DEO Recruitment – ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশানে DEO, MTS পদে ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি।

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের তরফ থেকে ইতিমধ্যে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইট মারফৎ ঘোষণা করা হয়েছে (DEO Recruitment). এটি ভারত সরকারের একটি অলাভজনক কোম্পানি, যেটা কোম্পানি অ্যাক্ট সেকশন ৮ এর আন্ডারে স্থাপিত হয়েছে। ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন উন্নয়ন কাজের জন্য গবেষণা করে।

Digital India DEO Recruitment

যে সকল চাকরি প্রার্থীরা চাকরির জন্য হন্তদন্ত হতে ছুটে বেড়াচ্ছিলেন তাদের কাছে এটি একটি সুবর্ণ সুযোগ।দুটি পদের জন্য এখানে কর্মীদের নিয়োগ করা হবে এবং দুটি পদের জন্যই খুব সীমিত ভ্যাকেন্সি রয়েছে। আপনি কাজে যুক্ত হলে ভারত সরকারের অধীনে কাজ করবেন তবে টা সম্পূর্ণ অস্থায়ী কর্মী হিসাবে। নারী ও পুরুষ উভয় জাতিই এখানে আবেদন জানাতে পারেন।

তবে এখানে চাকরি পাওয়ার পর আপনার পোস্টিং করা হবে নিউদিল্লিতে কিন্তু পরে আপনি আপনার প্রোজেক্টের লোকেশন অনুযায়ী ট্রান্সফার করে নিতে পারবেন (DEO Recruitment). লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের সিলেক্ট করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে শর্ট লিস্টেড ব্যাক্তিদের কাজে রাখা হবে। আজকের রিপোর্টের মাধ্যমে আপনি জানতে পারবেন সমস্ত ডিটেলস সহ পদের নাম ও যোগ্যতা অন্যান্য তথ্য।

  • পদের নাম ও শূন্যপদ
  • যোগ্যতা
  • বয়স ও বেতন
  • আবেদন পদ্ধতি

পদের নাম ও শূন্যপদ

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের তরফ থেকে দুটি পদে আবেদন করার স্কোপ রাখা হয়েছে। প্রথমটি হলো Data Entry Operator বা ডেটা এন্ট্রি অপারেটর পদ এবং দ্বিতীয়টি হলো Multi Tasking Staff বা মাল্টি টাস্কিং স্টাফ। দুটি পদের জন্যই একটি একটি করে শূন্যপদ রয়েছে। মোট শূন্যপদের সংখ্যা মাত্র দুটি।

কেন্দ্রীয় চাকরি, মাধ্যমিক পাশে আবেদন করুন টিকিট সেলার পদে।

যোগ্যতা

ডেটা এন্ট্রি অপারেটর (DEO Recruitment) পদের জন্য ব্যাক্তিকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া এই ফিল্ডে তাকে ২ বছরের অভিজ্ঞও থাকতে হবে। Multi Tasking Staff বা মাল্টি টাস্কিং স্টাফ পদের কাজের জন্য কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে সাথে ২ বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।

school recruitment - ( স্কুলে নিয়োগ)

বয়স ও বেতন

বয়স নিয়ে কোনো ঘোষণা অফিসিয়াল ওয়েবসাইটে করা হয়নি। বেতন নিয়েও কোনো কিছু ঘোষণা করা হয়নি। ইন্টারভিউয়ের মাধ্যমে আপনার কোয়ালিফিকেশন, স্কিল এবং এক্সপিরিয়েন্স এর বেসিসে আপনার বেতন ঠিক করা হবে (DEO Recruitment).

পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। যোগ্যতা, বেতন ও আবেদন প্রক্রিয়া।

আবেদন পদ্ধতি

১) আবেদনটি প্রার্থীদের করতে হবে সম্পূর্ণ অনলাইন।
২) digitalindiacorporation.in এটা ডিজিটাল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। এখানে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে।
৩) তারপর আপনি যে পোস্টের জন্য চাইছেন সেই পোস্টের ফর্ম ফিল আপ করে। ডকুমেন্টস আপলোড করতে হবে।
৪) আপনাকে এই সম্পূর্ণ কাজ গুলি করতে হবে ২০২৪ এপ্রিল মাসের ১০ তারিখের মধ্যে।

Leave a Comment