদের নিয়োগ করা হবে সুতরাং কম্পিউটারে তাদের বিশেষ দক্ষতা থাকতে হবে।
DEO Recruitment
তবে প্রার্থীদের ইন্টারভিউ দিতে হবে অন্য রাজ্যে গিয়ে। অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস এর এই ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের জন্য বিশেষ কিছু একাডেমিক যোগ্যতা, বয়সসীমা দরকার। আজকের আর্টিকেলের মাধ্যমে পোস্টের রিকুয়্যারমেন্ট সহ আবেদনের পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি জেনে নিন (DEO Recruitment).
- পদের নাম
- শিক্ষাগত যোগ্যতা
- বয়স ও বেতন
- আবেদন পদ্ধতি
- ইন্টারভিউয়ের স্থান ও তারিখ
উৎকর্ষ প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলায় কর্মী নিয়োগ।
পদের নাম
অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস, বাথিন্দার তরফ থেকে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে (DEO Recruitment). এখানে একটি মাত্র শূন্যপদ আছে।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে 60 শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। মাইক্রোসফট অফিসের এমএস এক্সেল এবং এমএস ওয়ার্ড এ খুব দক্ষতা চাই। সাথে পাওয়ার পয়েন্ট এর প্রেসেন্টেশান নলেজও ভালো রাখতে হবে। এছাড়া কেউ যদি কম্পিউটারে এই দক্ষতার পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ইনফরমেশন টেকনোলোজি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে তাহলে তাদের দিকে বিশেষ নজর দেওয়া হবে।
বয়স ও বেতন
সর্বচ্চ 30 বছর বয়সী কন ব্যাক্তি এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। এর থেকে অত্যাধিক বয়সের কেউ আবেদনের যোগ্য নন। বেতন কাঠামো ভালো মানের এ কথা আগেই উল্লেখ করা হয়েছে। ডেটা এন্ট্রি পদে নিযুক্ত হওয়ার পর ব্যাক্তিরা 29,200 টাকা করে মাসিক পাবেন।
আবেদন পদ্ধতি
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করা হবে এর জন্য আগে থেকে কোনো আবেদনের প্রয়োজন নেই (DEO Recruitment ). এর জন্য আপনার কিছু ডকুমেন্টসের প্রয়োজন। দু কপি পাসপোর্ট সাইজ ফটো কপি, এডুকেশন কোয়ালিফিকেশন, এক্সপিরিএন্সের নথি যার মধ্যে অ্যাট্যাচড ফটো থাকতে হবে এবং প্রয়োজনীয় সব ডকুমেন্টস অরিজিনাল দিতে হবে।
পোস্ট অফিসে বিপুল নিয়োগ, মাসে 30000 টাকা বেতন! উচ্চ মাধ্যমিক পাসেই আবেদন
ইন্টারভিউয়ের স্থান ও তারিখ
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। 1 লা এপ্রিল সকাল 9 টার মধ্যে ইন্টারভিউয়ের স্থানে পৌঁছে যেতে হবে। College Council Hall, Admin Block, Medical College, AIIMS Bathinda হল ইন্টারভিউয়ের স্থান।