ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেল পমেন্ট অর্গানাইজেশন বা DRDO Recruitment এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। এখানে ১ বছরের শিক্ষানবীশ কালের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে। তবে যে যে পোস্টের উল্লেখ বিজ্ঞপ্তিতে করা হয়েছে সেই সেই পদে আবেদনের জন্য প্রার্থীদের টেকনিক্যাল কোর্সের প্রয়োজন। এর জন্য আবেদন
কারীদের ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ডও দেওয়া হবে সমস্ত প্রার্থীদের তাই এখনই আবেদন করুণ।
DRDO Recruitment 2024 apply online
আজকের রিপোর্টের মাধ্যমে আমরা জেনে নেব কোন কোন পদে কত সংখ্যক কর্মীদের নিয়োগ করা হবে। এই সম্পর্কে বিস্তারিত বিবরণ নিম্নরূপ আলোচোনা করা আছে। আপনি যা যা জানতে পারবেন সেটি হলো, পদের নাম, যোগ্যতা, আবেদন কী ভাবে করবেন ও আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র এই সম্পর্কে আপনারা জানতে পারবেন আমাদের প্রতিবেদনের মাধ্যমে (DRDO Recruitment).
- পদের নাম
- যোগ্যতা
- আবেদন পদ্ধতি
- আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
পদের নাম
ফিটার ট্রেডের জন্য ভ্যাক্যান্সী রয়েছে বা DRDO Recruitment ২০ টি, টার্নার ট্রেডের জন্য ভ্যাক্যান্সী রয়েছে ৮ টি, মেশিনিস্ট পদের জন্য ১৬ টি ভ্যাক্যান্সী রয়েছে, ওয়েল্ডার পদের জন্য ভ্যাক্যান্সী রয়েছে ৪ টি, ইলেকট্রিশিয়ান পদের জন্য ভ্যাক্যান্সী রয়েছে ১২ টি, ইলেকট্রনিক্স পদের জন্য ভ্যাক্যান্সী রয়েছে ৪ টি, কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্টেন্ট পদের জন্য ভ্যাক্যান্সী রয়েছে ৬০ টি, কার্পেন্টার পদের জন্য ২ টি পোস্ট এবং বুক বাইন্ডার পদের জন্য ১ টি পোস্ট রয়েছে।
যোগ্যতা
উপরে উল্লিখিত প্রত্যেকটি পদের জন্য আইটিআই কোর্সের প্রয়োজন। যে প্রার্থী যে ফিল্ডের জন্য আবেদন করবেন তাকে সেই ফিল্ডের থেকে কোর্স কমপ্লিট করতে হবে। এবং যেসকল ক্যান্ডিডেট অ্যাপরেন্টিকশিপ এক্ট ১৯৬১ অনুযায়ী কোনো অ্যাপরেন্টিকশিপ করছেন তারা এখানে আবেদন জানাতে পারবেন না (DRDO Recruitment).
ন্যাশনাল কাউন্সিল for ভোকেশনাল ট্রেনিং এবং স্টেট কাউন্সিল পিএফ ভোকেশনাল ট্রেনিং থেকে রেগুলার বেসিসে কোর্স কমপ্লিট করেছেন তারাই এই পদগুলিতে আবেদন যোগ্য। উচ্চ যোগ্যতা সম্পন্ন কোনো ব্যাক্তি এখানে আবেদন জানাতে পারবেন না। যদি উচ্চ যোগ্যতা সম্পন্ন কোনো ব্যাক্তি আবেদন করেন তাহলে তার আবেদন বাতিল করে দেওয়া হবে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি! এই ভাবে এগোলে অবশ্যই সফল লাভ করবেন
আবেদন পদ্ধতি
গুগল ফর্ম ফিল আপের মাধ্যমে প্রার্থীদের আবেদন জানাতে হবে। তার জন্য আপনাদের যেতে হবে https://forms.gle/xqRjBZ4U6NqgbvTDA / www. apprenticeshipindia.org এই লিঙ্ক টিতে। গুগল ফর্ম ফিল আপ করার সময় আপনাকে রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
১) লোকাল থানা থেকে সংগ্রহ করা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট।
২) ক্যারেকটার সার্টিফিকেট।
৩) একজন সিভিল অ্যাসিস্টেন্ট সার্জনের থেকে আনা ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট।
৪) SSC সার্টিফিকেট।
৫) ITI ট্রেনিং সার্টিফিকেট।
৬) কাস্ট সার্টিফিকেট।
৭) ব্যাংকের পাশবুকের জেরক্স।
৮) আধার কার্ড।
৯) রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো।
হাইকোর্টের নির্দেশে নতুন করে আবারও 3458টি শূন্যপদে ICDS সুপারভাইজার কর্মী
এর মধ্যে যেকোনো একটি সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় প্রেজেন্ট না থাকলে আপনি ট্রেনিং থেকে বাদ হয়ে যেতে পারেন। এবং ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই ভ্যালিড ই মেল আইডি দিতে হবে। আবেদন করার শেষ তারিখ ২০২৪ মে মাসের ৩১ তারিখ অব্দি।
Written by Sathi Roy