DEO Recruitment – কেন্দ্রীয় সরকারের তরফে 3712 টি শূন্যপদে DEO ও ক্লার্ক পদে কর্মী নিয়োগ

ইতিমধ্যে আরেকটি ডেটা এন্ট্রি এবং ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (DEO Recruitment) । কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে এমন বিজ্ঞপ্তিই প্রকাশ করা হয়েছে। কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। নারী ও পুরুষ উভয় জাতি নির্বিশেষে আবেদন জানাতে পারবেন।

দেশের যে কোনো প্রান্তের প্রার্থীরা আই পদে আবেদন যোগ্য। তবে এই সমস্ত পদে আবেদনের জন্য বিশেষ কিছু যোগ্যতা দক্ষতা দরকার। যেসকল প্রার্থী কেন্দ্রীয় সরকারের এই পদ দুটিতে আবেদনের জন্য ইচ্ছুক তাদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

DEO Recruitment by Central Government

  • পদের নাম
  • যোগ্যতা
  • বেতন ও বয়স
  • নিয়োগ পদ্ধতি
  • আবেদনের পদ্ধতি
  • আবেদন ফী ও শেষ তারিখ

পদের নাম

কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের তরফে লোয়ার ডিভিশন ক্লার্ক/ জুনিয়ার সেক্রেটারিয়ান অ্যাসিস্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মীদের নিয়োগ করা হচ্ছে। এখানে ডেটা এন্ট্রি অপারেটর এবং ক্লার্ক পদে আবেদনের জন্য মোট ৩৭১২ টি শূন্যপদ খালি রয়েছে (DEO Recruitment).

লোয়ার ডিভিশন ডেটা এন্ট্রি পদে আবেদনের জন্য আপনাদের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। এছাড়া আপনি যদি ‘A’ গ্রেডের ডেটা এন্ট্রি পদে আবেদন জানাতে চান তবে ব্যাক্তিকে কোনো স্বীকৃত বিধ্যালয় থেকে বিজ্ঞান শাঁখায় যেখানে গণিত অবশ্যই থাকবে এই বিষয়ে উত্তীর্ণ হতে হবে।

উচ্চমাধ্যমিক পাশে 19 হাজার টাকা বেতনে আপার এবং লোয়ার ক্লার্ক পদে নিয়োগ।

বেতন ও বয়স

ডেটা এন্ট্রি অপেরেটর পদে বেতন কমিশন ৫ অনুযায়ী ২৯,২০০ – ৯২,৩০০ টাকা এবং বেতন লেভেল ৪ অনুযায়ী ২৫,৫০০ থেকে ৮১, ১০০ টাকা পাবেন। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য বেতন কমিশন ২ অনুযায়ী চাকরিপ্রার্থী বেতন পাবেন ১৯,২০০ – ৬৩,২০০ টাকা।

এছাড়া ‘A’ গ্রেডের ডেটা এন্ট্রি পদে নিযুক্ত (DEO Recruitment) হলে লেভেল ৪ অনুযায়ী ২৫,৫০০ থেকে ৮১, ১০০ টাকা পাবেন। ১/৮/২০২৪ অনুযায়ী আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে থাকতে তবে। সুতরাং ২০০৬ এর পরে জন্ম গ্রহণকারী কোনো প্রার্থীই আবেদন জানাতে পারবেন না।

rpf recruitment - ( আরপিয়েফ পদে নিয়োগ)

নিয়োগ পদ্ধতি

দুটি স্টেপে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। যেখানে প্রত্যেকটি প্রশ্নের ভুল উত্তরে ০.৫০ করে নেগেটিভ মারকিং আছে। এছাড়া রয়েছে কম্পিউটার টাইপিং টেস্ট। প্রথম ও দ্বিতীয় পর্বের দুটি পরীক্ষার সিলেবাসই আপনারা অফিশিয়াল ওয়েবসাইট থেকে পায়ে যাবেন।

আবেদনের পদ্ধতি

১) প্রথমেই আপনাদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে একটি প্রার্থীর জন্যও একবারই রেজিস্ট্রেশন করা যাবে।
২) অফিশিয়াল ওয়েবসাইটটি হল (https://ssc.gov.in) ।
৩) এরপর প্রার্থীদের ফর্মটি ফিল আপ করে ফেলতে হবে। সাথে নিজেদের একটি ফটোও আপলোড করতে হবে। যেই ফটোটিতে কোনো ভাবেই টুপি বা সানগ্লাস পরা যাবেনা।
৪) প্রার্থীর সাইন সঠিক সাইজ (২০ kb ) করে আপলোড করতে হবে।
৫) অবশেষে ফর্মটি সাবমিট করে তার প্রিন্ট আউট করা কপি নিজেদের কাছে রাখতে হবে (DEO Recruitment).

মাধ্যমিক পাসেই চাকরির সুযোগ, ভারতীয় রেলে কর্মী নিয়োগ

আবেদন ফী ও শেষ তারিখ

আবেদন ফী বাবদ প্রত্যেক প্রার্থীকে ১০০ টাকা করে অনলাইনে সাবমিট করতে হবে। তবে মহিলা প্রার্থী এবং সংরক্ষিত শ্রেণীদের জন্যও বিশেষ কিছু ছাড় দেওয়া হয়েছে। তবে আবেদন ফী কোনো ভাবেই পরবর্তীকালে ফেরত দেওয়া হবেনা। আগামী ৭ মে পর্যন্ত আপনারা এই পদে আবেদন জানাতে পারবেন।

Leave a Comment