ইতিমধ্যে রাজ্যের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে (District Court Recruitment ). রাজ্যের জেলা আদালতে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হল রাজ্যের সরকার। তবে এই পদে নিয়োগের জন্য শুধুমাত্র রাজ্যের পুরুষ প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন এবং তার জন্য তাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
District Court Recruitment Group D
পূর্ব বর্ধমানের জেলায় কর্মীদের নিয়োগ করা হবে (District Court Recruitment ). বিজ্ঞপ্তির মাধ্যমে এখন অস্থায়ী ভাবে কর্মী কর্মী নিয়োগ করা হলেও পড়ে তা স্থায়ী করা হবে বলা হচ্ছে। পরীক্ষার মাধ্যমে তাদের নিয়োগ করা হবে। যারা এই সকল পরীক্ষায় উত্তীর্ণ হবেন কেবল তাদেরই নিয়োগ করা হবে। আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন পদের নাম সহ আর তথ্য।
- পদের নাম
- যোগ্যতা
- বয়স ও বেতন
- নিয়োগ প্রক্রিয়া
- আবেদন পদ্ধতি
- আবেদন ফী
পদের নাম
রাজের জেলা আদালতে নাইট গার্ড, ডে গার্ড এবং গার্ডেনার পদে শুধু মাত্র পুরুষ কর্মীদের নেওয়া হবে। নাইট গার্ডের জন্য মোট 9 টি শূন্যপদ আছে। যেখানে SC, ST, OBC দের একটি একটি করে, অসংরক্ষিতদের জন্য দুটি এবং প্রাক্তন সার্ভিসম্যানদের জন্য তিনটি, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পরা ব্যাক্তিদের জন্য একটি শূন্যপদ রয়েছে। ডে গার্ড এবং গার্ডেনার পদে একটি একটি করেই কর্মী নেওয়া হবে (District Court Recruitment ). তিনটি পদ মিলিয়ে মোট 11 টি পদ রয়েছে।
যোগ্যতা
স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ করতে হবে। এছাড়া প্রার্থীরা উচ্চ শিক্ষিতও হতে পারেন। সেক্ষেত্রেও তারা আবেদন জানাতে পারবেন। এছারাও তাদের শারীরিক ভাবে সুস্থ ও সবল হতে হবে। ইচ্ছুক প্রার্থীরা দেরি না করে শীঘ্রই আবেদন জানান।
বয়স ও বেতন
1 জানুয়ারি, 2024 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স নূন্যতম 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতি তপশিলি উপজাতি দের জন্য 5 বছরের বয়সের ছাড় আছে এবং OBC ক্যাটাগরিদের জন্য 3 বছরের বয়সের ছাড় আছে। মাসিক বেতন 17 হাজার টাকা থেকে শুরু 43,600 হাজার টাকা পর্যন্ত থাকবে।
নিয়োগ প্রক্রিয়া
দুটো পদ্ধতিতে কর্মী নির্বাচন হবে। প্রথমে লিখিত পরীক্ষা এবং পরে ইন্টার্ভিউয়ের মাধ্যমে কর্মীদের নিয়োগ করা হবে (District Court Recruitment ). লিখিত পরিক্ষাটি হবে মোট 100 নম্বরের যেখানে 50 টা প্রশ্ন থাকবে 2 নাম্বারের। প্রশ্নগুলি করা হবে বীজগণিত, জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্সের অপর ভিত্তি করে।
আবেদন পদ্ধতি
অফলাইনে আবেদনটি করতে হবে। তার জন্য আপনার প্রয়োজন একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো, একটি ঠিকানা সমেত খাম (4.5 X 10.5) তাতে জেনো অবশ্যই পোস্টাল স্ট্যাম্প থাকে, অ্যাপ্লিকেশনের নিচে ডেট সবেত সম্পূর্ণ সাইন, ঠিকানা, জন্ম তারিখ, কাস্ট, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, এই সমস্ত সাথে অ্যাপ্লিকেশন লিখে সেটিকে খামে ভরে আবেদন ফী সমেত জমা করতে হবে।
আবেদন জমা দেওয়ার ঠিকানা হল District Judge cum District Recruitment Committee of Purba Bardhaman Judgeship, Court Compound, Burdwan, Purba Bardhaman, Pin Code – 713101
আবেদন ফী
তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি দের জন্য 100 টাকা করে আবেদন ফী বরাদ্দ করা হয়েছে জা সাধারন সম্প্রদায়ভুক্ত মানুষদের জন্য 300 টাকা করে বরাদ্দ করা হয়েছে। আবেদন জমা করার শেষ তারিখ রাখা হয়েছে চলতি বছর অর্থাৎ 2024 4 মে পর্যন্ত।