ইলেকট্রিক আমাদের প্রত্যেকের জীবনের এক অংশ হয়ে উঠেছে আয়ে এই Electric Bill Payment বা ইলেকট্রিকের টাকা দেওয়ার জন্য আমাদের সকল রাজ্যের নাগরিকদের প্রতিমাসে বা তিন মাস অন্তর জমা দিতে হয়। আর সময়ের সঙ্গে চলতে চলতে সব খরচের মতোই আমাদের ইলেকট্রিক বিলের খরচও প্রতিদিন অন্তর বৃদ্ধি পাচ্ছে, আর এই কারণের জন্য আপনাদের কিছু পদ্ধতি সম্পর্কে আমরা জানিয়ে দিতে চলেছি যেই সকল পদ্ধতির মাধ্যমে আপনারা বিল জমা দেওয়ার সময় ভালো পরিমাণে টাকা ফেরত পেতে পারেন।
Electric Bill Payment Apps For Cashback.
আপনারা Electric Bill Payment দেওয়ার মাধ্যমে ক্যাশব্যাক পেতে চাইলে আপনাদের অনলাইনের মাধ্যমে আপনারা যদি এই বিল পেমেন্ট করেন তাহলেই এই সুবিধা পাবেন। এছাড়াও WBSEDCL বা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম এর সকল গ্রাহকেরা প্রতি তিনমাস অন্তর বিল জমা করতে হয় এবং আপনারা এই বিল (Electric Bill) একবারে অফলাইনেই জমা করে দিলে কিছু ছাড় পেতে পারেন।
WBSEDCL CESC Electric Bill Payment কিভাবে দেবেন
১) www.wbsedcl.in এই ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপরে Online Payment এই অপশনে ক্লিক করতে হবে।
৩) Quick Pay এই অপশনে ক্লিক করে নিতে হবে।
৪) আপনাকে নিজের Consumer ID ও Captcha Code লিখে Proceed অপশনে ক্লিক করতে হবে।
৫) নতুন যেই পেজটি খুলবে সেই পেজটিতে Consumer ID, নাম, ই মেল আইডি, মোবাইল নম্বর লিখে দিলে আপনারা নিজেদের বকেয়া বিল দেখতে পেয়ে যাবেন।
৬) বকেয়া বিল সিলেক্ট করে নিতে হবে।
৭) আপনাকে পেমেন্ট অপশন সিলেক্ট করে নিতে হবে।
৮) এরপর নিজের বকেয়া বিল (Electricity Bill) আপনাদের জমা করে দিতে হবে।
৯) অবশ্যই এই রিসিভ কপিটি আপনারা প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবেন।
১০) এই একই পদ্ধতিতে আপনারা CESC তেও বিল পেমেন্ট করতে পারবেন।
১১) এছাড়াও Paytm, PhonePe বা আরও সকল ই ওয়ালেট এর মাধ্যমেও এই কাজ সম্পন্ন করতে পারবেন।
Online Electric Bill Payment দেওয়ার কিছু সুবিধা
১) কম সময়ের মধ্যেই আপনারা এই কাজ সম্পন্ন করতে পারবেন।
২) অনলাইনে Electricity Bill Payment করলে আপনারা কিছু টাকা কম খরচ করতে হবে।
৩) এই ব্যাস্ত জীবনযাত্রায় আমরা সময় মতো ইলেকট্রিক বিল জমা করতে পারি না, এই জন্য আমাদের ফাইন দিতে হয়।
৪) কিন্তু অনলাইনে পেমেন্ট (Online Payment) করলে এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
৫) সকল প্রকারের অনলাইন মাধ্যমে ব্যবহারের মাধ্যমে আপনারা এই ক্যাশব্যাক পেতে পারবেন।
LIC Loan – ভারতীয় জীবন বীমা নিগম দেশবাসীর জন্য আরও সুবিধা বৃদ্ধি করলো মাত্র 3 দিন লাগবে।